MPL, Paytm First Game সহ ১৩২টি বেটিং অ্যাপ ব্যান করতে কেন্দ্র কে চিঠি

ভারত-চীন উত্তেজনার ফলশ্রুতিতে, দেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে এবং নাগরিকদের তথ্য সুরক্ষিত রাখতে গত তিন মাসে ভারত সরকার ২০০টিরও বেশি চীনা অ্যাপ্লিকেশন ব্যান করেছে। তবে এবার,…

ভারত-চীন উত্তেজনার ফলশ্রুতিতে, দেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে এবং নাগরিকদের তথ্য সুরক্ষিত রাখতে গত তিন মাসে ভারত সরকার ২০০টিরও বেশি চীনা অ্যাপ্লিকেশন ব্যান করেছে। তবে এবার, দেশের অন্যতম একটি রাজ্য অন্ধ্রপ্রদেশ নিষেধাজ্ঞা জারি করল ১৩২টি অ্যাপ এবং ওয়েবসাইটের ওপর। তালিকায় রয়েছে Paytm First Game, Mobile Premier League (MPL) এবং Adda52-এর মত কিছু জনপ্রিয় গেম অ্যাপ্লিকেশনের নাম। অভিযোগ, এই অ্যাপগুলি অনলাইন জুয়া এবং অনলাইন বেটিংয়ে (বাজি) ইউজারদের প্ররোচনা দিচ্ছিল। তাই দেশীয় অ্যাপ্লিকেশন হওয়া সত্ত্বেও অ্যাপগুলিকে ওই রাজ্যে নিষিদ্ধ করা হয়েছে।

ইতিমধ্যে অন্ধ্রপ্রদেশ সরকার, ওই ওয়েবসাইট এবং অ্যাপ্লিকেশনগুলিতে অ্যাক্সেস আটকাতে, সমস্ত ইন্টারনেট পরিষেবা সরবরাহকারীদের নির্দেশ দেওয়ার জন্য কেন্দ্র সরকারকে অনুরোধ করেছে। জানা গিয়েছে, রাজ্যের মুখ্যমন্ত্রী ওয়াইএস জগন মোহন রেড্ডি, গত ২৭শে অক্টোবর কেন্দ্রের তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ মন্ত্রী রবিশঙ্কর প্রসাদের কাছে একটি চিঠি পাঠিয়ে এই সমস্ত অনলাইন গেমিং এবং বেটিং মাধ্যমগুলির কথা তুলে ধরেন।

এরপর মুখ্যমন্ত্রী জগন মোহন একটি তালিকাও জমা দেন, যেখানে ১৩২ টি ওয়েবসাইট এবং অ্যাপ্লিকেশনের নাম রয়েছে। অন্ধ্রপ্রদেশ সরকার বিশ্বাস করে যে ওই ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশনগুলি ইউজারদের অনলাইন গেমিং, বেটিং এবং জুয়া খেলার জন্য প্ররোচিত করে এবং তরুণ প্রজন্মের একাংশ তাদের মোবাইল ফোন এবং কম্পিউটারের মাধ্যমে এই সমস্ত ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশনে সময় কাটায়।

রেড্ডি বলেন, অনলাইন বাজি এবং গেমিংয়ের নেশায় ইউজাররা তাদের টাকা খুইয়ে ফেলছেন এবং জনসাধারণের মধ্যে হিংসামূলক আচরণের সৃষ্টি হচ্ছে। আর তাই ‘অন্ধ্রপ্রদেশ গেমিং অ্যাক্ট ১৯৭৪’-এর আওতায় ওই অ্যাপ্লিকেশন এবং ওয়েবসাইটগুলিকে ব্যান করা হয়েছে। অন্ধ্রপ্রদেশ সরকার, চলতি বছরেই ওই গেমিং অ্যাক্টটি সংশোধন করেছে যাতে অনলাইন গেমিং, অনলাইন জুয়া এবং অনলাইন বেটিং-কে দন্ডনীয় অপরাধ হিসাবে গণ্য করা হয়েছে।

প্রসঙ্গত, অন্ধ্রপ্রদেশে ব্যান হওয়া অ্যাপ্লিকেশনের তালিকায় নাম নেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) ২০২০-এর প্রধান স্পন্সর Dream 11-এর।Dream 11-ও, ইউজারদের অনলাইন গেমিং উপভোগ করার এবং ক্যাশব্যাক জেতার সুযোগ দেয়। তাই এই অ্যাপ্লিকেশনটির দিকে আঙুল তোলা হলনা কেন, সেই নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে!