Apple Ring: স্মার্টওয়াচ অতীত, এবার স্মার্ট আংটি আনছে অ্যাপল, গোটা জগত আসবে হাতের মুঠোয়
স্মার্টব্যান্ড ও স্মার্টওয়াচের পর ওয়্যারেবল ডিভাইসের দুনিয়ার পরবর্তী বড় আকর্ষণ হয়ে উঠতে পারে নতুন প্রযুক্তির স্মার্ট...স্মার্টব্যান্ড ও স্মার্টওয়াচের পর ওয়্যারেবল ডিভাইসের দুনিয়ার পরবর্তী বড় আকর্ষণ হয়ে উঠতে পারে নতুন প্রযুক্তির স্মার্ট রিং। বোট (Boat) ও নয়েজ (Noise)-এর মতো ব্র্যান্ড থেকে স্যামসাং (Samsung) এবং অ্যাপল (Apple)-এর মতো জগৎবিখ্যাত বৈদ্যুতিক পণ্য নির্মাতারা এই নতুন সেগমেন্টে পা রাখার পরিকল্পনা করছে। সম্প্রতি জানা গিয়েছে, স্যামসাং (Samsung) তাদের Smart Ring বা Galaxy Ring নিয়ে কাজ করছে। আর এখন অ্যাপল (Apple)-এর এক নতুন পেটেন্ট প্রকাশ করেছে যে, সংস্থা স্মার্ট রিং ব্যবহারকারীদের কি কি সুবিধা দিতে চলেছে।
Apple-এর দাখিল করা পেটেন্ট থেকে উঠে এল নতুন স্মার্ট রিংয়ের কার্যকারিতার বর্ণনা
অ্যাপল "প্রেসার-সেনসেটিভ ইনপুট সহ রিং ইনপুট ডিভাইস"-এর জন্য একটি নতুন পেটেন্ট দাখিল করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট এবং ট্রেডমার্ক অফিস (USPTO)-এর কাছে দায়ের করা এই নতুন পেটেন্ট প্রেসার-সেনসেটিভ ইনপুট পদ্ধতি সহ একটি নতুন রিং-এর মতো ডিভাইস নিয়ে আলোচনা করে। এটিতে প্রধানত রিং-এর মতো ডিভাইসটির অভ্যন্তরীণ কার্যকারিতার বিষয়ে বর্ণনা করা হয়েছে। পেটেন্ট অনুসারে, রিংটি নোটিফিকেশন ট্যাপ দিতে সক্ষম হবে সেইসাথে বাইরে থেকে সেটিকে নিয়ন্ত্রণও করা যেতে পারে।
পেটেন্ট অ্যাপ্লিকেশনটি আংটির মতো নিয়মিত পরিধান করা যায় এমন ছোট ডিভাইসের সম্ভাবনা সম্পর্কে কথা বলে এবং এগুলিতে কিছু অতিরিক্ত ক্ষমতা ও কার্যকারিতা যোগ করে প্রতিদিনের যোগাযোগ মাধ্যম হিসেবে ব্যবহার করা যেতে পারে বলে জানিয়েছে। আংটি সবসময় পরিধান করা যায়, এমন একটি অলঙ্কার এবং সাধরণত ছোট হয়। তাই ইলেক্ট্রনিক ফিঙ্গার রিং বাধাহীন, দৈনন্দিন যোগাযোগের যন্ত্র হিসাবে ব্যবহার করা যেতে পারে।
অ্যাপল মূলত ডিভাইসটির বাস্তবায়ন সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করেছে এবং ভবিষ্যতের সম্ভাবনাগুলিরও অন্বেষণ করেছে। রিংয়ের বিকল্প সম্পর্কে অ্যাপল মন্তব্য করেছে যে, যদিও রিং ইনপুট ডিভাইসগুলিকে পেটেন্টে প্রাথমিকভাবে ব্যাখ্যা করার সুবিধার জন্য ইলেকট্রনিক ফিঙ্গার রিং হিসাবে বর্ণনা এবং চিত্রিত করা হয়েছে। তবে এটি এর মধ্যেই সীমাবদ্ধ নয়। বরং রিং ইনপুট ডিভাইস হিসেবে নেকলেস, হুপ কানের দুল, কব্জির চারপাশে পরা ইলেকট্রনিক ব্রেসলেট ব্যান্ড, ইলেকট্রনিক টো রিং- এই সবকিছুই এই প্রযুক্তির অন্তর্গত হতে পারে। মার্কিন কোম্পানিটির এই বক্তব্য স্পষ্টভাবে ইঙ্গিত করে যে, তারা এই চাপ-সংবেদনশীল ইনপুট প্রক্রিয়াটি নেকলেস, হুপ কানের দুল, ব্রেসলেট ব্যান্ড-এর মতো আরও অনেক ওয়্যারেবল স্টাইলের ডিভাইসে প্রয়োগ করার পরিকল্পনা করছে।
রিং ইনপুট ডিভাইসগুলির কার্যকারিতা কি কি হতে পারে?
ফর্ম ফ্যাক্টর যাই হোক, এই ডিভাইসগুলি সংযুক্ত ডিভাইস থেকে ইনপুট গ্রহণ করতে এবং পরিধানকারীকে সতর্ক করার জন্য বিভিন্ন ভাইব্রেশন প্রতিক্রিয়া তৈরি করতে সক্ষম হবে৷ এটি নোটিফিকেশন, উচ্চ হৃদস্পন্দন, জরুরি সতর্কতা ইত্যাদির জন্য ব্যবহৃত হতে পারে। তবে শুধু তাই নয়, অ্যাপল প্রতিক্রিয়া হিসাবে এই ওয়্যারেবল থেকে ইউজাররা কী কী পেতে পারেন সে সম্পর্কেও জানিয়েছে। পেটেন্ট অ্যাপ্লিকেশনে উল্লেখ করা হয়েছে যে, রিং ইনপুট ডিভাইসগুলি সহযোগী ওয়্যারেবল ডিভাইস যেমন স্মার্ট ওয়াচ, স্বাস্থ্য পর্যবেক্ষণ ডিভাইস, হেডফোন, ইয়ারবাড ইত্যাদিতে ইনপুট প্রদান করতে ব্যবহার করা যেতে পারে। সর্বোপরি এক টাচেই মোবাইল, ট্যাবলেট সহ প্রচুর ডিভাইস কন্ট্রোল করা যাবে।