সস্তা iPhone SE 2022 5G পারফরম্যান্সের বিচারে হারিয়ে দিল iPhone 13 ও Samsung Galaxy S22 Ultra কে
বহুদিনের প্রতীক্ষার পর গত ৯ মার্চ অ্যাপল (Apple) লেটেস্ট A-15 Bionic ফ্ল্যাগশিপ চিপসেট সহ Apple iPhone SE 2022...বহুদিনের প্রতীক্ষার পর গত ৯ মার্চ অ্যাপল (Apple) লেটেস্ট A-15 Bionic ফ্ল্যাগশিপ চিপসেট সহ Apple iPhone SE 2022 স্মার্টফোনটি বাজারে লঞ্চ করেছে। নতুন এই আইফোন মডেলটি একটি বাজেট-কেন্দ্রিক ডিভাইস হিসাবে বাজারে আত্মপ্রকাশ করেছে, তবে এতে ফ্ল্যাগশিপ-গ্রেডের বেশ কিছু স্পেসিফিকেশনও রয়েছে। শুধু তাই নয় দামের ভিত্তিতে iPhone SE 2022, এখনও অবধি এই মার্কিন সংস্থার সবথেকে সস্তা স্মার্টফোন। তাই লঞ্চের আগে থেকেই চর্চায় থাকা এই অ্যাপল ডিভাইসটি উন্মোচনের পর আবারও লাইমলাইটে এল। আসলে সম্প্রতি এই হ্যান্ডসেটটিকে দেখতে পাওয়া গেছে গিকবেঞ্চ ৫ (Geekbench 5) বেঞ্চমার্কিং সাইটে। সেখানেই সকলকে অবাক করে Apple iPhone SE 2022 গিকবেঞ্চ স্কোরের নিরিখে ছাপিয়ে গিয়েছে গতবছর লঞ্চ হওয়া অ্যাপলের ফ্ল্যাগশিপ ডিভাইস iPhone 13, এমনকি স্যামসাংয়ের লেটেস্ট প্রিমিয়াম স্মার্টফোন Galaxy S22 Ultra-কেও।
Apple iPhone SE 2022 ফোনটি Geekbench-এ টেক্কা দিল iPhone 13 এবং Galaxy S22 Ultra-কে
গত সপ্তাহে অনুষ্ঠিত "অ্যাপল পিক পারফরম্যান্স" লঞ্চ ইভেন্টে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ ঘটার পরে, আইফোন এসই ৩ (২০২২)-এর গিকবেঞ্চ ৫-এ প্রাপ্ত স্কোরটি অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। আশ্চর্যজনকভাবে, গিকবেঞ্চের ওয়েবসাইটের মডেল আইডেন্টিফায়ারে ডিভাইসটির নাম "আইফোন ১৪,৬" বলে উল্লেখ করা হয়েছে। এই নতুন অ্যাপলের ফোনটি বেঞ্চমার্কিং সাইটের সিঙ্গেল-কোর টেস্টে ১৬৯৫ পয়েন্ট অর্জন করতে সক্ষম হয়েছে এবং ফোনটির মাল্টি-কোর স্কোর ৪০২১।
প্রসঙ্গত, ভারতে আইফোন এসই ২০২২ এর প্রারম্ভিক মূল্য ৪৩,৯০০ টাকা। এই দামের দিক থেকে বিবেচনা করলে, বর্তমান প্রজন্মের আইফোন এসই মডেলটির গিকবেঞ্চ স্কোরগুলি যথেষ্টই চিত্তাকর্ষক। অ্যাপলের লেটেস্ট ফ্ল্যাগশিপ ফোন আইফোন ১৩-এর স্কোরের সাথে তুলনা করলে দেখা যাবে এই দুই ডিভাইস অ্যাপলের নিজস্ব প্রসেসর এ-১৫ বায়োনিক থাকায়, মডেলগুলির গিকবেঞ্চ স্কোরগুলি বেশ কাছাকাছি। আইফোন এসই ২০২২-এর সিঙ্গেল-কোর স্কোর আইফোন ১৩-এর ১,৬৭২ সিঙ্গেল-কোর স্কোরের থেকে সামান্য বেশি হলেও, অ্যাপল আইফোন ১৩- এর ৪,৪৮১ মাল্টি-কোর স্কোরটি আইফোন এসই ৩-এর মাল্টি-কোর স্কোরের থেকে অনেকটাই বেশি।
এছাড়াও, তাৎপর্যপূর্ণ ভাবে, গিকবেঞ্চে Apple iPhone SE 2022 স্যামসাংয়ের S22 সিরিজের টপ-এন্ড মডেল Galaxy S22 Ultra-কেও ছাপিয়ে যেতে সক্ষম হয়েছে। এই স্যামসাং ফোনের অফিসিয়াল সিঙ্গেল-কোর এবং মাল্টি-কোর গিকবেঞ্চ স্কোর যথাক্রমে ১,২৩২ এবং ৩,৪৩৩। আর দেখায় যাচ্ছে যে, এই স্কোরগুলি iPhone SE 2022 -এর সিঙ্গেল-কোর এবং মাল্টি-কোর স্কোরের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম।
সুতরাং, নতুন iPhone SE 2022 পূর্বসূরির মতো চওড়া বেজেল, টাচ আইডি এম্বেড করা হোম বাটন, সিঙ্গেল ক্যামেরা সেটআপ সহ বাজারে আসলেও, পারফরম্যান্সের দিক থেকে এই ফোনটি যে, জনপ্রিয় ফ্ল্যাগশিপ ফোনগুলিকেও টেক্কা দিতে সক্ষম তা এখন ডিভাইসটির গিকবেঞ্চ স্কোরগুলি থেকেই স্পষ্ট।