মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন, জীবন ফিরে পেয়ে Apple Watch কে ধন্যবাদ কোচের

মানুষকে নতুন জীবন দানের ক্ষেত্রে Apple Watch-এর অসামান্য অবদানের ঘটনা দিন-কে-দিন বৃদ্ধি পাচ্ছে। প্রযুক্তিগত সাধারণ সুবিধা সরবরাহের পাশাপাশি Apple Watch ইউজারের স্বাস্থ্য সচেতনতা, বিশেষত জীবন…

মানুষকে নতুন জীবন দানের ক্ষেত্রে Apple Watch-এর অসামান্য অবদানের ঘটনা দিন-কে-দিন বৃদ্ধি পাচ্ছে। প্রযুক্তিগত সাধারণ সুবিধা সরবরাহের পাশাপাশি Apple Watch ইউজারের স্বাস্থ্য সচেতনতা, বিশেষত জীবন রক্ষায় ত্রাতারূপে কাজ করেছে – এমন ঘটনার কথা আমরা অসংখ্যবার শুনেছি। এবার আরও একবার এক ২৫ বছর বয়সী ব্যক্তির জীবন বাঁচিয়ে শিরোনামে এল অত্যাধুনিক এই স্মার্টওয়াচটি। আসুন ঘটনাটি ঠিক কী ঘটেছে সে সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Apple Watch জীবন ফিরিয়ে দিল ২৫ বছর বয়সী ব্যক্তির

Apple Insider-এর একটি প্রতিবেদন অনুযায়ী, লং আইল্যান্ডের (Long Island) ২৫ বছর বয়সী সেলস স্পেশালিস্ট এবং রানিং কোচ ব্র্যান্ডন স্নাইডার (Brandon Schneider) একটি অ্যাপল ওয়াচ পরিহিত অবস্থায় এমার্জেন্সি রুমে ছিলেন এবং হঠাৎই বাথরুমে যাবেন বলে মনে করেন। কিন্তু দুর্ঘটনাক্রমে তিনি বাথরুমে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান। Apple Watch-এর ফল ডিটেকশন ফিচার (fall detection feature) তৎক্ষণাৎ ঘটনাটিকে শনাক্ত করে এবং সমস্ত এমার্জেন্সি সার্ভিসগুলিকে অ্যালার্ট করে দেয়। উল্লেখ্য যে, সেই সময় স্নাইডারের বাবাও তাঁর সাথে ছিলেন।

এই ঘটনাটির প্রসঙ্গে স্নাইডার জানান, “বাথরুমে হাত ধোয়ার সময় যখন আমি নিজের কথা চিন্তা করছিলাম, তখনই আমার মনে হচ্ছিল যে কিছু একটা ঘটতে চলেছে। Apple Watch আমার পড়ে যাওয়াটা শনাক্ত করে, কারণ আমি হ্যাপটিক মেসেজে সাড়া দিতে পারিনি( ৪৫ সেকেন্ডের মধ্যে রেসপন্স দিতে হয়)। এরপর ওয়াচ থেকে অ্যালার্ট পেয়ে বাবা দৌড়ে আসে।” এভাবেই Apple Watch ত্রাতার ভূমিকা সফলভাবে পালন করে।

স্নাইডারের সিটি স্ক্যান করে জানা যায় যে, তার মাথায় একাধিক হেমাটোমা রয়েছে যা আকারে বাড়ছে। এরপর ২৫ বছর বয়সী এই তরুণের মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয় এবং চার দিন পরে তাঁর জ্ঞান ফেরে। Apple Watch-এর এই চমৎকার কার্যকারিতায় আপ্লুত হয়ে স্নাইডার এই ডিভাইসটির ভূয়সী প্রশংসা করেছেন এবং যাদের কাছে Apple Watch আছে, তাদের যথাযথভাবে সেটআপ করে ডিভাইসটিকে সঠিকভাবে কাজে লাগানোর অনুরোধ করেছেন।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন