Asus Zenfone 8 Mini সাইজে ছোট হলেও দেবে দুর্দান্ত পারফরম্যান্স, ফাঁস ফিচার

আগামী ১২ মে Asus-এর ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজ Zenfone 8 লঞ্চ হওয়ার কথা আমরা সবাই প্রায় মোটামুটি জেনে ফেলেছি৷ আপকামিং এই ফ্ল্যাগশিপ সিরিজে কতগুলি ফোন থাকবে…

আগামী ১২ মে Asus-এর ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজ Zenfone 8 লঞ্চ হওয়ার কথা আমরা সবাই প্রায় মোটামুটি জেনে ফেলেছি৷ আপকামিং এই ফ্ল্যাগশিপ সিরিজে কতগুলি ফোন থাকবে তা অবশ্য Asus নিশ্চিত করেনি৷ তবে এই সিরিজের বেস ভ্যারিয়েন্ট Zenfone 8 ছাড়াও Zenfone 8 Pro এবং Zenfone 8 Mini বাজারে আসতে বলে আমরা প্রত্যাশা রাখছি৷ এদিকে আবার Zenfone 8 সিরিজের Mini ভ্যারিয়েন্ট মাঝেমধ্যেই আলোচনার মূল বিষয় হয়ে দাঁড়াচ্ছে৷

আসুস, জেনফোন ৮ সিরিজের জন্য ‘ বিগ ইন পারফরম্যান্স এন্ড কমপ্যাক্ট ইন সাইজ’ অর্থাৎ সাইজে ছোট হলেও পারফরম্যান্সে জুড়ি মেলা ভার কথাটি স্লোগান হিসেবে ব্যবহার করেছে৷ আসন্ন জেনফোন ৮ মিনি স্মার্টফোনের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য হচ্ছে৷ ৫.৯২ ইঞ্চি ডিসপ্লে হলেও এতে স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর ব্যবহার করা হবে, জল্পনা এমনই৷ এছাড়াও এই ফোনটি আর কি কি ফিচার সহ আসবে তা এবার অনলাইনে ফাঁস হল। নয়া রিপোর্টে অবশ্য আমাদের জানা বৈশিষ্ট্যগুলির পুনরাবৃত্তি করা হয়েছে৷ তবে র‌্যাম ও স্টোরেজ ভ্যারিয়েন্ট বিষয়ক কিছু নতুন তথ্য রিপোর্টটির মাধ্যমে সামনে এসেছে৷ সেগুলি কী কী দেখে নেওয়া যাক৷

Dealntech-এর রিপোর্ট অনুসারে, আসুস এই ফোনকে জেনফোন ৮ মিনি বা জেনফোন ৮ ফ্লিপ নামে লঞ্চ করতে পারে৷ নাম যাই হোক না কেন স্মার্টফোনটি ১২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস OLED ডিসপ্লে, ৪০০০ এমএএইচ ব্যাটারি, ও ৩০ ওয়াট ফাস্ট চার্জ সাপোর্ট সহ আসবে৷ কমপ্যাক্ট ফর্ম ফ্যাক্টরের কথা মাথায় রেখে আসুস ফোনে অপেক্ষাকৃত ছোট ব্যাটারি দেবে বলে আমরা আগেই অনুমান করেছিলাম৷

রিপোর্টে আবার দাবি করা হয়েছে যে, এটি একাধিক স্টোরেজ কনফিগারেশনে লঞ্চ হবে৷ এটি ৬ জিবি + ১২৮ জিবি, ৮ জিবি + ১২৮ জিবি, ৮ জিবি + ২৫৬ জিবি, ১২ জিবি + ২৫৬ জিবি, এবং ১৬ জিবি + ২৫৬ জিবি স্টোরেজ বিকল্পে পাওয়া যাবে৷

ফোনে স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর থাকার কথা আগেই জানিয়েছি৷ এছাড়াও আসুস জেনফোন ৮ মিনি বা ফ্লিপ ৬৪ মেগাপিক্সেল (Sony IMX687) + ১২ মেগাপিক্সেল (Sony IMX363) + ৮ মেগাপিক্সেল (OmniVision) ট্রিপল রিয়ার ক্যামেরা, ২৪ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সহ আসতে পারে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন