TVS Apache RR 310-কে টেক্কা দিতে সস্তায় 300cc স্পোর্টস বাইক আনছে Aprilia, লঞ্চের আগে নামল রাস্তায়
বর্তমানে ভারতের ৩০০ সিসি স্পোর্টস বাইক সেগমেন্টে প্রথম সারির মডেল হিসেবে রয়েছে – KTM RC 390, TVS Apache RR 310, BMW G...বর্তমানে ভারতের ৩০০ সিসি স্পোর্টস বাইক সেগমেন্টে প্রথম সারির মডেল হিসেবে রয়েছে – KTM RC 390, TVS Apache RR 310, BMW G 310 RR এবং Honda CBR300R। আবার Kawasaki Ninja 300-এর দাম ৩.৪ লক্ষ টাকা। এই অল্প সংখ্যক মডেলের উপস্থিতি দেখে Keeway তাদের K 300 R লঞ্চ করেছে। এবারে ইতালির সংস্থা এপ্রিলিয়া (Aprilia)-এর একটি স্পোর্টস বাইকের দেখা মিলল। টেস্টিং চলাকালীন সম্পূর্ণ ক্যামোফ্লেজে মোড়ানো অবস্থায় দেখা গেছে বাইকটি। অনুমান করা হচ্ছে এটি একটি ৩০০ সিসির মডেল। ভারতের বাজারে এটিই তাদের সবচেয়ে সস্তা স্পোর্টস বাইক হবে।
এপ্রিলিয়া তাদের এই নতুন স্পোর্টস বাইকটির ডিজাইনে RS সিরিজের ছোঁয়া দিয়েছে। এটি সংস্থার লাইনআপে RS 660-এর নীচে স্থান হবে। ডিজাইনের দিক থেকেও দুটির সামনের অংশে মিল রয়েছে বলে অনুমান। স্পষ্টভাবে বলতে না পারার কারণ নতুন মডেল আপাদমস্তক ক্যামোফ্লেজে মোড়ানো অবস্থায় দর্শন দিয়েছে। ফিচারের তালিকায় থাকতে পারে এলইডি লাইট।
ইঞ্জিন এবং দাম
অনুমান করা হচ্ছে এপ্রিলিয়ার বাইকটি একটি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন সমেত আসবে। যার সক্ষমতা হতে পারে ৩০০-৪০০ সিসি। এটি থেকে ৩৫-৪০ এইচপি শক্তি এবং ৩৫ এনএম টর্ক উৎপন্ন হতে পারে। বৈশিষ্ট্যের মধ্যে দেওয়া হতে পারে রাইড বাই ওয়্যার, লিকুইড কুলিং, একটি স্লিপ এবং অ্যাসিস্ট ক্লাচ, র্যাপিড শিফ্টার, ডুয়েল চ্যানেল এবিএস, রাইডিং মোড এবং একটি টিএফটি ইন্সট্রুমেন্ট ডিসপ্লে।
প্রসঙ্গত, সমগ্র বিশ্বে বেশ জনপ্রিয় হলেও ভারতের বাজারে এপ্রিলিয়া এখনো তেমনভাবে নিজের নাম প্রচার করতে পারেনি। মাঝারি ওজন এবং ১,০০০ সিসি বিভাগে তাদের রয়েছে RS এবং Tuono বাইক দুটি। যদি উক্ত সেগমেন্টে জাপানি মডেলগুলির সাথে তুলনা করা হয়, তবে দামের দিক থেকে এপ্রিলিয়া প্রোডাক্টগুলি এগিয়ে। যদি ১৫০ সিসির এই বাইক জোড়া আরও আগে এদেশে হাজির করত সংস্থাটি, তাহলে এদের বিক্রি আরও বৃদ্ধি পেত। যাই হোক, এপ্রিলের আসন্ন মোটরসাইকেলটির দাম ৩.৫ লক্ষ টাকা (এক্স-শোরুম) ধার্য করা হতে পারে। ফলে বাজারে TVS Apache RR 310-এর সঙ্গে প্রতিযোগিতার সম্মুখীন হবে এটি।