ভারতে বিক্রির রেখচিত্র ঊর্দ্ধমুখী, তবে কমছে রপ্তানি, বাইক নির্মাতারা উদ্বেগে, ব্যতীক্রম শুধু Honda

ভারত এখন বিশ্বের বৃহত্তম টু-হুইলার বাজারগুলির মধ্যে অন্যতম। আগস্টে দেশের বাজারে মোটরসাইকেল ও স্কুটারের বিক্রি ছিল দেখবার...
SUMAN 14 Sept 2022 12:59 PM IST

ভারত এখন বিশ্বের বৃহত্তম টু-হুইলার বাজারগুলির মধ্যে অন্যতম। আগস্টে দেশের বাজারে মোটরসাইকেল ও স্কুটারের বিক্রি ছিল দেখবার মতো। প্রায় প্রতিটি টু-হুইলার সংস্থাই নিজেদের বিক্রিতে উত্থান দেখেছে। একইসাথে আগের বছরের একই সময়ের তুলনায় এবারে বিদেশের বাজারে স্কুটার ও বাইক রপ্তানি করে বেশ কয়েকটি কোম্পানি অতিরিক্ত মুনাফা ঘরে তুলেছে। যেমন, Honda, Suzuki ও Royal Enfield-এর এক্সপোর্টে বৃদ্ধি ঘটেছে। তবে Hero MotoCorp, Bajaj ও TVS-এর রপ্তানিতে ভরাডুবি হয়েছে। এই প্রতিবেদনে গত মাসে সংস্থাগুলির এক্সপোর্ট পরিসংখ্যান সবিস্তারে তুলে ধরা হল।

পরিসংখ্যানে দেখা গিয়েছে জুলাইয়ে রপ্তানির তুলনায় আগস্টে উপরিউক্ত সকল সংস্থার এক্সপোর্টেই পতন ঘটেছে। কিন্তু ২০২১-এর আগস্টের তুলনায় গত মাসে একমাত্র হোন্ডা, সুজুকি ও রয়্যাল এনফিল্ডের বিদেশের বাজারে টু-হুইলার সরবরাহের পরিমাণ বাড়তে দেখা গিয়েছে। অন্যদিকে গত বছরের আগস্টের চাইতে এবারে টু-হুইলার রপ্তানির দৌড়ে কিছুটা পিছিয়ে পড়েছে বাজাজ, টিভিএস মোটর কোম্পানি এবং হিরো মোটোকর্প।

তালিকার চতুর্থ স্থানের দখলদার সুজুকি, যেখানে পঞ্চম ও ষষ্ঠ স্থানে রয়েছে হিরো মোটোকর্প এবং রয়্যাল এনফিল্ড। এদিকে আগস্ট, ২০২২-এ বাজাজ অটো মোট ১,২১,৭৮৭টি টু-হুইলার রপ্তানি করেছে। ফলে ২০২১-এর ওই সময়ের চেয়ে এক্সপোর্ট ৩২.৪% কমেছে। অন্যদিকে গত মাসে ৭৬,২১৪ ইউনিট বাইক ও স্কুটার বিদেশের বাজারে সরবরাহ করে টিভিএস-এর রপ্তানি ১৯.১% হ্রাস পেয়েছে।

সংস্থাগুলির মধ্যে ২০২১-এর আগস্টের তুলনায় হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়ার রপ্তানির শতকরা হার গত মাসে সর্বাধিক (৩০.৫%)। গত মাসে তারা ৩৯,৩০৭টি টু হুইলার রপ্তানি করেছে। সুজুকি এবং রয়্যাল এনফিল্ডের এক্সপোর্টের সংখ্যা যথাক্রমে ১৪,৯০৫ ও ৭,২২০। অন্যদিকে হিরো মোটোকর্পের রপ্তানি ৪৭.৮% কমে ১১,৮৬৮-এ দাঁড়িয়েছে।

Show Full Article
Next Story