Apple এর কামাল! আসছে ক্যামেরা যুক্ত AirPods

অ্যাপল খুব শীঘ্রই উন্নত ফিচার এবং প্রযুক্তি সহ নতুন এয়ারপডস লঞ্চ করতে চলেছে। আর মিং-চি-কুও-এর দাবি করেছেন, অ্যাপলের এই আসন্ন এয়ারপডসে থাকতে পারে বিল্ড-ইন ইনফ্রারেড…

অ্যাপল খুব শীঘ্রই উন্নত ফিচার এবং প্রযুক্তি সহ নতুন এয়ারপডস লঞ্চ করতে চলেছে। আর মিং-চি-কুও-এর দাবি করেছেন, অ্যাপলের এই আসন্ন এয়ারপডসে থাকতে পারে বিল্ড-ইন ইনফ্রারেড ক্যামেরা। এটি আইফোনে ব্যবহৃত ফেস আইডি প্রযুক্তিতে কাজ করবে। আসলে টেক জায়ান্টটি বর্তমানে তার প্রোডাক্টের ইকোসিস্টেমে উন্নত ফিচারগুলি যুক্ত করার জন্য দ্রুত কাজ করছে।

নতুন অ্যাপল এয়ারপডস এর উৎপাদন শুরু হবে ২০২৬ সালে

রিপোর্ট অনুযায়ী, বিল্ড-ইন ইনফ্রারেড ক্যামেরা সহ এয়ারপডসগুলির ব্যাপক উৎপাদন শুরু হবে ২০২৬ সালে। যেগুলি ব্যবহারকারীদের অডিও অভিজ্ঞতা আরো উন্নত করে তুলবে। এটি কম্পিউটিংয়ে অ্যাপলের দখলকে আরো শক্তিশালী করবে।

ইনফ্রারেড ক্যামেরা মডিউল সরবরাহ করবে ফক্সকন

অ্যাপল নতুন এয়ারপডসে ইন-এয়ার জেসচার কন্ট্রোল ফিচারও অন্তর্ভুক্ত করতে চলেছে। প্রোডাকশন লজিস্টিক সম্পর্কে কথা বললে, ৯টু৫-এর রিপোর্ট অনুসারে, এয়ারপডসের ইনফ্রারেড ক্যামেরা মডিউলগুলির জন্য ফক্সকনকে প্রধান সরবরাহকারী হিসেবে বেছে নেওয়া হয়েছে। আর, এই ডিভাইসের উৎপাদনের বার্ষিক ক্যাপাসিটি ১৮ থেকে ২০ মিলিয়ন ইউনিট পর্যন্ত হতে পারে।

ব্লাডপ্রেসার মাপবে অ্যাপলের নতুন ঘড়ি

এই প্রসঙ্গে জানিয়ে রাখি, অ্যাপল, এয়ারপডস ছাড়া তার নতুন ডিভাইস “ওয়াচ ১০” নিয়েও কাজ শুরু করেছে। যেটি ব্লাডপ্রেসার পরিমাপক ফিচার সহ লঞ্চ হবে। সংস্থার দাবি, এই ডিভাইসটি ব্যবহারকারীদের জন্য বিশেষ উপকারী হবে। কারণ, এর মাধ্যমে তারা সহজেই যেকোনো সময় নিজের রক্তচাপ পরীক্ষা করতে পারবেন। তবে মনে রাখবেন, সব সময় ঘড়িটি হয়তো সঠিক তথ্য নাও সরবরাহ করতে পারে। তবে, এটি অবশ্যই ব্লাড প্রেসার পরিবর্তনের ট্র্যাক রেকর্ড বজায় রাখবে। যদিও, এই ডিভাইসটি সম্পর্কে এখনো বেশি কিছু জানা যায়নি, তবে আশা করা যাচ্ছে আগামী দিনে সংস্থাটি এর সম্পর্কে আরো তথ্য সামনে আনবে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন