Apple iPhone 16 Launch Today: আজ লঞ্চ হচ্ছে আইফোন 16 সিরিজ, দাম ও লাইভ দেখুন এখান থেকে

আজ অর্থাৎ 9 সেপ্টেম্বর লঞ্চ হতে চলেছে Apple iPhone 16 সিরিজ। ক্যালিফোর্নিয়ার অ্যাপল কুপারটিনো পার্কে আয়োজিত ‘It’s Glowtime’ ইভেন্টে এই সিরিজের ফোনগুলির উপর থেকে পর্দা…

apple its glowtime 2024 event today iphone 16 pro series launch livestream how to watch

আজ অর্থাৎ 9 সেপ্টেম্বর লঞ্চ হতে চলেছে Apple iPhone 16 সিরিজ। ক্যালিফোর্নিয়ার অ্যাপল কুপারটিনো পার্কে আয়োজিত ‘It’s Glowtime’ ইভেন্টে এই সিরিজের ফোনগুলির উপর থেকে পর্দা সরানো হবে। নয়া আইফোন সিরিজ ছাড়াও এই ইভেন্টে Apple Watch Series 10, Apple AirPods 4 সহ বিভিন্ন প্রোডাক্ট লঞ্চ হবে। এছাড়া এই ইভেন্টে Apple, iOS 18, iPadOS 18, tvOS 18, watchOS 11, VisionOS 2 ও macOS Sequoia সফটওয়্যারের নতুন ভার্সন উন্মোচনের তারিখ ঘোষণা করা হবে।

ভারতে কখন শুরু হব Apple It’s Glowtime ইভেন্ট

iPhone 16 সিরিজের লঞ্চ ইভেন্টটি 9 সেপ্টেম্বর ভারতীয় সময় রাত 10:30 টায় শুরু হবে। ক্যালিফোর্নিয়ার অ্যাপল কুপারটিনো পার্কে এই ইভেন্ট অনুষ্ঠিত হবে।

কীভাবে লাইভ Apple It’s Glowtime 2024 ইভেন্ট দেখবেন?

আইফোন 16 সিরিজের লঞ্চ ইভেন্ট লাইভ দেখা যাবে অ্যাপলের অফিসিয়াল ওয়েবসাইট এবং অ্যাপল টিভি অ্যাপ থেকে। এছাড়া এই ইভেন্ট অ্যাপলের ইউটিউব চ্যানেল থেকেও সম্প্রচার করা হবে। এমনকি উপরে দেওয়া লিঙ্ক থেকেও অ্যাপল ইটস গ্লোটাইম 2024 ইভেন্ট লাইভ দেখতে পারবেন।

iPhone 16 ছাড়াও Apple It’s Glowtime ইভেন্টে আর কোন কোন প্রোডাক্ট লঞ্চ হবে

আজ 9 সেপ্টেম্বর অ্যাপল ইটস গ্লোটাইম ইভেন্টে iPhone 16 সিরিজে চারটি মডেল লঞ্চ হবে – iPhone 16, iPhone 16 Plus, iPhone 16 Pro এবং iPhone 16 Pro Max।

নয়া এই আইফোন সিরিজ চলবে আইওএস 18 অপারেটিং সিস্টেমে। এই সিরিজের দুটি মডেল – আইফোন 16 এবং আইফোন 16 প্লাস চলবে এ18 বায়োনিক প্রসেসর দ্বারা। আর প্রো মডেলগুলিতে অর্থাৎ আইফোন 16 প্রো এবং আইফোন 16 প্রো ম্যাক্স-এ ব্যবহার করা হবে এ18 প্রো চিপসেট।

আইফোন ছাড়াও এই ইভেন্টে Apple, Watch Ultra 3 এর সাথে Watch Series 10 লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে। এছাড়াও সংস্থাটি একটি সাশ্রয়ী মূল্যের তৃতীয় প্রজন্মের Apple Watch SE আনতে পারে। এমনটি নতুন Apple AirPods 4 আজ লঞ্চ করা হতে পারে।

ভারতে iPhone 16 সিরিজের দাম (প্রত্যাশিত)

বিভিন্ন রিপোর্টকে বিশ্বাস করলে বেস মডেল, iPhone 16 এবং iPhone 16 Plus এর দাম পূর্বসূরিদের মতোই হবে বলে আশা করা হচ্ছে, অর্থাৎ যথাক্রমে 79,900 টাকা এবং 89,900 টাকা থেকে শুরু হবে।

তবে, প্রো মডেলের দাম 10,000 টাকা বাড়ানো হতে পারে, যার ফলে আইফোন 16 প্রো এর প্রাথমিক মডেলের দাম 1,34,900 টাকা এবং আইফোন 16 প্রো ম্যাক্স মডেলের বেস ভ্যারিয়েন্টের দাম 1,59,900 টাকা থেকে শুরু হতে পারে।

iPhone 16 সিরিজের প্রি-বুকিং ও সেলের তারিখ

আইফোন 16 সিরিজের প্রি-বুকিং লঞ্চের দিন থেকেই শুরু হবে বলে আশা করা হচ্ছে। আর আগামী 19 সেপ্টেম্বর বা 20 সেপ্টেম্বর থেকে এর সেল শুরু হতে পারে। আইফোন 16 এবং আইফোন 16 প্লাস ব্ল্যাক, গ্রিন, পিঙ্ক, ব্লু এবং হোয়াইট কালারে লঞ্চ হতে পারে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন