Android থেকে iPhone-এ স্যুইচ করতে চান? ফোন পাল্টানোর আগে এই ৪টি গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখুন

এখনকার দিনে হাতে একটা স্মার্টফোন না থাকলে জীবন প্রায় অচল বললেই চলে। সেক্ষেত্রে যদিও বিশ্বব্যাপী অধিকাংশ ইউজারই...
techgup 2 May 2022 7:04 PM IST

এখনকার দিনে হাতে একটা স্মার্টফোন না থাকলে জীবন প্রায় অচল বললেই চলে। সেক্ষেত্রে যদিও বিশ্বব্যাপী অধিকাংশ ইউজারই অ্যান্ড্রয়েড (Android) স্মার্টফোন ব্যবহার করেন, তবে আধখাওয়া আপেলের লোগোযুক্ত মোবাইল ডিভাইসগুলি হাতে রাখার স্বপ্ন কিন্তু কমবেশি অনেকেই দেখে থাকে। হ্যাঁ, ঠিকই ধরেছেন; বলছি টেক জায়েন্ট অ্যাপল (Apple)-এর আইফোন (iPhone)-এর কথা। নজরকাড়া ডিজাইন এবং একগুচ্ছ কার্যকর ফিচারে ঠাসা এই ডিভাইসগুলির ইউজারবেস দিন-কে-দিন বেড়েই চলেছে। ফলত বলাই যায় যে, প্রতিনিয়তই বিশ্বের বেশ কিছু সংখ্যক ইউজার অ্যান্ড্রয়েড থেকে আইফোনে স্যুইচ করছেন। কিন্তু নতুন একটা অপারেটিং সিস্টেম ব্যবহার করার আগে সেটির সাথে সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য আগাম জেনে রাখা একান্ত আবশ্যক। নইলে আচমকা একটা নতুন ডিভাইস হাতে এসে পড়লে সেটি ব্যবহার করতে কিন্তু বেশ খানিকটা সমস্যা হতে পারে।

হ্যাঁ, শুধু লোগো বা ব্র্যান্ডের মোহে পড়ে অপারেটিং সিস্টেম প্ল্যাটফর্ম বদল করে ফেললেই কিন্তু হবে না, এক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্যও মাথায় রাখতে হবে। নইলে দেখা যাবে যে ফোন বদল হল ঠিকই, কিন্তু জরুরি ডেটা বা ফোনে থাকা যাবতীয় দরকারি জিনিস বেমালুম লোপাট হয়ে গেল! তাই আপনিও যদি অ্যান্ড্রয়েড থেকে আইফোনে স্যুইচ করার প্ল্যান করে থাকেন, তাহলে এই প্রতিবেদনটি আপনার বেশ কাজে আসবে। কেননা এখানে আমরা এমন চারটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করতে চলেছি, যেগুলি এমত পরিস্থিতিতে আপনার জেনে রাখা একান্ত আবশ্যক। তাহলে চলুন, এই জরুরি বিষয়গুলির ওপর একনজরে চোখ বুলিয়ে নেওয়া যাক।

WhatsApp ব্যাকআপ অ্যাক্সেস করতে পারবেন না

আপনি যদি আপনার হোয়াটসঅ্যাপ ডেটা অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ব্যাকআপ করে থাকেন, তবে আপনি আইফোনে সেগুলি অ্যাক্সেস করতে পারবেন না। এর কারণ হল, অ্যান্ড্রয়েড ডিভাইসগুলিতে হোয়াটসঅ্যাপ ডেটা গুগল ড্রাইভ (Google Drive)-এ স্টোর হয়। অন্যদিকে, আইফোনের ক্ষেত্রে হোয়াটসঅ্যাপের যাবতীয় ডেটা সঞ্চিত হয় আইক্লাউড (iCloud)-এ। যদিও অ্যান্ড্রয়েড থেকে আইফোনে চ্যাট হিস্ট্রি ট্রান্সফার করার জন্য হোয়াটসঅ্যাপ একটি ফিচারের ওপর দীর্ঘদিন ধরে কাজ চালিয়ে যাচ্ছে, তবে ফিচারটি রোলআউট না হওয়া পর্যন্ত এই কাজটি করা প্রায় অসম্ভব। তাই এই মুহূর্তে আপনি ধরে রাখতে পারেন যে, অ্যান্ড্রয়েড থেকে আইফোনে স্যুইচ করলে আপনাকে আপনার হোয়াটসঅ্যাপ ডেটা হারাতে হবে।

ডেটা ট্রান্সফার

স্মার্টফোন আমাদের এখনকার দৈনন্দিন জীবনের সর্বক্ষণের সঙ্গী। তাই এতে ইউজারদের অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য মজুত থাকে। ফলে অ্যান্ড্রয়েড থেকে আইফোনে স্যুইচ করলে সেই সমস্ত ডেটা খোয়া যাওয়ার সমূহ সম্ভাবনা রয়ে যায়। এক্ষেত্রে বলে রাখি যে, অ্যান্ড্রয়েড থেকে আইফোনে ডেটা ট্রান্সফার করার কাজটি কিন্তু বেশ সহজ। যদিও তার আগে এ সম্পর্কে পুঙ্খানুপুঙ্খভাবে জেনে নেওয়া একান্ত আবশ্যক। আপনাদেরকে জানিয়ে রাখি যে, আপনি আপনার সমস্ত গুগল অ্যাপস আইফোনে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। অ্যান্ড্রয়েড স্মার্টফোনে এই সমস্ত গুগল অ্যাপ্লিকেশনগুলি প্রি-ইন্সটল করা থাকে। তবে আইফোনে তা না থাকায় আপনাকে অ্যাপ স্টোরে গিয়ে সেগুলিকে আগে ডাউনলোড করে নিতে হবে।

চার্জিংয়ের ক্ষেত্রে এই সুবিধা পাওয়া যাবে না

এখনকার দিনে স্মার্টফোন যেহেতু সবসময়ই কাজে লাগে, তাই দীর্ঘক্ষণ ধরে স্মার্টফোনকে চার্জে বসিয়ে রাখা এখন কারোর পক্ষেই সম্ভব হয়ে ওঠে না। আর সেই কারণে মার্কেটে এসে গেছে একাধিক ফাস্ট চার্জিং অ্যান্ড্রয়েড ফোন, যেগুলি এক ঘণ্টার মধ্যেই ফুল চার্জ হয়ে যায়। কিন্তু আপনাদেরকে বলে রাখি যে, আইফোনে কিন্তু এই ফাস্ট চার্জিংয়ের সুবিধা নেই। তবে এর মানে এটা নয় যে, আইফোনে চার্জ খুব ধীরগতিতে হয়। সেক্ষেত্রে এখনকার ফ্ল্যাগশিপ অ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলিতে যতটা চার্জিং স্পিড পাওয়া যায়, ততটা স্পিড কিন্তু আইফোনে পাওয়া যাবে না।

আইফোনে এই সেন্সরটি উপলব্ধ নয়

লেটেস্ট আইফোন মডেলগুলি কোনো টাচ আইডি ছাড়াই মার্কেটে আসছে। সেক্ষেত্রে আপনি যদি ফেস আনলকের চেয়ে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটিকে বেশি পছন্দ করেন, তবে আইফোনে স্যুইচ করার পরে আপনি এই সেন্সরটি মিস করবেন।

Show Full Article
Next Story