Apple iPad 10th Gen: আইপ্যাডের শখ? স্বপ্নপূরণ ফ্লিপকার্টে, মিলছে বাম্পার ছাড়
Apple iPad 10th Gen ব্যাঙ্ক ডিসকাউন্ট ধরে সর্বনিম্ন দামে পাওয়া যাচ্ছে ফ্লিপকার্টে (Flipkart)। এটি ওল্ড জেনারেশন মডেল...Apple iPad 10th Gen ব্যাঙ্ক ডিসকাউন্ট ধরে সর্বনিম্ন দামে পাওয়া যাচ্ছে ফ্লিপকার্টে (Flipkart)। এটি ওল্ড জেনারেশন মডেল হলেও পাওয়ারফুল A14 Bionic প্রসেসর ও লিকুইড রেটিনা ডিসপ্লে অফার করে। যারা ট্যাবে পড়াশোনা বা অফিসের কাজকর্ম করেন, তাদের জন্য এটা হতে পারে বড় ডিল। চলুন দেখে নিই iPad 10th gen মডেল কত টাকায় মিলছে।
Apple iPad 10th Gen ডিসকাউন্ট
আইপ্যাড টেনথ জেনারেশন বর্তমানে ফ্লিপকার্টে ৩১,৯৯০ টাকায় লিস্টেড আছে। যা ৬৪ জিবি স্টোরেজ ও ওয়াই-ফাই অনলি ভ্যারিয়েন্টের দাম। নীচে ব্যাঙ্ক অফার চেক করলে দেখতে পাবেন আইসিআইসিআই (ICICI) ব্যাঙ্ক ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেন করলে অতিরিক্ত ৪,০০০ টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে। অর্থাৎ কিনতে খরচ হবে মাত্র ২৭,৯০০ টাকা।
এছাড়া, বিভিন্ন ব্যাঙ্কের কার্ডে নো-কস্ট ইএমআই অপশন রয়েছে। ছয় মাসের মেয়াদ ধরে কিনলে প্রতি মাসে ৫,৩১৭ টাকা খরচ পড়বে। আইপ্যাডটি চারটি কালার অপশনে উপলব্ধ - ব্লু, পিঙ্ক, সিলভার, ও ইয়েলো। উল্লেখ্য, ফ্লিপকার্ট যে কোনও সময় আবার দাম বাড়িয়ে অফার তুলে নিতে পারে। তাই বেশি দেরি না করাই শ্রেয়।
Apple iPad 10th Gen কী 2024 সালে কেনা উচিত
আইপ্যাড টেনথ জেনারেশন লঞ্চ হয়েছিল ২০২২ সালে। এতে ১০.৯ ইঞ্চি লিকুইড রেটিনা আইপিএস ডিসপ্লে রয়েছে, যা ১৬৪০x১৬৪০ পিক্সেল রেজোলিউশন সাপোর্ট করে। অ্যাপল এ১৪ বায়োনিক প্রসেসর বিল্ট-ইন নিউরাল ইঞ্জিন অফার করে। নাইনথ জেনারেশন আইপ্যাডের পরেই এটি সংস্থার সবচেয়ে সস্তা ট্যাবলেট। গেমিং ও হেভি ইউজে আইপ্যাড টেনথ জেনারেশন বেশ ভাল ভাবে হ্যান্ডেল করে। এক কথায় কমপ্লিট প্যাকেজ বলা চলে। ফলে ২০২৪ সালে এসেও প্রাসঙ্গিক।