Electric Car ব্যবহারকারীদের সমস্যা মেটাতে উদ্যোগী কেন্দ্র, 2022 সালেই আসছে সমাধান

চার্জিং স্টেশনের অপ্রতুলতা যেমন বৈদ্যুতিক গাড়ি ব্যবহারের পথে অন্যতম বাধা, তেমনই এই ধরনের গাড়ির ব্যাটারি চার্জ হতে যে দীর্ঘ সময় লাগে, সেটা মাথায় রেখে ক্রেতাদের…

চার্জিং স্টেশনের অপ্রতুলতা যেমন বৈদ্যুতিক গাড়ি ব্যবহারের পথে অন্যতম বাধা, তেমনই এই ধরনের গাড়ির ব্যাটারি চার্জ হতে যে দীর্ঘ সময় লাগে, সেটা মাথায় রেখে ক্রেতাদের অনেকেই আগ্রহ প্রকাশ করলেও ভরসা পাচ্ছেন না। আবার যারা ইতিমধ্যেই বৈদ্যুতিক গাড়ি কিনে ফেলেছেন, তারাও দ্রুততম সময়ে চার্জ করার বিকল্প খুঁজছেন। গ্রাহকদের উদ্বেগ কমানো এবং বিদ্যুৎচালিত গাড়ির জনপ্রিয়তা বাড়ানোর লক্ষ্যে এবার ফাস্ট চার্জার তৈরি করছে অটোমোবাইল রিসার্চ অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া বা এআরএআই (ARAI)।

কেন্দ্রীয় ভারী শিল্প মন্ত্রী মহেন্দ্রনাথ পান্ডে সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে বলেছেন, এআরএআই ইতিমধ্যে সেই ফাস্ট চার্জারের একটি প্রটোটাইপ (নমুনা মডেল) তৈরি করে ফেলেছে। সেটি বাণিজ্যিক উৎপাদনের জন্য ২০২২-এর ডিসেম্বরের মধ্যেই প্রস্তুত হয়ে যাবে বলে আশাপ্রকাশ করেছেন তিনি।

তাঁর কথায়, ‘২০২২-এর মধ্যেই প্রকল্পটির কাজ শেষ করার জন্য এআরএআই-কে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে ডিসেম্বর থেকেই বৈদ্যুতিক যানবাহন ব্যবহারকারীদের হাতে ফাস্ট চার্জার তুলে দেওয়া যায়। এই নিয়ে এখনও গবেষণা চলছে এবং সেটা সম্পূর্ণ হওয়ার পরই বলা যাবে, এই চার্জার দিয়ে দু’চাকা, তিন চাকা, এবং চার চাকা বৈদ্যুতিক গাড়ি চার্জ করতে কীরকম সময় লাগবে।”

কেন্দ্রীয় মন্ত্রী যোগ করে বলেছেন, দেশজুড়ে ২২ হাজারটি পেট্রোল পাম্পে চার্জিং স্টেশন গড়ে তোলার জন্য পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের সঙ্গে কথাবার্তা চালাচ্ছেন তিনি। সড়কপথে ২৫ কিলোমিটার অন্তর অন্তর সেই চার্জিং স্টেশনগুলি তৈরি করা হবে।