EV Conversion Kit লাগিয়ে দিব্যি দৌড়চ্ছে বাইক, ইচ্ছামতো পেট্রল এবং ব্যাটারির যুগলবন্দিতেও চালানো যাচ্ছে

সাম্প্রতিককালে জ্বালানি তেল চালিত যানবাহনে ইলেকট্রিক কিট লাগানোর রব উঠেছে। এমনকি সেই তালিকা থেকে বাদ নেই টু-হুইলারের নাম। ইতিমধ্যেই GoGoA1 নামক একটি সংস্থা Hero Splendor-এর…

সাম্প্রতিককালে জ্বালানি তেল চালিত যানবাহনে ইলেকট্রিক কিট লাগানোর রব উঠেছে। এমনকি সেই তালিকা থেকে বাদ নেই টু-হুইলারের নাম। ইতিমধ্যেই GoGoA1 নামক একটি সংস্থা Hero Splendor-এর আরটিও (RTO) অনুমোদিত ইলেকট্রিক কিট বাজারে নিয়ে এসেছে। এবার তারা Bajaj Avenger 220-র জন্যও নিয়ে এল ইলেকট্রিক ভেহিকেল (EV) কনভার্সন কিট। একটি মোটরসাইকেল বৈদ্যুতিক অবতারে রূপান্তরিত করার যাবতীয় সরঞ্জাম রয়েছে এই ইলেকট্রিক কিটটিতে। বর্তমানে কেবলমাত্র সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট থেকেই ওই ইভি কিটটি ক্রয় করা যাবে।

GoGoA1-র তরফে জানানো হয়েছে বাজাজ অ্যাভেঞ্জার ২২০ (Bajaj Avenger 220)-র কনভার্সন কিটটি হল আসলে একটি হাইব্রিড কনভার্সন কিট। অর্থাৎ এটি বিদ্যুতে চলার পাশাপাশি পেট্রলেও চলবে। চালকের ইচ্ছে অনুযায়ী বিদ্যুৎ অথবা পেট্রোল উভয় বিকল্পেই চালানো যাবে। এই হাইব্রিড ডুয়েল-পাওয়ারট্রেন প্রকৃতির কারণে এটি মানুষের উৎসাহের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে।

GoGoA1 Bajaj Avenger 220 EV conversion Kit

এবার আসা যাক ইভি কিটটির খুঁটিনাটি প্রসঙ্গে আলোচনায়। কিটটিতে রয়েছে একটি ২ কিলোওয়াটের ১৭ ইঞ্চির ব্রাশলেস হাব মোটর, একটি রিজেনারেটিভ কন্ট্রোলার, একটি রিস্ট থ্রটেল, ক্যাচার সহ একটি ডিস্ক, মাউন্টেন প্লেট এবং একটি কাপলার। যদিও এটি যে কেউ উপরের ভিডিও দেখে নিজেই বাড়িতে ফিটিং করতে পারবেন বলে সংস্থাটি দাবি করেছে। কিন্তু আমাদের পরামর্শ, কোনো দক্ষ মেকানিককে দিয়েই এটি ফিটিং করানো উচিত।

কিটে একটি ৭২ ভোল্ট / ৩৫ অ্যাম্পিয়ার ক্ষমতাসম্পন্ন লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক উপলব্ধ। এদিকে GoGoA1 দাবি করেছে, এর ব্যাটারিটি একবার চার্জ দিলে ৫০ কিমি পথ অতিক্রম করা যাবে। সাথে ৬০ কিমি/ঘন্টার সর্বোচ্চ গতিবেগ পাওয়া যাবে। পরিশেষে জানিয়ে রাখি, Bajaj Avenger 220-তে এই ইভি কিট লাগাতে খরচ পড়বে ২৭,৭৬০ টাকা। তবে এটি আরটিএ অনুমোদিত কিনা, তা অজানা৷