বাজারে ফের Pulsar রাজ, বেস্ট সেলিং বাইকের তকমা ছিনিয়ে নিল প্রতিযোগীদের নাজেহাল করে

ভারতের মতো দেশে কমিউটার বাইক সবচেয়ে জনপ্রিয়। আরো পরিষ্কার করে বললে ১ থেকে ২ লাখের মধ্যে বিক্রি হওয়া মোটরসাইকেলগুলির...
techgup 20 July 2022 2:08 PM IST

ভারতের মতো দেশে কমিউটার বাইক সবচেয়ে জনপ্রিয়। আরো পরিষ্কার করে বললে ১ থেকে ২ লাখের মধ্যে বিক্রি হওয়া মোটরসাইকেলগুলির গ্রাহক সংখ্যা তুলনামূলকভাবে অনেকটাই বেশি। এই সেগমেন্টে বেশিরভাগ মডেল ১২৫ সিসি থেকে ২০০ সিসি রেঞ্জের মধ্যে। তবে ব্যতিক্রমও কিছু আছে।

আসলে আমাদের দেশের বেশিরভাগ মানুষ জ্বালানি সাশ্রয়ী এবং আরামপ্রদ বাইক বেশি পছন্দ করে। তাই বিদেশের মতো অধিক সিসির মোটরসাইকেলের রমরমা এদেশে তেমন চোখে পড়ে না। তাছাড়াও ১ থেকে ২ লাখ (এক্স-শোরুম) টাকার মধ্যে পাওয়া বাইকের সংখ্যাও নেহাত কম নয়। নেকেড স্ট্রিট থেকে শুরু করে স্পোর্টস কিংবা ক্রুজার সবকিছুই পাওয়া যায় এই দামের মধ্যে। গত মাসে এই সেগমেন্টে ফের একবার নিজের ক্ষমতা দেখিয়েছে Bajaj Pulsar। জুনে ১ লাখ থেকে ২ লাখ টাকার মধ্যে বেস্ট সেলিং বাইকের তালিকায় তারাই শীর্ষে।

জুনে ৫০ হাজারের অধিক বাইক বিক্রি করে তালিকায় প্রথম স্থানে রয়েছে Bajaj Pulsar (NS 125 ও Pulsar 125 মিলিয়ে)। যদিও মে মাসের তুলনায় তাদের বিক্রিতে পতন ঘটেছে ৮.৯ শতাংশ। সেকেন্ড বয় হিসাবে দ্বিতীয় স্থানে Royal Enfield Classic 350। গত মাসে ২৫,৪২৫ জন গ্রাহকের কাছে পৌঁছে গেছে প্রবাদপ্রতিম এই বাইকের চাবি। তা সত্বেও ক্লাসিকের বিক্রিতে মে মাসের তুলনায় জুনে ১৬.৩ শতাংশ ভাটা দেখা গেছে। তবে গত বছরের একই সময়ের তুলনায় বিক্রি ৩৭.৯ % বেড়েছে।

তালিকায় তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে Yamaha এবং TVS। ইয়ামাহা FZ সিরিজের অর্ন্তগত তিন বাইকের সম্মিলিত বিক্রির সংখ্যা ১৯,৩০৫। তবে তাৎপর্যপূর্ণ বিষয় হল সমস্ত রকম আধুনিক বৈশিষ্ট্য ও দুর্দান্ত পারফরম্যান্স থাকা TVS Apache RTR সিরিজের বিক্রিতে পতন ঘটেছে‌। চলতি বছরের মে মাসে ২৬,৬৫৯ ইউনিট বিক্রি হলেও, পরের মাসে তা কমে দাঁড়িয়েছে ১৬,৭৩৭ ইউনিটে‌।

Show Full Article
Next Story
Share it