বাইকপ্রেমীদের চমকে দিয়ে নতুন Pulsar আত্মপ্রকাশ করবে শীঘ্রই, দাম কেমন হবে

বাজাজ (Bajaj) তাদের জনপ্রিয় পালসার সিরিজে নিত্য নতুন আপডেট দিতে কোনোরকম কার্পণ্য করে না। কিন্তু ব্যতিক্রমের তালিকায়...
SUMAN 17 Nov 2022 4:38 PM IST

বাজাজ (Bajaj) তাদের জনপ্রিয় পালসার সিরিজে নিত্য নতুন আপডেট দিতে কোনোরকম কার্পণ্য করে না। কিন্তু ব্যতিক্রমের তালিকায় ছিল Pulsar 150। এই নিয়ে দীর্ঘদিন ধরে ক্রেতাদের মধ্যে আক্ষেপের অন্ত ছিল না। যেই অভাব এবার পূরণ করতে চলেছে বাজাজ। শীঘ্রই নতুন প্রজন্মের বাইকটি Pulsar N150 নাম নিয়ে আসতে চলেছে। বিগত ক’মাস ধরে ভারতের রাস্তায় যার একাধিকবার টায়াল চলাকালীন দর্শন পাওয়া গিয়েছে। তবে বাজাজ এখনও বাইকটি লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ প্রকাশ করেনি।

এদিকে গত বছর বাজাজ তাদের পালসার লাইনআপে ২৫০ সিসির নতুন দুই মডেল লঞ্চ করেছিল। যেগুলি হল – Bajaj Pulsar N250 ও F250। যাতে সম্পূর্ণ নতুন টিউবুলার চ্যাসিস ব্যবহার করা হয়েছে। কিছু মাস আগে এই ফ্রেমের উপর ভিত্তি করে এসেছে নতুন Pulsar N160। এবার এই একই কাঠামোর উপর ভিত্তি করে N150-ও আসবে বলে মনে করা হচ্ছে।

সংস্থার পোর্টফোলিওতে N150-র স্থান N160-র নীচে হবে। স্পোর্টি লুকিং এবং বেশি মাইলেজের মোটরসাইকেলটি একটিবার চাক্ষুষ করার জন্য অসংখ্য আগ্রহী মানুষ অপেক্ষা করে রয়েছে। N150 দুটি ভ্যারিয়েন্টে হাজির হতে পারে। এর সাথে Pulsar N250 ও N160 বেশ কিছু মিল লক্ষ্য করা যাবে। এটি Yamaha FZ V3, Suzuki Gixxer 155, TVS Apache RTR 160 2V, Honda Unicorn সহ আরও অন্যান্য বাইকের সাথে টক্কর নেবে।

Bajaj Pulsar N150-র দাম ১.০৭ লক্ষ টাকার (এক্স-শোরুম) কাছাকাছি রাখা হতে পারে। বর্তমান পালসার ১৫০-এর হেডলাইটটি নতুন মডেলে অপরিবর্তিত রাখা হতে পারে। অন্যান্য হাইলাইটের মধ্যে এতে রয়েছে স্প্লিট গ্র্যাবরেল, একটি আন্ডারবেলি এগজস্ট ইউনিট, টুইন এলইডি টেল লাইট, হ্যালোজেন হেডল্যাম্প ইলুমিনেশন, টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক, রিয়ার মোনোশক সাসপেনশন সহ আরও অন্যান্য বৈশিষ্ট্য।

Show Full Article
Next Story