Apple এর দুর্দান্ত ভাবনা, iPhone 13 সিরিজে থাকবে আরও বড় ওয়্যারলেস চার্জিং কয়েল

সবকিছু ঠিকঠাক থাকলে সেপ্টেম্বরেই লঞ্চ হতে পারে Apple iPhone 13 সিরিজ। অনুমান করা হচ্ছে iPhone 12 এর উত্তরসূরী হিসেবে আসা এই সিরিজে চারটি ফোন থাকবে,…

সবকিছু ঠিকঠাক থাকলে সেপ্টেম্বরেই লঞ্চ হতে পারে Apple iPhone 13 সিরিজ। অনুমান করা হচ্ছে iPhone 12 এর উত্তরসূরী হিসেবে আসা এই সিরিজে চারটি ফোন থাকবে, যেগুলি হল- iPhone 13, iPhone 13 mini, iPhone 13 Pro এবং iPhone 13 Pro Max। আসন্ন এই সিরিজ সম্পর্কে ইতিমধ্যেই বিভিন্ন তথ্য সামনে এসেছে। এখন সাম্প্রতিক একটি রিপোর্ট বলছে, 2021 iPhone মডেলে বড় ওয়্যারলেস চার্জিং কয়েল থাকবে (wireless charging coil)।

iPhone 13 সিরিজের ওয়্যারলেস চার্জিং সম্পর্কে তথ্য ফাঁস

EverythingApplePro নামক একটি জনপ্রিয় ইউটিউব চ্যানেল থেকে অ্যাপল আইফোন ১৩ সিরিজের স্পেসিফিকেশন সামনে আনা হয়েছে। টিপস্টার, Max Weinbach আজ এই চ্যানেলে একটি ভিডিও আপলোড করে আসন্ন সিরিজের ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জিং কয়েল সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন।

টিপস্টার তার ভিডিওতে দেখিয়েছেন, আপকামিং ২০২১ আইফোন মডেলে সামান্য বড় চার্জিং কয়েল ব্যবহার করা হবে। যদিও তিনি ওয়্যারলেস চার্জিং স্পিড নিয়ে কিছু বলেননি। তবে টিপস্টার বলেছেন, অ্যাপল, MagSafe এর মাধ্যমে দ্রুততর ওয়্যারলেস চার্জিং সাপোর্ট নিয়ে আসতে পারে।

iPhone 13 সিরিজ সম্পর্কে আপাতত কী জানা গেছে

রিপোর্ট অনুযায়ী, আইফোন ১৩ সিরিজের টপ-এন্ড ভ্যারিয়েন্ট iPhone 13 Pro Max, ৪,৩২৫ এমএএইচ ব্যাটারির সাথে আসবে। আবার iPhone 13 ও iPhone 13 Pro তে থাকবে ৩,০৯৫ এমএএইচ ব্যাটারি। এই সিরিজের সবচেয়ে কমপ্যাক্ট ফোন iPhone 13 mini আসবে ২,৪০৬ এমএএইচ ব্যাটারির সাথে।

অ্যানালিস্ট, Ming-Chi Kuo, দাবি করেছেন, আইফোন ১৩ সিরিজের প্রো মডেলে LED ফ্ল্যাশ ও LiDAR সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। আবার এতে অটোফোকাস সাপোর্ট করবে। এছাড়া ফোনগুলি ছোট নচ সহ আসবে এবং এতে ব্যবহার করা হবে A15 Bionic প্রসেসর। এবার প্রো মডেলে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের LTPO ডিসপ্লে ও ১ টিবি পর্যন্ত থাকবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন