সোনায় মোড়ানো Apple Vision Pro CVR কিনবেন? 'মাত্র' ৩৭ লক্ষ টাকা ব্যয় করতে হবে

সম্প্রতি লঞ্চ হয়েছে Apple Vision Pro মিক্সড রিয়েলিটি হেডসেট। যার দাম ৩৪৯৯ ডলার অর্থাৎ ৮২,০৫৫ টাকা। তবে এই পরিমাণ অর্থ...
techgup 3 July 2023 11:03 AM IST

সম্প্রতি লঞ্চ হয়েছে Apple Vision Pro মিক্সড রিয়েলিটি হেডসেট। যার দাম ৩৪৯৯ ডলার অর্থাৎ ৮২,০৫৫ টাকা। তবে এই পরিমাণ অর্থ যদি আপনার কাছে বেশি বলে মনে হয়, তবে আপনি Gold Plated Apple Vision Pro এর মূল্য জানলে ভিমরি খেতে পারেন। কারণ সদ্য আসা Gold Plated Apple Vision Pro-এর দাম, Apple Vision Pro-এর দামের থেকে ১০ গুন বেশি। Caviar Vision Pro যেটি Apple Vision Pro CVR এডিশন নামেও পরিচিত, এটি ১৮ ক্যারেট সোনার প্রলেপযুক্ত। আর সোনায় মোড়া এই ডিভাইসটি কিনতে আপনার খরচ হতে পারে ৪৬০০০ ডলার বা ৩৭,৭৪,১৩৯ টাকা।

Caviar এর তরফ থেকে জানানো হয়েছে যে, অ্যাপলের এই হেডসেটে ১৮ ক্যারেটের ১.৫ কিলোগ্রাম সোনা ব্যবহার করা হয়েছে, এছাড়াও হেড মাউন্টটি তৈরি করা হয়েছে কনোলি লেদার দ্বারা , যা তার গুণমানের জন্য প্রসিদ্ধ।

একটি প্রেস রিলিজে কোম্পানি বলেছে যে, হেডসেটটি উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন এবং এটি একটি শৈল্পিক প্রোডাক্ট , যা তরুণ প্রজন্মের ব্যক্তিগত জীবনের সাথে নির্বিঘ্নে মিশে যায়।

৩,৪৯৯ ডলারের ভিশন প্রো-এর মধ্যেও একই বৈশিষ্ট্যগুলি খুঁজে পাওয়া যাবে, তবে আপনি যদি এই সোনার প্রলেপযুক্ত হেডসেটটি কিনতে চান তবে আপনাকে দশগুণ বেশি অর্থ ব্যয় করতে হবে।

এত বেশি দাম হওয়ায় ভিশন প্রো সিভিআর সংস্করণটি অন্যান্য ক্যাভিয়ার প্রোডাক্ট-এর মত, এটির মাত্র ২৪ ইউনিট পাওয়া যাবে। Apple Vision Pro Caviar সংস্করণটি ২০২৪ সাল শেষ হওয়া পর্যন্ত অর্ডার করা যাবে।

Show Full Article
Next Story