ভারতে শুরু হল Asus ROG Phone 6 সিরিজের টেস্টিং, থাকবে ১৮ জিবি পর্যন্ত র্যাম
আসুস (ASUS) উচ্চমানের পার্সোনাল কম্পিউটার, মাদারবোর্ড এবং ল্যাপটপ প্রস্তুতকারী সংস্থা হিসেবে সুপরিচিত হলেও, তাদের ROG...আসুস (ASUS) উচ্চমানের পার্সোনাল কম্পিউটার, মাদারবোর্ড এবং ল্যাপটপ প্রস্তুতকারী সংস্থা হিসেবে সুপরিচিত হলেও, তাদের ROG সিরিজের গেমিং স্মার্টফোনগুলিও মোবাইল গেমারদের মধ্যে যথেষ্ট জনপ্রিয়। সম্প্রতি সংস্থাটি নিশ্চিত করেছে যে, তাদের পরবর্তী প্রজন্মের ASUS ROG Phone 6 সিরিজটি তাইওয়ান, চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রে আগামী ৫ জুলাই আনুষ্ঠানিকভাবে লঞ্চ হবে। পাশাপাশি এটি অন্যান্য বাজারেও আসবে বলে আশা করা হচ্ছে। আর এখন এক জনপ্রিয় টিপস্টার দাবি করেছেন যে, ভারতে ASUS ROG Phone 6 সিরিজের হ্যান্ডসেটগুলি ওপর অভ্যন্তরীণ পরীক্ষা শুরু হয়েছে, যা ইঙ্গিত করে যে, আসুসের এই গেমিং ফোনগুলি শীঘ্রই এদেশের বাজারেও পা রাখবে।
ASUS ROG Phone 6 সিরিজের ফোনগুলি শীঘ্রই আসবে ভারতীয় বাজারে
জনপ্রিয় টিপস্টার মুকুল শর্মা তার একটি সাম্প্রতিক টুইটে জানিয়েছেন যে, ভারতে আসুস আরওজি ফোন ৬ সিরিজের অভ্যন্তরীণ পরীক্ষা শুরু হয়েছে। আর এটি ইঙ্গিত দেয় যে, এই লাইনআপের ডিভাইসগুলি শীঘ্রই এদেশে লঞ্চ হতে পারে।
পূর্বসূরি মডেলগুলির মতোই, আসুস রোগ ফোন ৬ সিরিজটি ই-কমার্স সাইট ফ্লিপকার্ট (Flipkart)-এ বিক্রির জন্য উপলব্ধ হবে।
জানিয়ে রাখি, আসুস আরওজি ফোন ৬ ইতিমধ্যেই চীনের টেনা (TENAA) সার্টিফিকেশন সাইটের অনুমোদন লাভ করেছে এবং এর স্পেসিফিকেশনগুলিও এই সাইটের মাধ্যমে সামনে এসেছে। আবার সার্টিফিকেশন সাইটে উপস্থিত ডিভাইসটির ছবি থেকে জানা গেছে যে, এটি উন্নত রিয়ার ডিজাইনের সাথে আসবে।
আসুস আরওজি ফোন ৬-এর সম্ভাব্য স্পেসিফিকেশন (ASUS ROG Phone 6 Expected Specifications)
আসুস আরওজি ফোন ৬-এর টেনা তালিকাটি প্রকাশ করেছে যে, এতে ৬.৭৮ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে, যা ফুল এইচডি+ রেজোলিউশন, ১৬৫ হার্টজ উচ্চ রিফ্রেশ রেট অফার করবে। এই হ্যান্ডসেটের রিয়ার শেলে একটি সেকেন্ডারি ডিসপ্লেও দেখা যাবে। আরওজি ফোন ৬ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ প্রসেসর দ্বারা চালিত হবে, যার সাথে ১৮ জিবি র্যাম এবং ৫১২ জিবি বিল্ট-ইন স্টোরেজ পাওয়া যাবে। এটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক রোগ ইউআই (ROG UI) কাস্টম স্কিনে রান করবে।
ফটোগ্রাফির জন্য, ROG Phone 6-এর ব্যাক প্যানেলে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর যুক্ত ট্রিপল ক্যামেরা সেটআপ এবং সামনে ১২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা উপস্থিত থাকবে। পাওয়ার ব্যাকআপের জন্য, ASUS ROG Phone 6-এ ৬,০০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ডুয়েল-সেল ব্যাটারি থাকতে পারে, যা ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করতে পারেন। এছাড়া নিরাপত্তার জন্য, এতে একটি ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার মিলবে।
উল্লেখ্য, ASUS ROG Phone 6 সিরিজে কতগুলি ডিভাইস অন্তর্ভুক্ত রয়েছে তা এখনও স্পষ্ট নয়। তবে পূর্বসূরি ROG Phone 5 লাইনআপের মতো, এতে ROG Phone 6, ROG Phone 6 Pro এবং ROG Phone 6 Ultimate অন্তর্ভুক্ত থাকতে পারে বলে মনে করা হচ্ছে।