দেখা যাবে না ফ্রন্ট ক্যামেরা, ফুল স্ক্রিন iPhone 16 আসছে 2024 সালে

মার্কিন প্রযুক্তি সংস্থা অ্যাপল (Apple) বরাবরই তাদের পরবর্তী প্রজন্মের আইফোনগুলিকে গ্রাহকদের কাছে আরও আকর্ষণীয় করে তোলার জন্য, ফোনগুলিতে নতুন প্রযুক্তির সংযোজন বা কোনও বিশেষ পরিবর্তন…

মার্কিন প্রযুক্তি সংস্থা অ্যাপল (Apple) বরাবরই তাদের পরবর্তী প্রজন্মের আইফোনগুলিকে গ্রাহকদের কাছে আরও আকর্ষণীয় করে তোলার জন্য, ফোনগুলিতে নতুন প্রযুক্তির সংযোজন বা কোনও বিশেষ পরিবর্তন করেই থাকে। যেমন শোনা যাচ্ছে চলতি বছর লঞ্চ হতে চলা Apple iPhone 14 সিরিজের Pro মডেল অর্থাৎ Apple iPhone 14 Pro এবং iPhone 14 Pro Max- ফোনগুলি থেকে ডিসপ্লের ওপরে অবস্থিত চিরাচরিত নচটি বাদ দেওয়া হবে এবং তার পরিবর্তে হ্যান্ডসেটগুলিতে পিল আকৃতির কাট আউট দেখতে পাওয়া যাবে। আর এবার এক পরিচিত অ্যাপল প্রোডাক্ট বিশ্লেষক দাবি করেছেন, অ্যাপলের প্রথম বাস্তব ফুল-স্ক্রিনের আইফোনটি ২০২৪ সালে আসতে পারে। এই হ্যান্ডসেটটি Apple iPhone 16 সিরিজের একটি অংশ হতে পারে এবং এটি আইফোন সিরিজের প্রথম স্মার্টফোন হবে, যা একটি আন্ডার-স্ক্রিন ফ্রন্ট ক্যামেরা এবং আন্ডার-ডিসপ্লে ফেস আইডি সহ আসবে।

iPhone 16 সিরিজে থাকবে প্রথম বাস্তব ফুল-স্ক্রিন আইফোন

টিএফ ইন্টারন্যাশনাল সিকিউরিটিজের অভিজ্ঞ বিশ্লেষক মিং-চি কুও টুইটারে জানিয়েছেন, পুরোপুরি ফুল-স্ক্রিন আইফোনটি ২০২৪ সালেই বাজারে আসবে। তিনি বলেছেন, ২০২৪-এ হাই-এন্ড আইফোনগুলিতে দেখতে পাওয়া যাবে আন্ডার-ডিসপ্লে ফেস আইডির পাশাপাশি একটি আন্ডার-ডিসপ্লে ফ্রন্ট ক্যামেরা। তবে লো লাইট অবস্থাটি ফ্রন্ট ক্যামেরার মানের জন্য ক্ষতিকর এবং আইএসপি ও অ্যালগরিদম মানের উন্নতির জন্য বিশেষ গুরুত্বপূর্ণ।

প্রসঙ্গত, এর আগে একটি টুইটে, মিং-চি কুও জানিয়েছিলেন যে, ২০২৪ সালে অ্যাপল প্রথমবারের জন্য আইফোনের আন্ডার-ডিসপ্লে ফেস আইডিটি জনসমক্ষে আনবে। তিনি আরও বলেছিলেন যে, অ্যাপলের এই ফিচারটি ২০২৪-এর মধ্যে আনার সিদ্ধান্তটির পিছনে প্রযুক্তিগত কারণের চেয়ে মার্কেটিংয়ের উদ্দেশ্য বেশি রয়েছে। কিন্তু এখন লেটেস্ট টুইটটি দেখে মনে করা হচ্ছে, এই পদক্ষেপটি সম্ভবত কিছু প্রযুক্তিগত বাধা অতিক্রম করার জন্যই নেওয়া হবে।

প্রসঙ্গত, গত মাসে এক টিপস্টার Apple iPhone 14 সিরিজের স্মার্টফোনের স্ক্রিনের আকারটি ফাঁস করেন। তার দাবি অনুযায়ী, iPhone 14, রেগুলার মডেলটি ৬.০৬ ইঞ্চির ফ্লেক্সিবল ওলেড (OLED) স্ক্রিন সহ আসবে এবং iPhone 14 Pro-এও ৬.০৬ ইঞ্চির ফ্লেক্সিবল ওলেড (OLED) এলটিপিও ডিসপ্লে থাকবে। আবার iPhone 14 Max-এ ৬.৬৮ ইঞ্চির ফ্লেক্সিবল ওলেড (OLED) স্ক্রিন দেওয়া হবে এবং টপ-এন্ড iPhone 14 Pro Max মডেলটি ৬.৬৮ ইঞ্চির ওলেড (OLED) এলটিপিও ডিসপ্লে সহ বাজারে আত্মপ্রকাশ করবে।

উল্লেখ্য, পূর্বে প্রকাশিত একটি রিপোর্টেও বলা হয়েছিল যে, এবছর iPhone 14 Pro এবং iPhone 14 Pro Max-এ পূর্ববর্তী প্রজন্মের আইফোনের ডিসপ্লে নচের পরিবর্তে আসা নতুন পিল-আকৃতির পাঞ্চ-হোল কাটআউটটির জন্য ফোনগুলিতে লম্বা স্ক্রিন থাকতে পারে।