লঞ্চের আগেই ইন্টারনেটে ফাঁস Asus ROG Phone 5 এর ছবি, থাকবে ট্রিপল রিয়ার ক্যামেরা

টিজারের মাধ্যমে Asus ইতিমধ্যে ROG সিরিজের গেমিং ফোন লঞ্চের কথা অফিসিয়ালি ঘোষণা করেছে। ROG Phone 3-এর সাকসেসর মডেল হিসেবে ROG Phone 4 আসবে না ROG…

টিজারের মাধ্যমে Asus ইতিমধ্যে ROG সিরিজের গেমিং ফোন লঞ্চের কথা অফিসিয়ালি ঘোষণা করেছে। ROG Phone 3-এর সাকসেসর মডেল হিসেবে ROG Phone 4 আসবে না ROG Phone 5, তা নিয়েও এখন প্রবল জল্পনা চলছে। এই আবহে চীনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম Weibo-তে আপকামিং এই ROG ফোনের ব্যাক প্যানেলের লাইভ ছবি ছড়িয়ে পড়লো। যা থেকে হ্যান্ডসেটটির ব্যাপারে বেশ কয়েকটি তথ্য সামনে এসেছে।

ছবিতে এই সিরিজের পুরানো মডেলগুলির মতো আপকামিং Asus ROG Phone 4/5-এ প্রায় একইরকম ডিজাইন লক্ষ্য করা গেছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, ফোনের রিয়ার প্যানেলে ’05’ নম্বর লেখা আছে। এতএব, ফোনটি ROG Phone 5 নামে লঞ্চ হওয়ার তত্ব এখন আরও জোরদার হল বলা চলে। ফোনের ডানদিকে একদম নীচে ROG ব্র্যান্ডিং ও ব্যাক প্যানেলের মাঝখানে একটি হোয়াইট স্ট্রাইপ দেওয়া হয়েছে।

Asus ROG Phone 5 Live Images, Asus ROG Phone 5 Triple Rear Camera, Asus ROG Phone 5, Asus ROG Phone, Asus ROG

ROG Phone 3-এর মত এখানেও ট্রিপল ক্যামেরা সেটআপ রাখা হয়েছে। যার প্রাইমারি সেন্সর হবে ৬৪ মেগাপিক্সেলের। ক্যামেরা সিস্টেমটি কোয়াড-বায়ার প্রযুক্তির সাথে আসবে৷ ফোনের বামদিকে একটি লাল রঙের বাটন রয়েছে, যা মূলত গেমিং মোড অ্যাক্টিভেট করার জন্য থাকতে পারে। তবে ছবিগুলির উৎস নির্ভরযোগ্য না হওয়ায়, এটি আবার নকল হওয়ারও সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না।

এদিকে ASUS_I005DA মডেল নম্বরের সাথে আসুসের একটি ফোনকে চীনের 3C লিস্টিংয়ে স্পট করা হয়েছে। যা ROG Phone 4/5 হতে পারে বলে জল্পনা চলছে। 3C লিস্টিং থেকে জানা গেছে, এটি ফাইভ-জি কানেক্টিভিটি ও ৬৫ ওয়াট ফাস্ট চার্জ সুবিধার সাথে আসবে। আবার প্রখ্যাত টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন উইবোতে দাবি করেছেন যে এই ফোনটি ডুয়াল সেল ব্যাটারির সাথে আসবে, যা ৬,০০০ এমএএইচ ব্যাটারির সমতুল্য হবে।

সম্প্রতি আবার ASUS_I005DA মডেল নম্বরের সাথে এই ফোনটিকে Geekbench-এ দেখা গিয়েছিল। তখন আমরা জানতে পেরেছিলাম, আসুসের এই ফোনে ৮ জিবি র‌্যাম (নূন্যতম), স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর ও অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেম থাকবে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন