সমস্ত আইফোনে পাওয়া যাবে দুর্দান্ত AI ফিচার, কাজ শুরু করল Apple

কার্ল পেই মালিকাধীন ব্র্যান্ড Nothing সর্বপ্রথম তাদের ফোনে নয়া ChatGPT চ্যাটবট ইন্টিগ্রেড করার কাজ করেছিল। এখন Apple -ও এই একই পথে হাঁটতে চলেছে। সাম্প্রতিক একটি…

কার্ল পেই মালিকাধীন ব্র্যান্ড Nothing সর্বপ্রথম তাদের ফোনে নয়া ChatGPT চ্যাটবট ইন্টিগ্রেড করার কাজ করেছিল। এখন Apple -ও এই একই পথে হাঁটতে চলেছে। সাম্প্রতিক একটি রিপোর্ট অনুসারে, টিম কুকের সংস্থাটি তাদের লেটেস্ট iOS 18 অপারেটিং সিস্টেমে ChatGPT-এর কয়েকটি বৈশিষ্ট্য অন্তর্ভুক্ত করার জন্য বর্তমানে OpenAI -এর সাথে ধারাবাহিক আলাপ-আলোচনা করছে। দাবি করা হয়েছে, উভয় সংস্থাই এই মুহূর্তে চুক্তির শর্তাদি চূড়ান্ত করতে ব্যস্ত। অতএব ধরা যেতেই পারে যে, Apple এবং OpenAI সংস্থা দুটি হয়তো খুব শীঘ্রই একটা সিদ্ধান্তে উপনীত হতে চলেছে। যদি পরবর্তী সময়ে সত্যি এই চ্যাটবটটি আইফোন (iPhone) -এ ইন্টিগ্রেড করা হয় তবে ব্যবহারকারীরা সরাসরি ডিভাইসেই ChatGPT -এর কার্যকারিতার অ্যাক্সেস পেয়ে যাবেন।

প্রসঙ্গত OpenAI ছাড়াও, Apple তাদের আসন্ন ফোনগুলিতে Gemini চ্যাটবটের সুবিধা উপলব্ধ করার জন্য Google -এর সাথে লাইসেন্স সংক্রান্ত বিষয়ে আলোচনা চলমান রেখেছে।

আসলে Apple তাদের ব্যবহারকারীদের ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’ (AI) সংক্রান্ত সর্বাধিক সেরা এবং উন্নত অভিজ্ঞতা প্রদানে বিশেষ আগ্রহী। তাই টেক জায়ান্টটি এই মুহূর্তে বিভিন্ন প্রোডাক্টে এআই প্রযুক্তি অন্তর্ভুক্ত করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

টেক জায়ান্টটির কর্ণধার টিম কুক (Tim Cook) সম্প্রতি জানিয়েছিল “ব্যক্তিগতভাবে OpenAI -এর বিভিন্ন প্রযুক্তি, বিশেষ করে ChatGPT বিভিন্ন প্রোডাক্টে অন্তর্ভুক্ত করার প্রতি আগ্রহী।” পাশাপাশি তিনি আরো বলেছিলেন যে, OpenAI সংস্থাটির সাথে এখনও বেশ কয়েকটি বিষয় অমীমাংসিত রয়েছে। হয়তো সমস্যাগুলি সমাধান করার পরই Apple এবং OpenAI চূড়ান্ত চুক্তি সাক্ষর করবে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন