গ্লোবাল মার্কেটের পর ভারতে আসছে প্রিমিয়াম মোটরবাইক Aprilia Tuono V4 2021 ও RSV4

ইতালিয়ান প্রিমিয়াম টু-হুইলার ব্র্যান্ড Aprilia এবছরের শুরুতে ইন্টারন্যাশনাল মার্কেটে 2021 Tuono V4 এবং RSV4 মোটরসাইকেলের ওপর থেকে পর্দা সরিয়েছিল। Tuono V4 এবং RSV4 উভয়ই E5…

ইতালিয়ান প্রিমিয়াম টু-হুইলার ব্র্যান্ড Aprilia এবছরের শুরুতে ইন্টারন্যাশনাল মার্কেটে 2021 Tuono V4 এবং RSV4 মোটরসাইকেলের ওপর থেকে পর্দা সরিয়েছিল। Tuono V4 এবং RSV4 উভয়ই E5 ও Factory E5 ভ্যারিয়েন্টে উপলব্ধ৷ এখন, টুওনো ভি৪ এবং আরএসভি৪ সহ এদের ফ্যাক্টরি ভ্যারিয়েন্টগুলি ভারতে এপ্রিলিয়ার ওয়েবসাইটে তালিকাভুক্ত করা হয়েছে, যার অর্থ এদেশে টুওনো ভি৪ এবং আরএসভি৪ খুব শীঘ্রই পা রাখছে৷ উল্লেখ্য, নতুন চারটি মডেল যোগ হওয়ার ফলে ভারতে এপ্রিলিয়ার পোর্টপোলিওতে এখন বাইকের সংখ্যা দাঁড়ালো ছয়ে৷

Aprilia Tuono Rsv4

২০২১ টুওনো ভি৪ রেঞ্জের দুটি ভ্যারিয়েন্টেই রয়েছে ১০৭৭ সিসি-র ফোর সিলিন্ডার ইঞ্জিন, যা সর্বাধিক ১৭২.৫ বিএইচপি শক্তি ও সর্বোচ্চ ১২১ এনএম টর্ক উৎপন্ন করতে পারে। বাইকে সাসপেনশনের দায়িত্ব সামলায় ওহলিন্স (Ohlins) স্মার্ট ইসি ২.০ সেমি-অ্যাক্টিভ সাসপেনশন। আবার ব্রেকিংয়ের কার্য সম্পাদনার জন্য বাইকের সামনের দিকে ৩২০ মিমি ডুয়াল ডিস্ক ব্রেক ও পিছনে ২২০ মিমি সিঙ্গল ডিস্ক ব্রেক আছে৷

আবার ২০২১ টুওনো ভি৪ রেঞ্জের মোটরবাইকে ডিআরএল সহ এলইডি ট্রিপল হেডলাইট এবং ৫ ইঞ্চি টিএফটি ডিসপ্লে বর্তমান। এছাড়াও, ছটি রাইডিং মোডস, রাইড বাই ওয়্যার, ট্র্যাকশন কন্ট্রোল, এবং ক্রুজ কন্ট্রোল সহ এতে বিভিন্ন অত্যাধুনিক সেফটি ফিচার পাওয়া যাবে।

Latest News Related To Aprilia Tuono V4 2021 And Rsv4 Listed On Indian In Bengali On Tech Gup. Explore Aprilia Tuono V4 2021 And Rsv4 Listed On Indian Image News, Photos In Bengali In Tech Gup

অন্যদিকে, এপ্রিলিয়া আরএসভি৪ বাইকের ডিডাইন আরএস৬৬০ থেকে অনুপ্রাণিত৷ ফুল-ফেয়ার্ড ডিজাইনের এই বাইকের দুটি ভ্যারিয়েন্টেই ১০৯৯ সিসি-র ইঞ্জিন ব্যবহার করা হয়েছে যা ১০,০০০ আরপিএম গতিতে ২১৪ বিএইচপি শক্তি ও ১০,৫০০ আরপিএম গতিতে ১২৫ এনএম টর্ক উৎপন্ন করে৷

Aprilia Tuono V4 Factory

RSV4, Tuono V4 এবং এদের Factory ভ্যারিয়েন্ট অফিসিয়াল ওয়েবসাইটে লিস্টেড হওয়ার অর্থ, ভারতে এগুলি খুব শীঘ্রই লঞ্চ হচ্ছে৷ Aprilia-র ওয়েবসাইট অনুযায়ী, RSV4 ভারতে ডার্ক লসাইল এবং এর Factory ভ্যারিয়েন্ট লাভা রেড এবং এপ্রিলিয়া ব্ল্যাক কালার অপশনে পাওয়া যাবে৷ আবার Tuono V4 টারম্যাক গ্রে ও গ্লেসিয়ার হোয়াইট এবং Factory ভ্যারিয়েন্ট শুধুমাত্র এপ্রিলিয়া ব্ল্যাক কালারে বেছে নেওয়া যাবে৷

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন