OnePlus 10 Pro, Xiaomi 12 Pro কে হারিয়ে সেরা অ্যান্ড্রয়েড ফোন এখন iQOO 9 Pro

স্মার্টফোনের পারফরম্যান্স পরীক্ষার জন্য জনপ্রিয় বেঞ্চমার্কিং প্ল্যাটফর্ম আনটুটু (AnTuTu) প্রতিমাসে অ্যান্ড্রয়েড ফ্ল্যাগশিপ স্মার্টফোনের পারফরম্যান্স, ক্ষমতা ইত্যাদি পরখ করে, এগুলিকে রেটিং দেয় এবং তারমধ্যে থেকে সেরা…

স্মার্টফোনের পারফরম্যান্স পরীক্ষার জন্য জনপ্রিয় বেঞ্চমার্কিং প্ল্যাটফর্ম আনটুটু (AnTuTu) প্রতিমাসে অ্যান্ড্রয়েড ফ্ল্যাগশিপ স্মার্টফোনের পারফরম্যান্স, ক্ষমতা ইত্যাদি পরখ করে, এগুলিকে রেটিং দেয় এবং তারমধ্যে থেকে সেরা দশটি রেটিং প্রাপ্ত ফোনের একটি তালিকা প্রকাশ করে। এবছরের প্রথম মাসের বেস্ট পারফর্মিং অ্যান্ড্রয়েড ফ্ল্যাগশিপ ফোনের মাসিক তালিকাটি সম্প্রতি সামনে এনেছে আনটুটু। ১ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি অবধি বিশ্বের অ্যান্ড্রয়েড ফ্ল্যাগশিপ অ্যান্ড্রয়েড স্মার্টফোনের বেঞ্চমার্কিং ডেটা সংগ্রহ করে সেরা দশের তালিকাটি প্রকাশিত হয়েছে। আর এই তালিকায় প্রথম স্থানটি দখল করে নিয়েছে iQOO 9 Pro স্মার্টফোনটি। এই ফোনটি জানুয়ারির শুরুতেই কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর সহ লঞ্চ হয়েছে।

আনটুটু-এর জানুয়ারির তালিকায় আইকো ৯ প্রো মডেলটির প্রাপ্ত স্কোর হল ১০,২০,৯৭৪। আবার দ্বিতীয় স্থানে অবস্থান করছে আইকো ৯ সিরিজেরই বেস মডেলটি। এই ফোনটি অর্জন করেছে ১০,২০,১৫৬ পয়েন্ট। আবার, রিয়েলমি জিটি ২ প্রো ফোনটি ১,০০,৬৪১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। আর ওয়ানপ্লাস ১০ প্রো এবং শাওমি ১২ প্রো ফোন দুটি যথাক্রমে চতুর্থ এবং পঞ্চম স্থানে অবস্থান করছে৷

জানিয়ে রাখি, আগের মাসের র‍্যাঙ্কিংয়ের তুলনায় জানুয়ারির তালিকাটিতে সবচেয়ে বড় পরিবর্তন এনেছে লেটেস্ট কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসরটি। উল্লেখযোগ্যভাবে, কোয়ালকমের এই ফ্ল্যাগশিপ প্রসেসর যুক্ত স্মার্টফোনগুলি আনটুটু- এর লেটেস্ট তালিকায় আধিপত্য বিস্তার করেছে। তালিকার সেরা সাতটি স্থানই ধরে রেখেছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর যুক্ত স্মার্টফোন।

অন্যদিকে, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ প্লাস (Qualcomm Snapdragon 888+) যুক্ত ডিভাইসগুলি শেষ তিনটি স্থানে রয়েছে। এগুলি হল – ব্ল্যাক শার্ক ৪এস প্রো, রেড ম্যাজিক ৬এস প্রো, এবং আইকো ৮ প্রো। যদিও মনে করা হচ্ছে এই মডেলগুলি শীঘ্রই তালিকা থেকে বাদ পড়বে, কারণ নতুন বেশ কয়েকটি ফ্ল্যাগশিপ ডিভাইসগ বাজারে এসেছে বা আসতে চলেছে৷ এর মধ্যে রয়েছে Samsung Galaxy S22 ফ্ল্যাগশিপ সিরিজ।