FAME II: 2023-এর পরেও বৈদ্যুতিক গাড়ি কিনতে কেন্দ্রের আর্থিক সহায়তা মিলবে, আশা Ather Energy-র

বৈদ্যুতিক গাড়ি বিক্রিতে উৎসাহ দিতে ২০১৫ সালে থেকে দেশে চালু হয়েছিল ফেম প্রকল্প। ২০১৯ সাল থেকে এই প্রকল্পের দ্বিতীয় পর্যায় (ফেম-২) চলছে। যার অধীনে ব্যাটারির…

বৈদ্যুতিক গাড়ি বিক্রিতে উৎসাহ দিতে ২০১৫ সালে থেকে দেশে চালু হয়েছিল ফেম প্রকল্প। ২০১৯ সাল থেকে এই প্রকল্পের দ্বিতীয় পর্যায় (ফেম-২) চলছে। যার অধীনে ব্যাটারির ক্ষমতা হিসেবে বিচার করে দুই, তিন বা চার চাকার বৈদ্যুতিক গাড়ি কিনলে সরকারি ভর্তুকি দেওয়া হয়। যা গাড়ির এক্স-শোরুম দামে যোগ হয়। এই ব্যবস্থায় লাভবান হন ব্যবহারকারী ও প্রস্তুতকারী সংস্থা, দু’পক্ষই।

দেশের অন্যতম বৈদ্যুতিক দু’চাকা প্রস্তুতকারী সংস্থা এথার এনার্জি (Ather Energy)-র সহ-প্রতিষ্ঠাতা ও সিইও তরুণ মেহতার আশা, কেন্দ্রীয় সরকার ২০২৩ সালের পরেও ফেম-২ প্রকল্পে ভর্তুকি বরাদ্দ করে যাবে। যদিও প্রকল্পটির দ্বিতীয় পর্যায়ের মেয়াদ শেষ হওয়ার কথা আগামী ৩১ মার্চে।

তরুণ মেহতা বলেন, “আগামীতেও বৈদ্যুতিক যানবাহনের চাহিদা উত্তরোত্তর বৃদ্ধি পাবে। কারণ গ্রাহকেরা ফেম-২ প্রকল্পের সুযোগ-সুবিধা ও ট্যাক্স রিবেট নিতে মুখিয়ে। চাহিদা বজায় রাখতে ও বিদ্যুৎচালিত গাড়ির গ্রহণযোগ্যতা বাড়াতে প্রকল্পের মেয়াদ ২০২৩-এর পরেও বাড়ানো হবে বলে আমরা আশা প্রকাশ করি।”

উল্লেখ্য, এথার দেশের অন্যতম শীর্ষস্থানীয় ইলেকট্রিক টু-হুইলার ব্র্যান্ড। বেঙ্গালুরুর এই সংস্থায় হিরো মোটোকর্পের-ও অংশীদারিত্ব বর্তমান। সংস্থাটি এখন বাজারে দু’টো মডেল বিক্রি করে – Ather 450X এবং Ather 450 Plus। সংস্থাটির নতুন কারখানা গড়ে তোলার কাজ চলছে। যেখানে চলতি বছরের শেষে উৎপাদন চালু হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন