Bajaj Pulsar-এর দাপটে বাকিরা দিশেহারা, ফের বেস্ট-সেলিং মোটরসাইকেলের খেতাব
ভারতে এক থেকে দুই লাখের মধ্যে বিক্রি হওয়া বাইকগুলির চাহিদা বরাবরই বেশি। একইসাথে উক্ত বাজেটের মধ্যে রয়েছে প্রচুর...ভারতে এক থেকে দুই লাখের মধ্যে বিক্রি হওয়া বাইকগুলির চাহিদা বরাবরই বেশি। একইসাথে উক্ত বাজেটের মধ্যে রয়েছে প্রচুর মোটরসাইকেলের সম্ভার। নেকেড স্ট্রিট ফাইটার মডেল যেমন উপলব্ধ, তেমনই পাবেন ফেয়ারিং যুক্ত স্পোর্টস বাইক এবং রেট্রো ঘরানার মোটরসাইকেল। এমনকি মিলবে ক্রুজার বাইকও। নাগালের মধ্যে দাম এবং তুলনামূলক বেশি জ্বালানি সাশ্রয়ী হওয়ার কারণে এই বাইকগুলির জনপ্রিয়তা যথেষ্ট তুঙ্গে। প্রত্যেক মাসের বিক্রির পরিসংখ্যানে এই দামের মধ্যে থাকা বাইকগুলি প্রথম সারির দাবিদার। এবার এক নজরে দেখে নেওয়া যাক গত সেপ্টেম্বর মাসে ওই প্রাইস রেঞ্জের মধ্যে সর্বাধিক বিক্রিত প্রথম পাঁচটি মোটরসাইকেল।
একদম প্রথম স্থানে উজ্জ্বল উপস্থিতি নিয়ে হাজির Pulsar 125 ও NS 125। প্রতিপক্ষদের ধরাশায়ীাকরে সেপ্টেম্বরে মাসে ১২৫ সিসির এই মোটরসাইকেল দু'টির মোট ৫৭,৮৯২ ইউনিট বিক্রি করতে পেরেছে বাজাজ। তুলনাস্বরূপ আগস্ট মাসে সংখ্যাটি ছিল ৫৩,১৫৩টি। অর্থাৎ এক মাসের মধ্যেই বিক্রিতে জোয়ার এসেছে ৯ শতাংশ।
এর ঠিক পরেই রয়েছে TVS এর জনপ্রিয় Apache RTR সিরিজের বাইকগুলি। এই মডেলগুলি হল Apache RTR 160 2V, RTR 160 4V, RTR 180 ও RTR 200 4V। গত মাসে এই সবকটি মডেল মিলিয়ে মোট বিক্রি হয়েছে ৪২,৯৫৪ ইউনিট। চলতি বছরের আগস্টে এই মডেলগুলির মোট বিক্রির সংখ্যা ছিল ৪০,৫২০ টি। অর্থাৎ এই ক্ষেত্রেও যথেষ্ট উন্নতি করতে পেরেছে TVS এর অ্যাপাচি সিরিজে।
সেপ্টেম্বরে ৩৬,১৬১ জন গ্রাহকের কাছে পৌঁছে গিয়েছে Honda Unicorn এর চাবি। আজকের এই তালিকায় তৃতীয় স্থানের দাবিদার সে। গত আগস্টে ২৫,০৫১ টি ইউনিকর্ন বেচতে পেরেছিল হোন্ডা মটরস। এক মাসের মধ্যে এই বাইকটির গ্রাহক সংখ্যা বেড়েছে ৪৪.৩৪ %। অন্যদিকে আগস্টের তুলনায় বিক্রি ৪৫.১৬% বাড়িয়ে তালিকায় চতুর্থ স্থান দখল করে নিয়েছে চেন্নাই কেন্দ্রিক নির্মাতা Royal Enfield এর এভারগ্রিন বাইক Classic 350। সেপ্টেম্বরে বিক্রি হয়েছে ২৭,৫৭১টি। আগস্টের থেকে ৮,৫৭৮ ইউনিট বেশি৷
গত মাসে ২৪,৪৪২ ইউনিট বিক্রি করে তালিকায় পঞ্চম অর্থাৎ শেষ স্থানে রয়েছে পালসার Pulsar 150। যদিও আগস্টের তুলনায় যথেষ্ট বিক্রি কমেছে এর। গত আগস্ট মাসে ২৮,৩৩৫ জন গ্রাহকের হাতে পৌঁছে গিয়েছিল এই বাইকের চাবি। এই প্রসঙ্গে বলে রাখি, নতুন প্রজন্মের ১৫০ সিসি পালসার খুব শীঘ্রই লঞ্চ হবে বলে মনে করা হচ্ছে। ফলে আগামী দিনি এই মডেলের বিক্রি আরও বাড়বে বলে আশা করা যায়।