একচার্জে চলবে ৮৫ কিমি, বাজারে এল Ather 450X ইলেকট্রিক স্কুটারের স্পেশাল এডিশন

বেঙ্গালুরুর স্টার্টআপ সংস্থা Ather Energy আজ তাদের বহুচর্চিত 450X Collector’s Edition Series 1 ইলেকট্রিক স্কুটারের ওপর থেকে পর্দা সরালো। প্রসঙ্গত, এই বছরের গোড়ার দিকেই Ather…

বেঙ্গালুরুর স্টার্টআপ সংস্থা Ather Energy আজ তাদের বহুচর্চিত 450X Collector’s Edition Series 1 ইলেকট্রিক স্কুটারের ওপর থেকে পর্দা সরালো। প্রসঙ্গত, এই বছরের গোড়ার দিকেই Ather এই স্পেশাল এডিশান স্কুটারটির ঘোষণা করেছিল। তখন Ather জানিয়েছিল, Ather 450X ইলেকট্রিক স্কুটারটির দাম ও স্পেসিফিকেশন প্রকাশ করার আগেই যারা এটি প্রি-বুক করেছিলেন তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য 450X Collector’s Edition লঞ্চ করা হবে। অর্থাৎ সাধারণ ক্রেতাদের কাছে এটি উপলব্ধ হবে না৷ Ather 45OX স্কুটারটি যারা প্রি-অর্ডার করেছিলেন তারাই এই স্পেশাল এডিশান স্কুটারটি কেনার সুযোগ পাবেন।

450X Collector’s Edition Series 1 গ্লস মেট্যালিক ব্ল্যাক বডি কালারে এসেছে। এরসাথে কয়েকটি লাল দাগও দেখা যাবে। যা বিদ্যমান কালার স্কিমগুলির সাথে একেবারে পৃথক। কসমেটিকের দিক থেকে দেখলে স্কুটারটির প্রধান আকর্ষণীয় বিষয় এর ইনসাইড-আউট ডিজাইন৷ স্কুটারটি রঙিন সচ্ছ (ট্রান্সলুসেন্ট) রিয়ার বডি প্যানেলের সাথে এসেছে৷

উল্লেখ্য, স্কুটারে স্বচ্ছ প্যানেলের ব্যবহার ভারতে এই প্রথম৷ Ether জানিয়েছে, এই ট্রান্সলুসেন্ট রিয়ার বডি প্যানেলে শুধুমাত্র চ্যাসিস দৃশ্যমান হবে, তবে সিটের নিচে বুট স্টোরেজ দেখা যাবেনা।

Series 1 স্কুটার 450X মডেলটির মতো মেকানিক্যাল স্পেসিফিকেশন পেয়েছে৷ স্কুটারটি ৬ কিলোওয়াটের মোটর এবং ২.৯ কিলোওয়টারে লিথিয়াম-আয়ন ব্যাটারি দ্বারা চালিত৷ এই মোটরের সর্বোচ্চ পাওয়ার এবং টর্ক আউটপুট হচ্ছে ৮ বিএইচপি এবং ২৬ এনএম৷ স্কুটারটিতে Eco, Ride, Sport এবং Wrap এই চারটি রাইডিং মোডে আছে। Wrap মোডে চালক স্কুটারের গতি মাত্র ৩.৩ সেকেন্ডেই ০-৪০ কিমি/ঘন্টা এবং ৬ সেকেন্ডে ০-৬০ কিমি/ঘন্টা এক্সেরালেট করতে পারবেন৷ এর সর্বোচ্চ গতিবেগ ৮০ কিমি/ঘন্টা৷ একক চার্জে Wrap মোডে চালালে এর রাইডিং রেঞ্জ ৮৫ কিমি৷

450X স্কুটারের মতো এর ইলেকট্রনিক ফিচারের মধ্যে আছে ৭ ইঞ্চির টাচস্ক্রিন ড্যাশবোর্ড, অনবোর্ড ডায়াগনস্টিক্স, ম্যাপ নেভিগেশানের জন্য  অ্যান্ড্রয়েড বেসড ওএস, ব্লুটুথ ও ওয়াইফাই কানেক্টিভিটি, এমবেডেড ফোর জি সিমকার্ড। এছাড়া স্কুটারটিতে থাকবে টায়ার প্রেশার মনিটর, রিভার্স ও ফরোয়ার্ড মোডের সাথে পার্ক অ্যাসিস্ট সিস্টেম এবং রিজেনারেটিভ ব্রেকিংয়ের মতো ফিচার৷

Ather নভেম্বর থেকে বেঙ্গালুরু, চেন্নাই, কোজিকোড, মুম্বই, হায়দরাবাদ, কোচি, কোয়েম্বাটোর, দিল্লি এনসিআর, পুনে, আহমেদাবাদ এবং কলকাতায় Series 1 স্কুটারটির শিপিং শুরু করবে বলে জানিয়েছে। তবে লক্ষণীয় বিষয় হচ্ছে, এর প্রথম ব্যাচ ব্ল্যাক প্যানেলের সাথে আসতে চলেছে এবং আগামী বছরের মে মাসে গ্রাহকরা সেটি ট্রান্সলুসেন্ট প্যানেলে আপগ্রেড করতে পারবেন।