আটটি নতুন শোরুম খুলতে চলেছে দেশের অন্যতম সেরা ইলেকট্রিক স্কুটার নির্মাতা Ather Energy

গত মাসে বিক্রিতে রেকর্ড। ক্রমশ বাড়ছে চাহিদা। সময়টা বেশ ভাল যাচ্ছে এথার এনার্জি (Ather Energy)-এর। তাই এবার দক্ষিণ ভারতে...
SUMAN 24 May 2022 5:12 PM IST

গত মাসে বিক্রিতে রেকর্ড। ক্রমশ বাড়ছে চাহিদা। সময়টা বেশ ভাল যাচ্ছে এথার এনার্জি (Ather Energy)-এর। তাই এবার দক্ষিণ ভারতে ব্যবসার পরিসর বাড়াতে প্রায় ডজনখানেক নতুন শোরুম খোলার ঘোষণা করল দেশের অন্যতম সেরা এই ইলেকট্রিক স্কুটার নির্মাতা। কোল্লাম, ত্রিশূর, পালাক্কাদ, কান্নুর, কাসারাগোদ, আলেপ্পি, কোট্টায়ম এবং পত্তনমতিট্টা-র মতো কেরালার দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর শহরে আটটি এক্সপিরিয়েন্স সেন্টার চালুর লক্ষ্য নিয়েছে এথার।

সংস্থার তরফে বিবৃতিতে বলা হয়েছে, কেরলে Ather 450X ও 450 Plus ই-স্কুটার বিক্রিতে ব্যাপক সাড়া মেলায় ব্যবসা সম্প্রসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই কোচি, কোঝিকোড়, তিরুবনন্তপুরম, তিরুর এবং মালাপ্পুরমে শোরুম খুলেছে এথার। অর্থাৎ কেরালায় মোট তেরোটি রিটেল স্টোর হবে তাদের। এ বছরের দ্বিতীয়ার্ধে সেগুলি গড়ে তোলার কাজ শুরু হবে৷ একই সাথে চালু হবে টেস্ট রাইড।

পরিসংখ্যান বলছে, গত বছর কেরলে এথার তাদের প্রথম শোরুম খোলার পর থেকে এখনও পর্যন্ত স্কুটারের চাহিদা এবং গ্রাহকদের উৎসাহ ১২ গুণ বৃদ্ধি পেতে দেখেছে। আবার সরাসরি এবং অনলাইনে এথারের বৈদ্যুতিক স্কুটারের সম্পর্কে অনুসন্ধান, টেস্ট রাইড ও বুকিংয়ের সংখ্যা তিনগুণ বৃদ্ধি পেয়েছে।

১২৫ সিসির সাধারন স্কুটারের মতো সমান ক্ষমতা Ather 450X-এ। ব্যাটারিতে চলে বলে সমগোত্রীয় পেট্রোল চালিত স্কুটারের তুলনায় চালানোর খরচ প্রায় অর্ধেক। কেরলে ফেম-২ ভর্তুকি ধরে Ather 450X ও 450 Plus-এর মূল্য যথাক্রমে ১,৫২,৪০১ টাকা ও ১,৩৩,৩৯১ টাকা। দেশে বৈদ্যুতিক গাড়ির চার্জিং স্টেশনের পরিকাঠামো উন্নয়নের জন্য সম্প্রতি স্ট্যাটিকম্যাজেন্টা বলে দুই সংস্থার সাথে হাত মিলিয়েছে এথার এনার্জি আবার 450X ও 450 Plus -এর নতুন সংস্করণ আনার জন্য কোমর বেঁধেছে সংস্থাটি।

Show Full Article
Next Story