১৬ জিবি র‌্যামের সাথে আসছে Asus ZenFone 7, থাকবে স্ন্যাপড্রাগন ৮৬৫ প্রসেসর

তাইওয়ানের কোম্পানি আসুস গতবছর তাদের মিড রেঞ্জ ফোন Asus ZenFone 6Z লঞ্চ করেছিল। এবার কোম্পানি এই ফোনের আপগ্রেড ভার্সন নিয়ে আসছে। সম্প্রতি Asus ZenFone 7 অথবা…

তাইওয়ানের কোম্পানি আসুস গতবছর তাদের মিড রেঞ্জ ফোন Asus ZenFone 6Z লঞ্চ করেছিল। এবার কোম্পানি এই ফোনের আপগ্রেড ভার্সন নিয়ে আসছে। সম্প্রতি Asus ZenFone 7 অথবা 7Z কে বেঞ্চমার্ক সাইট Geekbench এ দেখা গেছে। যেখানে ফোনটির কোডনেম ‘asus ZF’। ওয়েবসাইট অনুযায়ী আসুস জেনফোন ৭/৭জেড ফোনে স্ন্যাপড্রাগন ৮৬৫ প্রসেসর থাকবে। আবার এই ফোনটি অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমের সাথে আসবে। মনে করা হচ্ছে এই ফোনে ১৬ জিবি পর্যন্ত র‌্যাম থাকবে।

আপনাকে জানিয়ে রাখি গিকবেঞ্চে ফোনের প্রসেসর উল্লেখ ছিল না। তার জায়গায় প্রসেসরের কোডনেম ‘kona’ লেখা ছিল। এই কোডনেম স্ন্যাপড্রাগন ৮৬৫ এর জন্য ব্যবহার হয়। এদিকে বেঞ্চমার্ক সাইটে আসুন জেনফোন ৭ সিঙ্গেল কোর টেস্টে স্কোর করেছে ৯৭৩ পয়েন্ট যেখানে মাল্টি কোর টেস্টে পয়েন্ট ৩৩৪৬।

এদিকে আসুস একটি গেমিং ফোনের উপর কাজ করছে। এই ফোনের নাম Asus ROG Phone 3। সম্প্রতি সার্টিফিকেশন সাইট TENAA তেএই ফোনকে দেখা গেছে। এই ওয়েবসাইটে ফোনের বিশেষ বিশেষ স্পেসিফিকেশনগুলোকেও সামনে আনা হয়েছে। ওয়েবসাইট অনুযায়ী, এই স্মার্টফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৬৫ চিপসেটের সঙ্গে আসতে চলেছে। এর সাথে থাকবে নতুন কুলিং প্রযুক্তি।

শুধু তাই নয় Asus ROG phone 3 -র সাথে আপনারা আগে থেকে ইন্সটল করা গুগল স্টেডিয়া পেয়ে যাবেন। এছাড়াও বেশ কিছু হাই এন্ড স্পেসিফিকেশন থাকছে এই ডিভাইসে। ফোনটি কানেক্টিভিটির দিক থেকে খুবই উন্নত। আপনারা এই নতুন স্মার্টফোনে ৫জি সাপোর্ট পেয়ে যাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *