Independence Day: সরকার আপনাকে দেবে 'হর ঘর তিরঙ্গা' সার্টিফিকেট, কীভাবে ডাউনলোড করবেন

ভারতের স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতে সরকার "আজাদী কা অমৃত মহোৎসব" অভিযান শুরু করেছিল। যেখানে প্রত্যেক নাগরিককে নিজের...
ANKITA 15 Aug 2024 12:10 AM IST

ভারতের স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতে সরকার "আজাদী কা অমৃত মহোৎসব" অভিযান শুরু করেছিল। যেখানে প্রত্যেক নাগরিককে নিজের বাড়িতে পতাকা উত্তোলন করার আহ্বান জানানো হয়েছিল। আর এই ক্যাম্পেইনের নাম দেওয়া হয়েছিল "হর ঘর তিরঙ্গা"। এই বছরও এই ক্যাম্পেইনের অধীনে প্রত্যেক নাগরিককে নিজের বাড়ি, অফিস সহ স্কুল-কলেজ এবং বিভিন্ন সংস্থায় জাতীয় পতাকা উত্তোলন করার আহ্বান জানানো হয়েছে। এছাড়াও, সরকার ঘোষণা করেছে, যারা এই বছর ১৫ ই আগস্ট উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন করবেন, তারা অনলাইনে "হর ঘর তিরঙ্গা" শংসাপত্র ডাউনলোড করার সুযোগ পাবেন।

সরকার এবছর নাগরিকদের জাতীয় পতাকা উত্তোলনের পরে শংসাপত্রের জন্য আবেদন করার এবং ডাউনলোড করার পদ্ধতি জানিয়েছে। এই পদ্ধতি অনুসরণ করলে আপনি বাড়িতে বসেই শংসাপত্রটি নিজের হাতে পেয়ে যেতে পারবেন। তবে, এর জন্য বাড়ি তথা অফিস ছাড়াও অন্যান্য স্থানে প্রয়োজনীয় নিয়ম মেনে জাতীয় পতাকাকে সম্মানের সহিত উত্তোলন করতে হবে।

কীভাবে ডাউনলোড করবেন "হর ঘর তিরঙ্গা" সার্টিফিকেট

  • জাতীয় পতাকা উত্তোলনের পর আপনাকে "হর ঘর তিরঙ্গা" ওয়েবসাইট http://www.harghartirang.com/ এ যেতে হবে।
  • ওয়েবসাইটে যাবার পর আপনি "পিন এ ফ্ল্যাগ" অপশন দেখতে পাবেন। সেখানে ক্লিক করে নিজের নাম এবং লোকেশনের মতো তথ্য প্রদান করতে হবে।
  • প্রয়োজনীয় তথ্য সাবমিট করার পর আপনি একটি ম্যাপ দেখতে পাবেন। যেখানে জুম করে আপনাকে সেই স্থানটি নির্বাচন করতে হবে, যেখানে আপনি পতাকা উত্তোলন করেছেন।
  • এরপর পতাকার অবস্থান চিহ্নিত করতে "পিন" অপশনে ট্যাপ করতে হবে।
  • সবশেষে আপনি "হর ঘর তিরঙ্গা" শংসাপত্র ডাউনলোড করার অপশন পাবেন। আর তারপর সেখান থেকে ডাউনলোড বাটনে ট্যাপ করে নিজের সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন।

প্রসঙ্গত, এই শংসাপত্রটি একটি প্রমাণ যে, আপনি এই সরকারি ক্যাম্পেইনে অংশ গ্রহণ করেছেন এবং ১৫ ই আগস্টের দিন তিন রঙা জাতীয় পতাকা উত্তোলন করেছেন। এছাড়াও, আপনি যদি চান এই শংসাপত্রটি আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টেও শেয়ার করতে পারেন। এবং আপনার বন্ধুবান্ধবদের এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করার জন্য উদ্বুদ্ধ করতে পারেন।

Show Full Article
Next Story