১৬ বছরের কমবয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যান করছে এই দেশের সরকার
Australia Banning Social Media - কমবয়সীদের মধ্যে সোশ্যাল মিডিয়া ব্যবহার দ্রুত বাড়ছে। এরফলে প্রভাব পড়ছে তাদের স্বাস্থ্য থেকে মানসিকতায়। আর এই কারণে অস্ট্রেলিয়া এবার ১৬ বছরের কমবয়সীদের জন্য ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক এর মত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার নিষিদ্ধ করতে চলেছে।
কমবয়সীদের মধ্যে সোশ্যাল মিডিয়া ব্যবহার দ্রুত বাড়ছে। এরফলে প্রভাব পড়ছে তাদের স্বাস্থ্য থেকে মানসিকতায়। আর এই কারণে অস্ট্রেলিয়া এবার ১৬ বছরের কমবয়সীদের জন্য ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক এর মত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার নিষিদ্ধ করতে চলেছে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবেনিজ জানিয়েছেন, শীঘ্রই এই সম্পর্কিত নতুন আইন তাদের সরকার আনতে চলেছে।
অস্ট্রেলিয়ার ব্যান হচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম
অপ্রাপ্তবয়স্ক ইউজারদের পর্যাপ্ত সুরক্ষা দিতে ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক এর মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যর্থ বলে মন্তব্য করেছেন আলবেনিজ। এই কারণে প্ল্যাটফর্মগুলিকে জরিমানা করার কথাও ভাবছে তারা। এর পাশাপাশি প্রধানমন্ত্রী অভিভাবকদের উদ্দেশ্য বলেছেন যে, 'বাবা মা কে আমি জানাতে চাই যে, সোশ্যাল মিডিয়া আপনার শিশুর অনেক ক্ষতি করছে। এখন এইসব প্ল্যাটফর্মগুলিতে এমন অনেক কনটেন্ট দেখা যাচ্ছে, যা সবার কাছে দেখানো উচিত নয়।'
এর সাথে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী যোগ করেন যে, 'একজন ১৪ বছর বয়সী মেয়েকে তার শরীর নিয়েও সমালোচনা শুনতে হয়, যা নিন্দনীয়। এই কারণে আমরা ১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যান করার সিদ্ধান্ত নিয়েছি।
প্ল্যাটফর্মগুলিকে এক বছর সময় দেওয়া হবে
অস্ট্রেলিয়ার সরকার চলতি বছরের শুরুতে সোশ্যাল মিডিয়া ব্যবহারের বয়স বেঁধে দেওয়ার পক্ষে দেশবাসীর মতামত জানতে চেয়েছিল। এরপর এখন তারা রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের নেতাদের ডেকে নতুন আইন সম্পর্কে জানানোর পরিকল্পনা নিয়েছে। এরপর নভেম্বরের শেষে এই আইন পার্লামেন্টে তোলা হবে। নতুন আইন কার্যকর করার জন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি একবছর সময় পাবে।
Australia Banning Social Media - কমবয়সীদের মধ্যে সোশ্যাল মিডিয়া ব্যবহার দ্রুত বাড়ছে। এরফলে প্রভাব পড়ছে তাদের স্বাস্থ্য থেকে মানসিকতায়। আর এই কারণে অস্ট্রেলিয়া এবার ১৬ বছরের কমবয়সীদের জন্য ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক এর মত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার নিষিদ্ধ করতে চলেছে।