বদলে যাবে iPhone ব্যবহারের অভিজ্ঞতা, AI ফিচার যোগ করতে Google এর সাথে কথা Apple এর

iPhone ফ্যানদের জন্য বড় খবর। এবার জনপ্রিয় এই ফোনে পাওয়া যাবে Google এর Gemini AI এর সুবিধা। যদিও শুধু Google নয়,...
techgup 18 March 2024 1:51 PM IST

iPhone ফ্যানদের জন্য বড় খবর। এবার জনপ্রিয় এই ফোনে পাওয়া যাবে Google এর Gemini AI এর সুবিধা। যদিও শুধু Google নয়, Apple তাদের ফোনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিচার যুক্ত করার জন্য OpenAI এর সাথেও কথা বলেছে বলে খবর। তবে Google এর সাথে তাদের কথোপকথন বেশি এগিয়েছে বলে Bloomberg তাদের রিপোর্টে জানিয়েছে।

রিপোর্টে আরও বলা হয়েছে যে, Apple ও Google এখন চুক্তি করার জন্য সঠিক মূল্য নির্ধারণের চেষ্টা করছে। এই চুক্তি হয়ে গেলে Apple, Gemini AI ব্যবহার করার সুযোগ পাবে। ফলে iPhone-এ একাধিক নতুন ফিচার পাওয়া যাবে।

উল্লেখ্য, Oppo, OnePlus সহ বিভিন্ন Android ফোন নির্মাতা ইতিমধ্যেই তাদের ফোনে নতুন নতুন এআই ফিচার যোগ করেছে। পাশাপাশি Samsung তাদের নয়া ফ্ল্যাগশিপ সিরিজ Galaxy S24 কে Galaxy AI ফোন হিসেবে প্রচার করছে। যেকারণে Apple দ্রুত তাদের ফোনে এআই ফিচার যোগ করতে চাইছে।

রিপোর্টে দাবি করা হয়েছে, Google ছাড়াও ChatGPT আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সফটওয়্যার নির্মাতা OpenAI এর সাথেও কথা শুরু করেছে Apple। ফলে বলা হয়েছে আসন্ন iPhone-এ আমরা এআই ফিচার দেখতে পারি।

Show Full Article
Next Story