Android ব্যবহারকারীদের মানতে হবে এই শর্ত, নইলে ফেলে দিতে হবে পুরানো স্মার্টফোন

আপনি কি অনেক পুরোনো অ্যান্ড্রয়েড (Android) স্মার্টফোন ব্যবহার করেন, এবং সেটা এতটাই পুরোনো যে তাতে মোটে ১ জিবি র‍্যাম...
techgup 13 Sept 2022 4:59 PM IST

আপনি কি অনেক পুরোনো অ্যান্ড্রয়েড (Android) স্মার্টফোন ব্যবহার করেন, এবং সেটা এতটাই পুরোনো যে তাতে মোটে ১ জিবি র‍্যাম আছে? তাহলে এই প্রতিবেদনে আপনার জন্য রয়েছে একটি শোচনীয় দুঃসংবাদ। আসলে সম্প্রতি গুগল (Google) স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে, তারা ১ জিবি র‍্যামযুক্ত স্মার্টফোনগুলির জন্য Android সাপোর্ট বন্ধ করতে চলেছে। অর্থাৎ আরও ভালোভাবে বললে, যে সমস্ত স্মার্টফোনে ১ জিবি র‍্যাম আছে, সেগুলি আর ভবিষ্যতে কোনো Android আপডেট পাবে না। ফলে পুরোনো স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য নিঃসন্দেহে এটি খুবই খারাপ একটি খবর।

Android স্মার্টফোনে ন্যূনতম ২ জিবি র‍্যাম ও ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ থাকা বাধ্যতামূলক

প্রসঙ্গত উল্লেখ্য যে, অতিসম্প্রতি রিলিজ হয়েছে লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৩ (Android 13) ভার্সন, আর এর সাথে সাথেই টেক জায়েন্টটি গুগল মোবাইল সার্ভিসেস (GMS) কম্প্যাটিবিলিটির নিয়মকানুনেও বেশ কিছু উল্লেখযোগ্য পরিবর্তন করেছে। বর্তমানে সংস্থাটির তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে, অ্যান্ড্রয়েড ফোনে এখন ন্যূনতম ২ জিবি র‍্যাম থাকা একান্ত আবশ্যক। আসলে নয়া অ্যান্ড্রয়েড মোবাইল অপারেটিং সিস্টেমের লাইট ভার্সন অ্যান্ড্রয়েড গো (Android Go)-এর অ্যাপ্লিকেশনগুলিকে সাপোর্ট করার জন্যও ১ গিগাবাইট র‍্যাম যথেষ্ট নয়, তাই অগত্যা গুগলকে এই পরিবর্তনটি করতে হয়েছে। এর পাশাপাশি সংস্থার পক্ষ থেকে একথাও বলা হয়েছে যে, নতুন অ্যান্ড্রয়েড ভার্সন সাপোর্ট করার জন্য ফোনে কমপক্ষে ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ থাকতে হবে।

এই প্রসঙ্গে বলে রাখি, বেশিরভাগ লেটেস্ট বাজেট রেঞ্জের ফোনগুলি এখন ২ গিগাবাইট বা তার চাইতে বেশি র‍্যামসহ আসে। ফলে এই সমস্ত ডিভাইসগুলিতে গো প্ল্যাটফর্মের লাইটওয়েট অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনগুলি খুব সহজেই চালাতে পারেন ইউজাররা। আর এখন প্রায় সব স্মার্টফোনেই অন্ততপক্ষে ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ তো থাকেই। তাই খুব পুরোনো স্মার্টফোন ব্যবহারকারী ছাড়া আর কাউকেই গুগলের এই নয়া ঘোষণায় তেমন বিপাকে পড়তে হবে না বলেই ধরে নেওয়া যায়।

পুরোনো ডিভাইসগুলি নতুন সফ্টওয়্যার আপডেট পাবে না

প্রসঙ্গত জানিয়ে রাখি, Google তার Go প্ল্যাটফর্মকে আগের তুলনায় এখন অনেক বেশি উন্নত করেছে। ফলে একথা নিঃসন্দেহে বলা যায় যে, Android 13 Go আগের ভার্সনগুলির চাইতে অনেক ভালো হবে। কিন্তু সেক্ষেত্রে মনে রাখতে হবে, ১ জিবি র‍্যাম বা ৮ জিবি ইন্টারনাল স্টোরেজযুক্ত পুরোনো কোনো ডিভাইসে এই নতুন সফ্টওয়্যার আপডেট পাওয়া যাবে না। সেক্ষেত্রে যারা এই ধরনের ফোন ব্যবহার করছেন, তাদের এই মুহূর্তে নতুন ডিভাইসে আপগ্রেড করা একান্ত আবশ্যক। সেক্ষেত্রে আবারও একবার আপনাদেরকে মনে করিয়ে দিই, Google এই মুহূর্তে ন্যূনতম ২ জিবি র‍্যাম এবং ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ ক্যাপাসিটি বেঁধে দিয়েছে। তবে বিশেষজ্ঞরা মনে করছেন যে, আগামী দিনে আবারও এই লিমিটকে পরিবর্তন করতে পারে টেক জায়েন্টটি। সেক্ষেত্রে যারা নতুন স্মার্টফোন কেনার প্ল্যান করছেন, তাদের কমপক্ষে ৩-৪ জিবি র‍্যাম এবং ৩২ জিবি স্টোরেজবিশিষ্ট মডেল কেনার পরামর্শ দেবো আমরা।

Show Full Article
Next Story