বড় ডিসপ্লে ও বেশি র‌্যাম সহ আসছে iPhone SE (2023), আগামী বছরে আসছে তিনটি Apple Watch (2022)

আগামী বছরেই তিনটি নতুন মডেলের স্মার্টওয়াচ লঞ্চ করতে চলেছে টেক জায়ান্ট Apple। টিএফ সিকিউরিটিজ অ্যানালিস্ট মিং চি কুও...
techgup 10 Dec 2021 10:26 AM IST

আগামী বছরেই তিনটি নতুন মডেলের স্মার্টওয়াচ লঞ্চ করতে চলেছে টেক জায়ান্ট Apple। টিএফ সিকিউরিটিজ অ্যানালিস্ট মিং চি কুও (Ming Chi Kuo) এই দাবি করেছেন। পাশাপাশি তিনি iPhone SE 2022 এবং 2023 মডেলের স্মার্টফোন এবং এয়ারপডের বিষয় কিছু তথ্য ফাঁস করেছেন। তিনি MacRumors ও 9to5Mac কে জানিয়েছেন, এয়ারপডস প্রোতে একটি উল্লেখযোগ্য আপগ্রেড করা হবে। সাথে অ্যাপল ওয়াচ সিরিজের তিনটি মডেলের মধ্যে সম্ভবত রাগড ডিজাইনের যে স্পোর্টস মডেলটি নিয়ে এতদিন গুজব চলছিল, সেটিও আগামী বছর আসছে। এছাড়া ডিজাইনের দিক থেকে কোনো পরিবর্তন না হলেও iPhone SE (2022) মডেলে থাকতে পারে ৩ জিবি র‌্যাম।

কুও আরো জানিয়েছেন যে, আইফোন এসই (২০২২) মডেলে ৪.৩ ইঞ্চির ডিসপ্লে থাকবে। তবে এর থেকে সামান্যতম আপগ্রেডের সাথে আসবে আইফোন এসই (২০২৩)। ৫.৭ ইঞ্চি থেকে ৬.১ ইঞ্চি এলসিডি ডিসপ্লেযুক্ত এই নয়া মডেলে থাকবে ৪ জিবি র‌্যাম।

একই সাথে তিনি দাবি করেছেন, নতুন অ্যাপল ওয়াচের তিনটি মডেল আগামী বছর লঞ্চ হবে। এগুলির মধ্যে থাকবে Apple Watch Series 8, Apple Watch SE আপগ্রেড এবং রাগড ডিজাইনের স্পোর্টস মডেল। যদিও এই তিনটি ওয়্যারেবল সম্পর্কে বিশদে তিনি কিছু জানাননি। এদিকে তিনি নিশ্চিত করেছেন, AirPods Pro-র উত্তরসূরী ২০২২ এর শেষের দিকে আত্মপ্রকাশ করবে, যাতে থাকবে একটি উল্লেখযোগ্য আপডেটেড চিপ। উল্লেখ্য, এর আগে জানা গিয়েছিল ২০২২ এর এয়ারপডস প্রো মডেলে উন্নততর হেলথ সেন্সর যুক্ত হলেও স্টেম ডিজাইন থাকবে না।

অন্যদিকে মার্কস গুরম্যান (Mark Gurman)-এর পাওয়ারঅন নিউজলেটার থেকে ২০২২ সালে অ্যাপলের পরিকল্পনা সম্পর্কে কিছু তথ্য জানা গেছে। যেমন, iPad Pro মডেলে কিছু ডিজাইনগত পরিবর্তন হতে পারে বলে মত গুরম্যানের। এছাড়া Apple-এর M2 চিপ দ্বারা পরিচালিত MacBook Air, নতুন ডিজাইন নিয়ে আসতে পারে। এছাড়া, এই নিউজলেটার থেকে আরো জানা গেছে, আগামী বছরের প্রথম ভাগেই ফাইভ জি কানেক্টিভিটির সাথে আসছে iPhone SE (2022)।

Show Full Article
Next Story
Share it