Apple Mac পিসি ব্যবহারকারীদের জন্য সুখবর, একাধিক নতুন ফিচার সহ এল ম্যাকওএস আপডেট

Apple তাদের Mac লাইনআপের পিসি'র জন্য ম্যাকওএস ভেঞ্চুরা (macOS Ventura) রোল আউট করতে শুরু করল। নতুন এই আপডেট একাধিক নয়া...
ANKITA 25 Oct 2022 12:15 PM IST

Apple তাদের Mac লাইনআপের পিসি'র জন্য ম্যাকওএস ভেঞ্চুরা (macOS Ventura) রোল আউট করতে শুরু করল। নতুন এই আপডেট একাধিক নয়া ফিচার অফার করবে, যার মধ্যে রয়েছে সমস্ত অডিওর জন্য লাইভ ক্যাপশন, ভিডিওতে লাইভ টেক্সট, মেসেজ এডিটিং এডিশন। উল্লেখ্য, কিছু আইফোন ও আইপ্যাডের জন্যও ম্যাকওএস ভেঞ্চুরা উপলব্ধ। আসলে Apple চাইছে তাদের ইন হাউস প্রোডাক্টগুলির মাধ্যমে একই সফটওয়্যার অভিজ্ঞতা প্রদান করতে।

আপনার ডিভাইসে ম্যাকওএস ভেঞ্চুরা আপডেট আসবে কিনা কীভাবে চেক করবে (How to check macOS Ventura availability)

অ্যাপল নিশ্চিত করেছে যে, তাদের বেশ কিছু পিসি'র জন্য নয়া আপডেট রোল আউট করা হয়েছে। এদের মধ্যে রয়েছে:

-iMac 2017 ও তারপরের ভার্সন

-iMac Pro 2017

-MacBook Air 2018 এবং তারপরের ভার্সন

-MacBook Pro 2017 ও তারপরের ভার্সন

-Mac Pro 2019 ও তারপরের ভার্সন

-Mac Studio 2022

-Mac Mini 2018 এবং তারপরের ভার্সন

-MacBook 2017

আপনি যদি এগুলির মধ্যে কোনো একটি ডিভাইস ব্যবহার করেন এবং আপডেট এসেছে কিনা দেখতে চান, তাহলে Apple Menu থেকে উপরে বামদিকে যান এবং System Preferences অপশন বেছে নিন এবং এরপর Click Software Update অপশনে ক্লিক করুন। নতুন আসডেট এলে এখানে তার বার্তা দেখতে পাবেন।

Show Full Article
Next Story