Ather Energy: 2022-এর জানুয়ারিতে এথারের ইলেকট্রিক স্কুটারের বিক্রি 366% বাড়ল

বৈদ্যুতিক দু’চাকার গাড়ি বিক্রিতে দেশের বাজারে তৃতীয় স্থানে বেঙ্গালুরুর সংস্থা এথার এনার্জি (Ather Energy)৷ তাদের আগে এক ও দু’নম্বরে রয়েছে হিরো ইলেকট্রিক (Hero Electric) ও…

বৈদ্যুতিক দু’চাকার গাড়ি বিক্রিতে দেশের বাজারে তৃতীয় স্থানে বেঙ্গালুরুর সংস্থা এথার এনার্জি (Ather Energy)৷ তাদের আগে এক ও দু’নম্বরে রয়েছে হিরো ইলেকট্রিক (Hero Electric) ও ওকিনাওয়া (Okinawa)৷ তবে যে ভাবে এথার তাদের রিটেল আউটলেটের সংখ্যা বৃদ্ধির পরিকল্পনা নিচ্ছে, তাতে ভবিষ্যতে এই ধরনের গাড়ির বাজারে প্রথম তিনটি সংস্থার মধ্যে অংশীদারি বদলের সম্ভাবনা প্রবল৷ কারণ, সাপ্লাই চেইনের সংকট সত্বেও নতুন বছরের প্রথম মাসে ২,৮২৫টি ইলেকট্রিক স্কুটার বেচার কথা জানিয়েছে এথার৷

২০২১-এর জানুয়ারিতে ৬৬০টি বিদ্যুৎচালিত স্কুটার বিক্রি করেছিল এথার৷ গত মাসে সেটা বেড়ে হয়েছে ২,৮২৫৷ অর্থাৎ, গেল বছরের একই সময়ের তুলনায় বিক্রি ৩৬৬ শতাংশ বেড়েছে৷ আবার ২০২১-এর ডিসেম্বরের চেয়ে গত মাসে সংস্থাটির ১,০১৫ ইউনিট বেশি ই-স্কুটার বিক্রি হয়েছে৷

এই প্রসঙ্গে এথার এনার্জি-র চিফ এগজিকিউটিভ অফিসার বলেন, আমরা ই-স্কুটারের চাহিদা উত্তোরত্তর বৃদ্ধি হতে দেখছি৷ তবে সেমিকন্ডাক্টর চিপের মতো গাড়ির গুরুত্বপূর্ণ যন্ত্রাংশের অভাবে উৎপাদন ব্যাহত হয়েছে৷ না হলে বিক্রি বাড়ত৷ সাপ্লাই চেইন বা যোগান শৃঙ্খল পরিস্থিতির উন্নতি হলে চাহিদার সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে আমরা উৎপাদন গতি আনতে পারব৷”

উল্লেখ্য, এথার জানুয়ারিতে নাগপুর, লক্ষ্ণৌ, চেন্নাই, এবং তিরুবনন্তপুরমে এক্সপেরিয়েন্স সেন্টার চালু করেছে৷ আবার ক’মাসের মধ্যে আরও নতুন শহরে পা রাখার পরিকল্পনা করছে তারা৷ বর্তমানে ভারতের ২৪টি শহরে এথারের ২৯টি বিপণন কেন্দ্র রয়েছে৷ সংস্থার লক্ষ্য, ২০২৩-এর মার্চের মধ্যে ১০০টি শহরে এথার ই-স্কুটার নিয়ে পাড়ি জমানো৷ এছাড়াও, ১০০টির কাছাকাছি এক্সপেরিয়েন্স সেন্টার খোলার ভাবনাচিন্তা করছে তারা৷