Apple ভারতীয়দের দিচ্ছে বোনাস, কীভাবে পাবেন ধাপে ধাপে দেখে নিন

সম্প্রতি Apple তাদের ভারতীয় ফ্যানদের জন্য একটি আকর্ষণীয় অফার নিয়ে এসেছে। এই অফারে আগামী ২৬ শে মার্চ ২০২৪-এর মধ্যে যদি...
techgup 16 March 2024 9:36 PM IST

সম্প্রতি Apple তাদের ভারতীয় ফ্যানদের জন্য একটি আকর্ষণীয় অফার নিয়ে এসেছে। এই অফারে আগামী ২৬ শে মার্চ ২০২৪-এর মধ্যে যদি কোনো ইউজর তাদের Apple আইডিতে অর্থ যোগ করেন, তাহলে তারা পেয়ে যাবেন ১০ শতাংশ ইন্সট্যান্ট বোনাস।

Apple আনল Special Bonus অফার

আপনি যদি একজন অ্যাপল প্রোডাক্ট ব্যবহারকারী হন, তাহলে আপনার অ্যাপল আইডি ব্যালেন্সে ২,০০০ টাকা বা ৫,০০০ টাকা যোগ করে পেয়ে যেতে পারেন ১০ শতাংশ বোনাস। আর এক্ষেত্রে আপনি ২,০০০ টাকা যোগ করলে পেয়ে যাবেন ২০০ টাকা এবং ৫,০০০ টাকা যোগ করলে পেয়ে যাবেন অতিরিক্ত ৪০০ টাকা বোনাস।

অ্যাপল আইডি বোনাস দিয়ে আপনি কি কি করতে পারবেন?

  • অ্যাপল আইডি বোনাসের মাধ্যমে বিভিন্ন অ্যাপল অ্যাপস এবং বিভিন্ন ধরনের গেম কিনতে পারবেন।
  • অ্যাপল আইডি ব্যালেন্স দিয়ে আপনি অ্যাপল মিউজিক-এর মতো পরিষেবাগুলির মেম্বারশিপও পেতে পারেন।
  • এছাড়াও, আপনি পেয়ে যেতে পারেন, অতিরিক্ত আইক্লাউড স্টোরেজ।

কিভাবে অ্যাপল আইডি বোনাস পাওয়া যাবে?

  • অ্যাপল আইডি বোনাস পাওয়ার জন্য প্রথমে আপনি আপনার iPhone বা iPad-এর সেটিংস খুলুন।
  • তারপর "Your Name" অপশনটি ক্লিক করুন।
  • এবার "Payment and Shipping" অপশনে যান।
  • তারপর সেখানে "Apple ID" অপশনটি সিলেক্ট করুন।
  • এবার অফার পাওয়ার জন্য "Add Fund" প্রেস করুন।

এছাড়াও, আপনি আপনার আইফোন বা আইপ্যাডে অ্যাপ স্টোর খুলুন। তারপর সেখানে গিয়ে অ্যাকাউন্ট আইকনে আলতো প্রেস করুন। তারপর "Add Funds to Apple ID" অপশনে ট্যাপ করুন এবং বোনাস অফারটি পেয়ে যান।

তবে মনে রাখতে হবে যে, এই অফারটি ২৬ মার্চ ২০২৪ পর্যন্ত চলবে। আর এই বোনাস শুধু একবারই পাওয়া যাবে
এছাড়া, আপনি কত বোনাস পাবেন, সেটা সব সময়ই নির্ভর করবে আপনার ফান্ডে জমা দেওয়া অর্থের উপর। আপনার অ্যাকাউন্টের তথ্য এবং ক্রয়ের ইতিহাসের উপর নির্ভর করে আপনার অফারটি পাওয়ার যোগ্যতা যাচাই করা হবে।

Show Full Article
Next Story