জানুন কবে আসছে Apple এর ফোল্ডিং iPhone? থাকবে ৮ ইঞ্চি কোয়াড এইচডি প্লাস OLED ডিসপ্লে

ইউনাইটেড স্টেটস পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে ফোল্ডেবল (ভাঁজযোগ্য) ডিজাইনের একটি স্মার্টফোনের পেটেন্ট Apple জমা দিয়েছিল বলে সম্প্রতি আমরা জানতে পেরেছিলাম৷ ফোল্ডেবল আইফোন (Foldable iPhone)-এর ওপর…

ইউনাইটেড স্টেটস পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে ফোল্ডেবল (ভাঁজযোগ্য) ডিজাইনের একটি স্মার্টফোনের পেটেন্ট Apple জমা দিয়েছিল বলে সম্প্রতি আমরা জানতে পেরেছিলাম৷ ফোল্ডেবল আইফোন (Foldable iPhone)-এর ওপর Apple-এর কাজ করা নিয়ে জল্পনা অনেকদিন ধরেই চলছিল৷ যেখানে স্মার্টফোনে নতুন ট্রেন্ড নিয়ে এসে অ্যাপল বরাবরই বাজিমাত করছে, সেখানে ফোল্ডেবল প্রযুক্তির ফোন আনতে কেন এত বিলম্ব, সেই নিয়েও অ্যাপলপ্রেমীরা ছিল একটু ধোঁয়াশায়৷ তবে সংশ্লিষ্ট পেটেন্টটি দায়ের করার খবর সামনে আসতেই অ্যাপল ভক্তরা যথেষ্ট উচ্ছাস প্রকাশ করেছিলেন৷ কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছিল, ফোল্ডেবল আইফোন বাজারে আসতে এখনও কতদিন৷ এবার এই নিয়েই আশার বাণী শোনালেন মিং-চি-কুও৷ ইনি কে? KGI Securities (কেজিআই সিকিউরিটিজ) -এর অ্যানালিস্ট/বিশ্লেষক হিসেবে কুও’র আলাদা পরিচয় তো রয়েইছে৷ সেইসঙ্গে গত কয়েক বছর ধরে অ্যাপলের পণ্য এবং পরিকল্পনার সঠিক পূর্বাভাস দেওয়ার শক্তিশালী ট্র্যাক রেকর্ড তাঁকে “বিশ্বের সর্বাধিক নির্ভুল অ্যাপল বিশ্লেষক”-এর শিরোপা দিয়েছে৷ কুও অ্যাপলের আপকামিং ফোল্ডেবল আইফোন নিয়ে কী বলছেন দেখে নেওয়া যাক৷

কুও জানিয়েছেন, ২০২৩ সালে Apple, Foldable iPhone লঞ্চ করতে চলেছে৷ এছাড়া, এতে ৮ ইঞ্চি QHD+ ফ্লেক্সিবল OLED ডিসপ্লে থাকবে৷ কুও’র ইনভেস্টর নোটকে উদ্ধৃত করে অ্যাপল কেন্দ্রিক নিউজ পোর্টাল MacRumors জানিয়েছে, এর ডিসপ্লের জন্য স্যামসাংকে বরাত দেওয়া হবে এবং অফিসিয়াল সরবরাহকারী হিসেবে স্যামসাং ডিসপ্লের নামই রিপোর্টে উঠে আসছে৷ ২০২৩ সালে অ্যাপল, ফোল্ডেবল আইফোনের ১৫-২০ মিলিয়ন ইউনিট শিপিং করবে বলে অনুমান করা হচ্ছে৷

অন্যদিকে, ফোল্ডেবল আইফোনে TPK-এর Silver nanowire টাচ সলিউশন গৃহীত হতে পারে৷ কুও’র বিশ্বাস, এটি অ্যাপলের জন্য একটি “দীর্ঘমেয়াদি প্রতিযোগিতামূলক সুবিধা তৈরি করবে, কারণ ভবিষ্যতে ফোল্ডেবল ডিভাইসে একের বেশি ফোল্ড সাপোর্ট করবে এমন ডিসপ্লে প্রযুক্তির প্রয়োজন পড়বে৷” Silver nanowire টাচ সলিউশন স্যামসাং ডিসপ্লের Y-Octa টেকনোলজির থেকেও উন্নত বলে বিশেষজ্ঞদের মতামত৷

এবার প্রশ্ন আসে পারে ফোল্ডিং আইফোনের ডিজাইন কেমন হবে৷ সেক্ষেত্রে জানিয়ে রাখি, Apple-এর দায়ের করা পেটেন্টে দেখা গেছে যে, এতে Samsung Galaxy Z Fold 2 বা Moto Razr 5G-এর মত ইনওয়ার্ড অর্থাৎ ভেতর দিকে স্ক্রিন ভাঁজ করার বিকল্প থাকবে না; পরিবর্তে এতে আউটওয়ার্ড বা বাইরের দিকে ভাঁজ করার সুবিধা থাকবে ঠিক যেমনটা Huawei Mate X ফোনটিতে দেখা যায়৷ তবে পেটেন্টে একটি নয়, প্রায় তিন-চারটি ভাঁজ প্যানেলযুক্ত ডিভাইসের কথা তুলে ধরা হয়েছে, যা দেখে মনে হচ্ছে Apple বিশেষ কিছু করার পরিকল্পনা করছে। হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

WhatsApp Follow Button

Tech Gup এখন

হোয়াট্‌সঅ্যাপেও

WhatsApp Logo ফলো করুন