Bajaj Auto April Sales: এপ্রিলে বাজারের বাইকের বিক্রি কমল, পতন রপ্তানিতেও

নতুন অর্থবর্ষের প্রথম মাসেও হতাশ করল বাজাজ অটো (Bajaj Auto)-র বিক্রি৷ পরিসংখ্যান বলছে, ২০২১-এর এপ্রিলের তুলনায় গত মাসে বিক্রিবাটায় ২০% পতন হয়েছে তাদের৷ গত বছরের…

নতুন অর্থবর্ষের প্রথম মাসেও হতাশ করল বাজাজ অটো (Bajaj Auto)-র বিক্রি৷ পরিসংখ্যান বলছে, ২০২১-এর এপ্রিলের তুলনায় গত মাসে বিক্রিবাটায় ২০% পতন হয়েছে তাদের৷ গত বছরের ওই সময়ে ৩,৮৮,০১৬টি গাড়ি বেচেছিল বাজাজ। যা কমে গত মাসে হয়েছে ৩,১০,৭৭৪ ইউনিট। দেশের বাজারেও গাড়ি বিক্রিতে পতন বাজাজের। এপ্রিলে ভারতে বাজাজের ১,০২,১৭৭টি গাড়ি বিক্রি হয়েছে। ২০২১-এর উক্ত মাসে যা ছিল ১,৩৪,৪৭১ ইউনিট।

বিক্রি কমলেও প্রতি মাসে রপ্তানে বাড়িয়েছে বাজাজ। তবে গত মাসে সেখানেও ব্যতীক্রম। ১৮% রপ্তানি কমে দাঁড়িয়েছে ২,০৮,৫৯৭ ইউনিটে। ২০২১-এর এপ্রিলে যা ছিল ২,৫৩,৫৪৫টি। দু’চাকা গাড়ির রপ্তানিও ১৫% হ্রাস পেয়েছে। ২০২১-এর এপ্রিলে ২,২১,৬০৩ থেকে কমে এখন সেটা ১,৮৮,৪৭৮টি।

আর দেশের বাজারে গত মাসে বাজাজের ৯৩,২৩৩টি মোটরসাইকেল বিক্রি হয়েছে। ২০২১-এর এপ্রিলে যার পরিমাণ ছিল ১,২৬,৫৭০টি‌ অর্থাৎ বিক্রিতে ২৬% পতন। তবে বাণিজ্যিক গাড়ির বিক্রিতে কিছুটা আশার আলো। গত মাসে বাজারের এই ধরনের গাড়ির ৮,৯৪৪ ইউনিট বিক্রি হয়েছে। ২০২১-এর একই সময়ে যা ছিল ৭,৯০১টি৷ তবে বিক্রি বাড়লেও কমেছে রপ্তানি।

প্রসঙ্গত, মার্চেও গাড়ি বিক্রিতে ২০% পতনের ঘোষণা করেছিল বাজাজ। সে বার ভার ও বিদেশের বাজার মিলিয়ে ২, ৯৭,১৮৮ ইউনিট বেচেছিল তারা। আবার ফেব্রুয়ারি মাসেও ভারতের বাজারে বাজাজের মোটরসাইকেল গত বছরের একই সময়ের চেয়ে ২০ শতাংশ কম বিক্রি হয়েছে।