Aprilia SR 160 স্কুটার আগামীকাল নতুন রূপে লঞ্চ হবে, বিশেষ কী ফিচার থাকছে দেখে নিন

নতুন রূপে নতুন ভাবে আগামীকাল ভারতে আত্মপ্রকাশ ঘটছে 2022 Aprilia SR 160-এর৷ এপ্রিলিয়ার ডিলারশিপে ইতিমধ্যেই স্কুটারটির বুকিং চালু হয়ে গিয়েছে৷ তবে ডেলিভারি শুরু হবে নভেম্বরের…

নতুন রূপে নতুন ভাবে আগামীকাল ভারতে আত্মপ্রকাশ ঘটছে 2022 Aprilia SR 160-এর৷ এপ্রিলিয়ার ডিলারশিপে ইতিমধ্যেই স্কুটারটির বুকিং চালু হয়ে গিয়েছে৷ তবে ডেলিভারি শুরু হবে নভেম্বরের শেষে৷ Aprilia বরাবরই মিড বা প্রিমিয়াম রেঞ্জে তাদের স্কুটার লঞ্চ করে,‌ এক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে না।

নতুন Aprilia SR 160 -এর ফ্রন্ট অ্যাপরনের ডিজাইনে সবচেয়ে বেশি পরিবর্তন পরিলক্ষিত হবে৷ পুরনো হ্যালোজেন ডুয়েল-বিম হেডল্যাম্প তুলে দিয়ে তাতে স্লিক এলইডি ডিআরএল দিয়ে সজ্জিত ইংরেজি ‘ভি’ আকৃতির সিঙ্গেল-বিম এলইডি হেডলাইট দেওয়া হয়েছে।।

বহিরঙ্গ আপডেট করলেও Aprilia SR 160-এর নয়া ভার্সনের ইঞ্জিনের ক্ষমতা একই থাকবে। এটি ১৬০.০৩ সিসি-র সিঙ্গেল সিলিন্ডার, ফুয়েল ইঞ্জেকটেড ইঞ্জিনে দৌড়বে৷ এর থেকে ১০.৮ অশ্বশক্তি এবং ১১.৬ এনএম টর্ক পাওয়া যাবে৷ স্কুটারতির নতুন ফিচারগুলির তালিকায় ব্লুটুথ কানেক্টিভিটিযুক্ত ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, ইঞ্জিন স্টার্ট-স্টপ সুইচ এবং সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট-অফ সুইচ দেখা যেতে পারে।

পুরানো এপ্রিলিয়া এসআর ১৬০-এর এক্স-শোরুম দাম ১ লক্ষ ৯ হাজার টাকা থেকে শুরু। তবে নতুন মডেলটির মূল্য ৫-৬ হাজার টাকা বেশি রাখা হতে পারে৷ স্কুটারটি সাদা, কালো, ও রেস এডিশন কালার অপশনে কেনা যাবে৷