Bank Holidays 2022: জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ব্যাংকের ছুটির তালিকা দেখে নিন

গতকাল অর্থাৎ শনিবার থেকে শুরু হয়েছে নতুন বছর ২০২২। আবার বর্ষবরণের ছুটি কাটাতে না কাটাতেই আজ রবিবাসরীয় শীতের আমেজ পাচ্ছে ভারত তথা বিশ্ববাসী। তবে শুধু…

গতকাল অর্থাৎ শনিবার থেকে শুরু হয়েছে নতুন বছর ২০২২। আবার বর্ষবরণের ছুটি কাটাতে না কাটাতেই আজ রবিবাসরীয় শীতের আমেজ পাচ্ছে ভারত তথা বিশ্ববাসী। তবে শুধু গতকাল বা আজ নয়, ইতিমধ্যেই সরকারি বা বেসরকারি কর্মচারীরা গোটা বছরের ছুটির তালিকা পেয়ে গেছেন। সেক্ষেত্রে এদেশের ব্যাংক সেক্টরে কর্মরত মানুষজনের সারা বছরের ছুটির প্ল্যানিংয়ের জন্য ‘ব্যাংক হলিডে’ অর্থাৎ ব্যাংকের ছুটির তালিকাও প্রকাশিত হয়েছে। এই তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে কেন্দ্রীয় ও রাজ্য সরকার দ্বারা চিহ্নিত জাতীয় ছুটির দিন এবং বিভিন্ন উৎসবের তিথি। বলে রাখি এই বিশেষ বিশেষ দিনগুলিতে প্রতিবারের মতই ব্যাংক বন্ধ থাকবে। আসুন এক নজরে দেখে নিই এবারের সমস্ত ব্যাংক হলিডেগুলি।

২০২২ সালে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ব্যাংক হলিডের তালিকা (Bank holidays from January to December in 2022)

জানুয়ারি মাস: ১লা জানুয়ারি নববর্ষের দিন হিসেবে ছুটি ছিল। এরপর ১৪ই জানুয়ারি মকর সংক্রান্তি/পোঙ্গল/ইমোইনু ইরাতপা উপলক্ষে থাকবে ছুটি, যার পরে ১৫ই জানুয়ারি উত্তরায়ণ পুণ্যকাল মকর সংক্রান্তি উৎসব/মাঘ সংক্রান্তি/পোঙ্গল/তিরুভাল্লুভার দিবস/গান-নগাই/মাঘ বিহু ইত্যাদির জন্য হলিডে মিলবে। এরপর ২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের ছুটি পাওয়া যাবে।

ফেব্রুয়ারি মাস: ফেব্রুয়ারির ৫ তারিখ বসন্ত পঞ্চমী বা সরস্বতী পূজা উপলক্ষে ছুটি থাকবে।

মার্চ মাস: ১লা মার্চ দিনটি মহা শিবরাত্রি উপলক্ষে ছুটি থাকবে। এরপর ১৮ই মার্চ থাকবে হোলির ছুটি।

এপ্রিল মাস: এপ্রিলের ১০ তারিখ ব্যাংক কর্মীরা রাম নবমীর ছুটি পাবেন। ১৩ই এপ্রিল উগাদি (তেলেগু নতুন বছর) উপলক্ষে ছুটি থাকবে। এরপর ১৪ই এপ্রিল ডক্টর বাবাসাহেব আম্বেদকর জয়ন্তী, মহাবীর জয়ন্তী, বৈশাখী, তামিল নববর্ষ দিবস, চেরাওবা, বিজু উৎসব, বোহাগ বিহু উপলক্ষে ছুটি পাওয়া যাবে। তারপরও এপ্রিল ১৫-তে গুড ফ্রাইডে, বাংলা নববর্ষ, হিমাচল দিবস, বোহাগ বিহুর ছুটি থাকবে।

মে মাস: বছরের পঞ্চম মাসে ১লা তারিখ মে দিবস, ৩রা মে শ্রী পরশুরাম জয়ন্তী, রমজান-ঈদ, বাসব জয়ন্তী, অক্ষয় তৃতীয় এবং ১৬ই মে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে ছুটি থাকবে।

জুন মাস: এই মাসে একটি ব্যাংক ছুটি থাকবে, ১৪ই জুন সন্ত গুরু কবির জয়ন্তী উপলক্ষে ব্যাংকে তালা ঝুলবে।

জুলাই মাস: জুলাইয়ের ১০ তারিখ বকর-ঈদ, ঈদুল আজহা উপলক্ষে ছুটি মিলবে।

আগস্ট মাস: ৯ই আগস্ট মহরম উপলক্ষে, ১২ই আগস্ট রাখি বন্ধন উপলক্ষে, ১৫ই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে, ১৬ই আগস্ট পারসি নতুন বছর উপলক্ষে, ১৯শে আগস্ট জন্মাষ্টমী উপলক্ষে এবং ৩১শে গণেশ চতুর্থ উপলক্ষে ছুটি থাকবে।

সেপ্টেম্বর মাস: এই মাসের ৮ তারিখে তিরুভোনা দিবস উপলক্ষে ছুটি থাকবে।

অক্টোবর মাস: এই মাসে ২রা অক্টোবর মহাত্মা গান্ধী জয়ন্তী, ৩রা অক্টোবর থেকে ৫ই অক্টোবর অষ্টমী-বিজয়া দশমী, ৯ই অক্টোবর ঈদে মিলাদ এবং ২৪শে অক্টোবর দিওয়ালি উপলক্ষে ব্যাংক কর্মীরা ছুটি পাবেন।

নভেম্বর মাস: ৮ই নভেম্বর গুরু নানক জয়ন্তী উপলক্ষে ছুটি থাকবে।

ডিসেম্বর মাস: বছরের প্রায় শেষে বড়দিন উপলক্ষে ২৫শে ডিসেম্বর ছুটি পাওয়া যাবে।