Asus ROG Phone 6D পিছনে ফেললো ROG Phone 6 Pro কে, দেখা গেল AnTuTu তে

আসুস (ASUS) গত মাসেই বাজারে তাদের পারফরম্যান্স-ভিত্তিক ROG Phone 6 সিরিজের গেমিং স্মার্টফোনগুলি লঞ্চ করে। এই লাইনআপে অন্তর্ভুক্ত Pro মডেলটি স্কোরের ভিত্তিতে বেঞ্চমার্কিং প্ল্যাটফর্ম আনটুটু…

আসুস (ASUS) গত মাসেই বাজারে তাদের পারফরম্যান্স-ভিত্তিক ROG Phone 6 সিরিজের গেমিং স্মার্টফোনগুলি লঞ্চ করে। এই লাইনআপে অন্তর্ভুক্ত Pro মডেলটি স্কোরের ভিত্তিতে বেঞ্চমার্কিং প্ল্যাটফর্ম আনটুটু (AnTuTu)-এর তালিকার শীর্ষ স্থানটি দখল করেছিল। আসুস বর্তমানে এই সিরিজেরই একটি নতুন ডিভাইসের ওপর কাজ করছে বলে জানা গেছে, যা ASUS ROG Phone 6D নামে বাজারে পা রাখবে। আর এখন এই হ্যান্ডসেটটিকেও আনটুটু বেঞ্চমার্কিং সাইটে খুঁজে পাওয়া গেছে এবং সাইটের লিস্টিংটি প্রকাশ করেছে যে, আসন্ন ফোনটি লেটেস্ট MediaTek Dimensity 9000+ ফ্ল্যাগশিপ প্রসেসর দ্বারা চালিত হবে। আপকামিং ASUS ROG Phone 6D-এর পারফরম্যান্স সম্পর্কে বেঞ্চমার্ক তালিকা থেকে কি কি তথ্য উঠে এল, চলুন দেখে নেওয়া যাক।

ASUS ROG Phone 6D-কে দেখা গেল AnTuTu-এর ডেটাবেসে

ASUS AI2203D-এর মডেল নম্বর সহ আসুস আরওজি ফোন ৬ডি ফোনটি আনটুটু (AnTuTu) বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে তালিকাভুক্ত হয়েছে। বেঞ্চমার্ক ফলাফলের ক্ষেত্রে, এই ডিভাইসটি আনটুটু-তে ১১,৪৬,৫৯৪ পয়েন্ট স্কোর করতে সক্ষম হয়েছে, যার অর্থ হল, এই নতুন আসুস আরওজি ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ প্রসেসর দ্বারা চালিত আরওজি ফোন ৬ প্রো-এর তুলনায় ২ থেকে ৩% বেশি পয়েন্ট অর্জন করেছে।

এছাড়া, আনটুটু তালিকাটি প্রকাশ করেছে যে, নতুন আসুস আরওজি ফোন ৬ডি, সিপিইউ-এর জন্য ২,৮৯,৩১৭ পয়েন্ট স্কোর করেছে, যা কোয়ালকম স্ন্যাপড্রাগন সিরিজের চিপসেটের থেকে প্রায় ১৫ শতাংশ বেশি। এদিকে, জিপিইউ, এমইএম এবং ইউএক্স টেস্টে এটি যথাক্রমে, ৪,৩০,৮৬৭, ২,১৮,২৭০ এবং ২,০৬,১৪০ পয়েন্ট স্কোর করেছে।

উল্লেখ্য, সম্প্রতি ASUS_AI2203 মডেল নম্বর সহ ASUS ROG Phone 6D ফ্ল্যাগশিপ হ্যান্ডসেটটি চীনের ৩সি (3C) সার্টিফিকেশন সাইটের অনুমোদন লাভ করেছে এবং এর লিস্টিংটি প্রকাশ করে যে, ডিভাইসটি ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ আসবে। এছাড়া, ডিভাইসটি ইতিমধ্যেই আসুসের অফিসিয়াল ওয়েবসাইটে “চায়না আরওএইচএস কমপ্লায়েন্স মার্ক” পেজে উপস্থিত হয়েছে, তবে কোম্পানি এখনও আনুষ্ঠানিকভাবে ফোনটির সম্পর্কে কোনও ঘোষনা করেনি। লঞ্চের নির্দিষ্ট তারিখটিও এখনও প্রকাশ্যে আসেনি, তবে আশা করা যায় এই ফোনটি শীঘ্রই চীনের বাজারে আত্মপ্রকাশ করবে।