Asus ROG Phone 6: আসুসের নতুন গেমিং ফোনে বিরাট চমক, সামনে এল ছবি সহ ফিচার

আসুস (Asus) শীঘ্রই বাজারে তাদের পরবর্তী প্রজন্মের ROG Phone 6 গেমিং হ্যান্ডসেটটি উন্মোচন করার প্রস্তুতি নিচ্ছে।...
Ananya Sarkar 4 July 2022 11:45 AM IST

আসুস (Asus) শীঘ্রই বাজারে তাদের পরবর্তী প্রজন্মের ROG Phone 6 গেমিং হ্যান্ডসেটটি উন্মোচন করার প্রস্তুতি নিচ্ছে। ইতিমধ্যেই সাম্প্রতিক কিছু রিপোর্ট এবং সূত্র মারফৎ এই স্মার্টফোনের বেশ কয়েকটি প্রধান স্পেসিফিকেশন অনলাইনে ফাঁস হয়েছে। জানা গেছে, এই গেমিং ডিভাইসটি ১৬৫ হার্টজ স্ক্রিন রিফ্রেশ রেট সহ বড় আকারের অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে এবং Qualcomm-এর লেটেস্ট Snapdragon 8 Plus Gen 1 ফ্ল্যাগশিপ প্রসেসরটির সাথে আসবে। এখন আবার এক জনপ্রিয় টিপস্টার আসন্ন ROG Phone 6-এর বেশ কিছু অফিসিয়াল রেন্ডার শেয়ার করেছে৷ আর এই ফাঁস হওয়া ছবিগুলি থেকে ROG Phone 6-এর ডিজাইন সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাচ্ছে।

প্রকাশ্যে এল Asus ROG Phone 6-এর রেন্ডার

টিপস্টার ইভান ব্লাস (Evan Blass) টুইটারে আসুস আরওজি ফোন ৬ হ্যান্ডসেটের রেন্ডারগুলি শেয়ার করেছেন।

https://twitter.com/evleaks/status/1542941142425239553

রেন্ডার অনুযায়ী, ডিভাইসটির সামনের দিকে পূর্বসূরির মতোই ডিজাইন দেখতে পাওয়া যাবে। মনে করা হচ্ছে আসুস তাদের নতুন প্রজন্মের ফোনগুলির ডিজাইনে খুব একটা পরিবর্তন আনবে না, কেননা এই ডিজাইন ব্যবহারকারীদের ভালো লেগেছে। আসুস আরওজি ফোন ৬-এর ডিসপ্লের ওপরের ও নীচে বেজেল দেখা গেছে এবং এতে স্টেরিও ফ্রন্ট-ফায়ারিং স্পিকার সহ একটি বড় ডিসপ্লে রয়েছে।

আবার, ডিভাইসটির রিয়ার প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ, আরওজি ব্র্যান্ডিং এবং কোণের দিকে আরওজি লোগোর আকারে একটি আরজিবি এলইডি ম্যাট্রিক্স দেখতে পাওয়া যাবে। ছবিগুলি ইঙ্গিত করেছে যে, স্মার্টফোনটি ব্ল্যাক এবং হোয়াইট-এই দুটি কালার অপশনে পাওয়া যাবে।

আসুস রোগ ফোন ৬-এর সম্ভাব্য স্পেসিফিকেশন (Asus ROG Phone 6 Expected Specifications)

আসুস আরওজি ফোন ৬-এ ৬.৭৮ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে রয়েছে, যা ফুল এইচডি+ রেজোলিউশন এবং ১৬৫ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। নিরাপত্তার জন্য, এতে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও দেখতে পাওয়া যাবে। ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ প্রসেসর দ্বারা চালিত হবে। এতে সর্বাধিক ১৮ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ পাওয়া যাবে। এটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক আরওজি ইউ আই (ROG UI) কাস্টম স্কিনে রান করবে।

ফটোগ্রাফির জন্য, Asus ROG Phone 6-এর ব্যাক প্যানেলে অবস্থিত ট্রিপল ক্যামেরা সেটআপে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা উপস্থিত থাকবে, যার সাথে একটি আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং একটি ম্যাক্রো সেন্সর যুক্ত থাকবে। আবার ফোনের সামনে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য, ১২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেখতে পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য, ডিভাইসটিতে ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ বড় ৬,০০০ এমএএইচ ডুয়েল-সেল ব্যাটারি ব্যবহার করা হবে।

Show Full Article
Next Story