ভিন্টেজ আইটেম তালিকায় যোগ হল Apple Watch ও iPhone এর এই মডেলগুলি, আপনার নেই তো!

ভিন্টেজ আইটেমের তালিকায় যোগ আইফোনের দুটি মডেল এবং অ্যাপল ওয়াচ। জানা গিয়েছে, দুই আইফোন বছর পাঁচেক আগে বন্ধ হয়ে গিয়েছে। তাই সেগুলি ভিন্টেজ আইটেম হিসাবে চিহ্নিত করেছে অ্যাপল।

Suvrodeep Chakraborty 18 Nov 2024 12:25 PM IST

ভিন্টেজ এবং অপ্রচলিত (অবসিলিট) পণ্যের তালিকা আপডেট করল Apple। এই তালিকায় যোগ হল পুরনো দুটি iPhone এবং Apple Watch। পাঁচ বছর আগে বন্ধ হয়ে গিয়েছে iPhone XS Max এবং iPhone 6s Plus। এই দুটি মডেলকে ভিন্টেজ আইটেম হিসাবে চিহ্নিত করল সংস্থা। পাশাপাশি Apple Watch Series 2 ডিভাইসটিকেও উক্ত তালিকায় যোগ করেছে মার্কিন সংস্থাটি।

আইফোন এক্সএস ম্যাক্স স্মার্টফোনটি প্রথম ২০১৮ সালে লঞ্চ হয়েছিল৷ আর ২০১৫ সালে বাজারে এসেছিল আইফোন ৬এস প্লাস, যা বর্তমানে ভিন্টেজ বা অপ্রচলিত পণ্য তালিকার অংশ। সম্প্রতি অ্যাপল ওয়াচ সিরিজ ২ ও এই তালিকায় অন্তর্ভুক্ত হল।

অ্যাপলের সাপোর্ট পেজে দেওয়া তথ্য অনুসারে, অ্যাপল সেইসব ডিভাইসগুলি ভিন্টেজ চিহ্নিত করে যেগুলির বিক্রি ৫ বছর হল বন্ধ হয়ে গেছে। তবে ৭ বছরের বেশি হয়ে গেলে সেগুলি আর ভিন্টেজ তালিকায় থাকে না।

অ্যাপলের ভিন্টেজ আইটেমের তালিকা

আইফোন ৪ (৮ জিবি)

আইফোন ৫

আইফোন ৬এস প্লাস

আইফোন এসই

আইফোন ৮ রেড

আইফোন ৮ প্লাস রেড

আইফোন এক্স

আইফোন এক্সএস ম্যাক্স

অ্যাপল ওয়াচ সিরিজ

অ্যাপল ওয়াচ সিরিজ ২ মডেলের অধীনে চারটি ভ্যারিয়েন্ট বর্তমানে অপ্রচলিত (অবসিলিট) বলে বিবেচিত। এগুলি হল -

অ্যাপল ওয়াচ সিরিজ ২, অ্যালুমিনিয়াম (দ্বিতীয় প্রজন্ম), ৩৮ মিলিমিটার

অ্যাপল ওয়াচ সিরিজ ২, অ্যালুমিনিয়াম (দ্বিতীয় প্রজন্ম), ৪২ মিলিমিটার

অ্যাপল ওয়াচ সিরিজ ২, স্টেইনলেস স্টিল (দ্বিতীয় প্রজন্ম), ৩৮ মিলিমিটার

অ্যাপল ওয়াচ সিরিজ ২, স্টেইনলেস স্টিল (দ্বিতীয় প্রজন্ম), ৪২ মিলিমিটার

অ্যাপলের ভিন্টেজ বা অপ্রচলিত পণ্য কাদের বলে?

জানা গিয়েছে, বিক্রি বন্ধ হয়ে ৫ বছরের বেশি এবং ৭ বছরের কম এমন ডিভাইসগুলিকে ভিন্টেজ আইটেম বলে চিহ্নিত করে অ্যাপল। এই সমস্ত ডিভাইসগুলির হার্ডওয়্যার পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। অপ্রচলিত পণ্যগুলির জন্য যন্ত্রাংশ অর্ডার করা যায় না। তবে ম্যাকের ক্ষেত্রে শুধু ব্যাটারি মেরামতের জন্য সময়সীমা ১০ বছর পর্যন্ত রাখা হয়েছে।

Show Full Article
Next Story