Apple iOS 15.4: iPhone ইউজারদের জন্য সুখবর, মুখে মাস্ক পরেও ব্যবহার করা যাবে ফেস আইডি
iOS (আইওএস) অপারেটিং সিস্টেমের জন্য ফের একটি নতুন সফ্টওয়্যার আপডেট রোলআউট করল Apple (অ্যাপল)। এক্ষেত্রে iOS 15.4 (আইওএস...iOS (আইওএস) অপারেটিং সিস্টেমের জন্য ফের একটি নতুন সফ্টওয়্যার আপডেট রোলআউট করল Apple (অ্যাপল)। এক্ষেত্রে iOS 15.4 (আইওএস ১৫.৪) ভার্সনের নতুন আপডেটটি বিদ্যমান আইফোনগুলির জন্য একগুচ্ছ কার্যকর ফিচারসহ এসেছে। আর এই বিষয়ে একটি বিবৃতিতে অ্যাপল জানিয়েছে যে, এখন মুখে মাস্ক পরা থাকলেও ব্যবহারকারীরা ফেস আইডি ব্যবহার করে তাদের আইফোন আনলক করতে সক্ষম হবেন। মূলত ডিভাইসটি আপডেট হয়ে গেলে, ব্যবহারকারীরা ওয়েলকাম স্ক্রিনে মাস্কের সাথে ফেস আইডি ব্যবহার করার বিকল্পটি দেখতে পাবেন। বলে রাখি iOS 15.4-এর এই এক্সক্লুসিভ ফিচারটি শুধুমাত্র iPhone 12, 12 Mini, 12 Pro ও 12 Pro Max, এবং iPhone 13, 13 Mini, 13 Pro ও 13 Pro Max-এ উপলব্ধ হবে।
উল্লেখ্য যে, ২০২০ সালের প্রথম দিকে কোভিড-১৯ মহামারী শুরু হওয়ার পর থেকেই অ্যাপল এই ফিচারটি আনার দিকে মনোনিবেশ করেছিল। কারণ এখন গোটা দুনিয়াতেই এমন অবস্থা যে ফেস মাস্ক ছাড়া এক মুহূর্ত চলাও অসম্ভব। ফলে বারংবার ফোন আনলক করতে হলে মাস্ক খোলা এবং পরা নিতান্তই একটি বিরক্তিকর ব্যাপার। তাই এর আগে অ্যাপল ফেস মাস্ক পরার সময় পাসকোড ব্যবহার করে ডিভাইসগুলি আনলক করার একটি দ্রুত উপায় নিয়ে এসে সমস্যাটি সমাধান করার চেষ্টা করেছিল। প্রকৃতপক্ষে, সংস্থাটি গত বছর একটি অ্যাপল ওয়াচ (Apple Watch) ব্যবহার করে ফেস আইডি আনলক করার অপশনটিও এনাবেল করেছিল। তবে এখন নতুন আপডেটের সুবাদে আসা নবাগত এই ফিচারটি বর্তমান পরিস্থিতিতে ইউজারদের জন্য বিশেষভাবে সহায়ক ও সুবিধাজনক হবে।
উল্লেখ্য, নতুন আপডেটের সুবাদে আরও একাধিক ফিচারের আগমন ঘটেছে যার মধ্যে কয়েকটি হল এয়ারট্যাগ (AirTag) সেটআপের সময় সেফটি মেসেজ, নতুন সিরি (Siri) ভয়েস, এবং অফলাইন থাকাকালীন সময় এবং তারিখ সম্পর্কে প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা। এছাড়াও নতুন আপডেটে আরও অনেক গুরুত্বপূর্ণ ফিচারের দেখা মিলবে, যার মধ্যে একটি হল ট্যাপ করে আইফোনের মাধ্যমে অর্থ প্রদান করার সুবিধা। এটি এমন একটি পরিষেবা যা ব্যবহারকারীদের অ্যাপল পে (Apple Pay)-এর মাধ্যমে ক্রেডিট কার্ড গ্রহণ করতে দেয়।
আবার, ইউনিভার্সাল কন্ট্রোল হল এমন একটি ফিচার যা ব্যবহারকারীদের একটি আইপ্যাড (iPad) এবং ম্যাক (Mac)-এর মধ্যে ফাইলগুলি ড্র্যাগ এবং ড্রপ করতে সক্ষম করে। অন্যদিকে, নতুন আপডেটের দরুন নোটস (Notes) অ্যাপের একটি ফাইলে সরাসরি টেক্সট স্ক্যান করার সুবিধা পাওয়া যাবে। এছাড়াও অ্যাডিশনাল শেয়ারপ্লে (SharePlay) ইন্টিগ্রেশন ব্যবহারকারীদের যে-কোনো গান এবং অন্যান্য কন্টেন্ট খুব দ্রুত শেয়ারপ্লে (FaceTime)-এ শেয়ার করতে সক্ষম করবে।
আইওএস ১৫.৪ ছাড়াও, অ্যাপল আইপ্যাডওএস ১৫.৪ (iPadOS 15.4) এবং ম্যাকওএস মন্টেরি ১২.৩ (macOS Monterey 12.3) মার্কেটে এনে হাজির করেছে। নতুন সফ্টওয়্যার রিলিজগুলি ইউনিভার্সাল কন্ট্রোল (Universal Control) সহ আসে, যা ব্যবহারকারীদের একটি কীবোর্ড এবং মাউস ব্যবহার করে একযোগে আইপ্যাড এবং ম্যাক ডিভাইস কন্ট্রোল করতে সক্ষম করবে।