২০৮ পাতার লিমিটেড এডিশন গানের বই লঞ্চ করল Apple, দাম আইপ্যাডের থেকেও বেশি

লাক্সারি পাবলিশার অ্যাসৌলিন ও অ্যাপল যৌথ উদ্যোগে লঞ্চ করল ২০৮ পাতার লিমিটেড এডিশন গানের বই। যার দাম আইপ্যাডের থেকেও বেশি। প্রি-অর্ডারও নিতে শুরু করেছে Apple।

Suvrodeep Chakraborty 12 Nov 2024 7:39 PM IST

অ্যাপল মিউজিক সেরা ১০০ অ্যালবাম (Apple Music Best 100 Album) লঞ্চ হল বাজারে। এই ২০৮ পাতার বইয়ের দাম আইপ্যাডের থেকেও বেশি। গানের সেরা অ্যালবামগুলি রয়েছে এই বইয়ে। ইতিমধ্যে এটির প্রি-বুকিংও চালু করেছে অ্যাপল। দামের ক্ষেত্রে ফ্লিপকার্টে আইপ্যাড ১০ তম জেনারেশন ৬৪ জিবি ভ্যারিয়েন্ট কিনতে যা খরচ, তার থেকেও বেশি দাম এই মিউজিক অ্যালবামের।

অ্যাপল মিউজিক সেরা ১০০ অ্যালবাম

লাক্সারি পাবলিশার অ্যাসৌলিনের সঙ্গে গাঁটছড়া বেঁধে এই অ্যালবাম বাজারে এনেছে অ্যাপল। জানা গিয়েছে, এই বইয়ের মাত্র ১৫০০টি কপি পাওয়া যাবে। বইটি মসৃণ, স্বচ্ছ এক্রাইলিক স্লিপকেসগুলিতে সাজানো। প্রতিটি পৃথকভাবে এর সংস্করণ নম্বর-সহ খোদাই করা হয়েছে। বইয়ের ভিতরে পাঠকরা বৈশিষ্ট্যযুক্ত অ্যালবামগুলি খুঁজে পাবেন। যেমন - মারেন মরিস, ফ্যারেল উইলিয়ামস, জে বালভিন, চার্লি এক্সসিএক্স, মার্ক হপ্পাস, হানি ডিজন, এবং নিয়া আর্কাইভস।

অ্যাপল মিউজিকের বিশেষজ্ঞদের দ্বারা বানানো হয়েছে এই অ্যালবাম। সঙ্গীতপ্রেমীদের জন্য রয়েছে আলাদা স্ট্রিমিং নম্বর।

বই সম্পর্কে আরও কিছু তথ্য:

ওজন ৩.৬ কিলোগ্রাম।

এটি একটি এক্রাইলিক স্লিপকেসে সাজানো। তবে বইটি নিজেই একটি লিনেন হার্ডকভার।

কেসের পিছনে সংস্করণ নম্বর রয়েছে এবং ভিতরে একটি হাতে-সংখ্যাযুক্ত এক্স লিব্রিস রয়েছে।

পৃষ্ঠার প্রান্তগুলি স্পার্কলিং গোল্ড রঙ দিয়ে সাজানো।

বইয়ে ৯৭টি চিত্র অন্তর্ভুক্ত করা হয়েছে।

আপল মিউজিক অ্যালবাম : বইয়ের দাম

বইটির দাম ৪৫০ ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৩৮,০০০ টাকা)। যেখানে আইপ্যাড দশম জেনারেশন ৬৪ জিবি ভ্যারিয়েন্টের দাম ৩৪,০০০ টাকা। ২০০ ডলারের উপর অর্ডার করলে কোনও ডেলিভারি ফি নেওয়া হবে না বলে জানিয়েছে সংস্থা। এটি অর্ডার করলে ডেলিভারি হবে ২৫ নভেম্বর।

প্রসঙ্গত, ২০১৬ সালে ডিজাইন বাই অ্যাপল ইন ক্যালিফোর্নিয়া বই লঞ্চ করেছিল সংস্থা। তখন দাম রাখা হয়েছিল ১৯৯ ডলার (বর্তমানে ভারতীয় মুদ্রায় যা প্রায় ১৬,৭৯১ টাকার সমান)। এটি সেই সময় ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। যদিও ২০১৯ সালে এটির বিক্রি বন্ধ করে দেয় অ্যাপল।

Show Full Article
Next Story