পালসারপ্রেমীদের জন্য দিল খুশ করে দেওয়া খবর, Bajaj Pulsar 250 পেল নতুন আপডেট
সে রঙ হোক বা নয়া ফিচার, প্রায়শই দেশীয় টু-হুইলার ব্র্যান্ড বাজাজ (Bajaj) তাদের বিভিন্ন মডেলের বাইকে নানান আপডেট দেয়।...সে রঙ হোক বা নয়া ফিচার, প্রায়শই দেশীয় টু-হুইলার ব্র্যান্ড বাজাজ (Bajaj) তাদের বিভিন্ন মডেলের বাইকে নানান আপডেট দেয়। গ্রাহকদের আকর্ষণ বাড়াতে এবারে ২৫০ সিসির পালসার (Pulsar N250 ও F250) ক্যারিবিয়ান ব্লু রঙে লঞ্চের ঘোষণা করল বাজাজ। তবে অতিরিক্ত খরচা নেই। বাজার চলতি মডেল দু'টির দামেই পাওয়া যাবে উজ্জ্বল নীল বর্ণের পালসার ২৫০। ক্যারিবিয়ান ব্লু কালার স্কিমে Pulsar N250 ও F250-এর দাম যথাক্রমে ১,৪৩,৬৮০ টাকা ও ১,৪৪,৯৭৯ টাকা পড়বে।
নতুন রঙের মডেলের সমস্ত বডি প্যানেল যেমন হেডলাইট কাউল (Pulsar N250), ফেয়ারিং (Pulsar F250), ফ্রন্ট ফেন্ডার, ইঞ্জিন কাউল, ফুয়েল ট্যাংক এবং রিয়ার প্যানেলে নীলের স্পর্শ নজর কাড়বে। অধিকন্তু বাইকদ্বয়কে অধিক আকর্ষিত করে তুলতে বডি কালারের সাথে সামঞ্জস্য রেখে অ্যালয় হুইলটি নীল রঙের করা হয়েছে। তবে নতুন মডেলের পরিবর্তন কেবলমাত্র রঙেই সীমাবদ্ধ। স্পেসিফিকেশনে কোনো রদবদল ঘটানো হয়নি।
নীল রঙের পালসার ২৫০ আগের মতোই ২৪৯ সিসি সিঙ্গেল সিলিন্ডার, অয়েল কুল্ড ইঞ্জিনে দৌড়বে, যা থেকে সর্বোচ্চ ২৪.১ বিএইচপি এবং ২১.৫ এনএম টর্ক আউটপুট মিলবে। ইঞ্জিনের ৫-স্পিড ট্রান্সমিশন সহ বাইকটির ফিচারের তালিকায় উপস্থিত ফুল এলইডি লাইটিং, একটি সেমি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, এবং একটি স্লিপার ক্লাচ।
সম্প্রতি বাজাজ ঘোষণা করেছে দেশের ২৫০ সিসি বাইকের মধ্যে পালসার ২৫০ হল দ্রুততম বিক্রিত মডেল, যা ইতিমধ্যেই ১০,০০০ বিক্রির মাইলফলক পার করেছে। লঞ্চের ৬ মাসের মধ্যে বাইক দুটি সম্মিলিতভাবে এই কৃতিত্ব অর্জন করেছে।