Apple iPhone Flip: অবশেষে ফোল্ডিং ফোন বাজারে আনতে প্রস্তুত অ্যাপল, লঞ্চ কবে হবে
অ্যাপল তাদের ফোল্ডেবল ডিভাইসের ওপর বর্তমানে কাজ করছে বলে শোনা যাচ্ছে। একটি নতুন রিপোর্ট জানাচ্ছে যে ডিভাইসটি আগামী ২০২৬ সাল নাগাদ বাজারে পা রাখতে পারে।
প্রায় সমস্ত শীর্ষস্থানীয় অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্র্যান্ডগুলি ফোল্ডেবল ফোনের মার্কেটে প্রবেশ করলেও, অ্যাপল এখনও এই সেগমেন্টে পা রাখেনি। যদিও দীর্ঘদিন ধরেই অ্যাপলের ফোল্ডেবল ফোন নিয়ে প্রযুক্তি মহলে জল্পনা চলছে। একটি নতুন রিপোর্ট এখন প্রকাশ করেছে যে ২০২৬ সালে অবশেষে এই বহু প্রতীক্ষিত ফোনটি বাজারে আসতে পারে। এই ডিভাইসটির সর্ম্পকে কি কি তথ্য সামনে এসেছে, আসুন জেনে নেওয়া যাক।
অ্যাপলের প্রথম ফোল্ডিং ফোন লঞ্চ হতে পারে ২০২৬ সালে
যদিও বেশিরভাগ অ্যান্ড্রয়েড নির্মাতা বুক-স্টাইল ফোল্ডিং ফোনের সাথে সূচনা করেছিল, তবে অ্যাপলের প্রথম ফোল্ডেবলটি স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ সিরিজের মতো একটি ফ্লিপ ফোন হবে বলে মনে করা হচ্ছে। অ্যাপল অভ্যন্তরীণভাবে একটি ক্ল্যামশেল ডিজাইন পরীক্ষা করছে বলে আগেও রিপোর্ট সামনে এসেছে। এই নতুন আইফোনের জন্য অ্যাপলের সাধারণ দুই বছরের ডেভেলপমেন্ট সাইকেলের ভিত্তিতে ২০২৬ সালে এটি বাজারে আসবে বলে সাম্প্রতিক রিপোর্টে দাবি করা হয়েছে।
শোনা যাচ্ছে, ফোল্ডেবল আইফোনের ডিসপ্লে প্যানেলটি স্যামসাং ডিসপ্লে সরবরাহ করতে পারে। তবে অ্যাপলের এই প্রতিদ্বন্দ্বী সংস্থার ওপর নির্ভর করার ঘটনা প্রথমবার নয়, স্যামসাং ইতিমধ্যে বর্তমান আইফোনগুলির জন্য ওলেড প্যানেল সরবরাহ করছে।
রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে, আনফোল্ড করা হলে প্রথম ফোল্ডেবল আইফোনের পরিমাপ থাকবে "বিদ্যমান আইফোনের মতো"। তবে এটি দৈর্ঘ্য এবং প্রস্থের ক্ষেত্রে হতে পারে, পুরুত্বের ক্ষেত্রে নয়। অর্থাৎ, একটি ফোল্ডিং আইফোন বৃহত্তর ডিসপ্লে অভিজ্ঞতা প্রদান করবে এবং বন্ধ থাকা অবস্থায় সহজেই পকেটে রাখা যাবে।
উল্লেখযোগ্যভাবে, অ্যাপলের আসন্ন ফোল্ডেবল ফোনটিকে ঘিরে কয়েক বছর ধরেই জল্পনা চলছে। যদিও এই রিপোর্টটি নির্দিষ্ট সময়সীমা এবং ডিজাইনের আভাস দিয়েছে, তবে এর যথার্থতা নিয়ে এখনই নিশ্চিত হওয়া যাচ্ছে না। কেননা, অ্যাপল তাদের ডিভাইসে ইন্টিগ্রেট করার আগে প্রযুক্তিগুলিকে নিখুঁত করার জন্য সময় নিয়ে থাকে।
তাছাড়া, ফোল্ডেবলের বাজার নিজেই এখনও বিকশিত হচ্ছে। স্থায়িত্ব নিয়ে উদ্বেগ, অ্যাপ অপ্টিমাইজেশান এবং সামগ্রিক ইউজার এক্সপেরিয়েন্সের ওপর ব্র্যান্ডগুলি কাজ করছে৷ অ্যাপল এই মার্কেটে প্রবেশ করার আগে প্রযুক্তির আরও পরিপক্ক হওয়ার জন্য অপেক্ষা করবে কিনা, তা শুধুমাত্র সময় বলতে পারবে।
অ্যাপল তাদের ফোল্ডেবল ডিভাইসের ওপর বর্তমানে কাজ করছে বলে শোনা যাচ্ছে। একটি নতুন রিপোর্ট জানাচ্ছে যে ডিভাইসটি আগামী ২০২৬ সাল নাগাদ বাজারে পা রাখতে পারে।