BCL Industries

রাজ্যে বসছে বায়ো-এনার্জি প্লান্ট, 150 কোটি টাকা বিনিয়োগ করছে পাঞ্জাবের সংস্থা

প্লান্ট স্থাপন করার ছাড়পত্র পেয়েছে পাঞ্জাবের বিসিএল ইন্ডাস্ট্রিজ। পশ্চিমবঙ্গে 75 কেএলপিডি বায়ো-এনার্জি প্লান্টে 150 কোটি টাকা বিনিয়োগ করবে কোম্পানিটি। পঞ্জাবের ভাতিন্ডাতেও একই ধরনের প্রকল্প রয়েছে কোম্পানির।

Suvrodeep Chakraborty 20 Dec 2024 7:31 PM IST

রাজ্যে নতুন প্লান্ট বসাচ্ছে পুনর্নবীকরণযোগ্য শক্তিউৎপাদনকারী BCL ইন্ডাস্ট্রিজ। এই বায়ো-এনার্জি প্লান্টের জন্য 150 কোটি টাকা বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানি। খড়গপুরে 75 কেএলপিডি (প্রতি কিলো লিটার) প্লান্টের জন্য ইতিমধ্যে পরিবেশগত ছাড়পত্র পেয়েছে কোম্পানিটি। একই প্রকল্প রয়েছে পঞ্জাবের ভাতিন্ডাতেও। দুটি প্লান্টই 18-24 মাসের মধ্যে সম্পূর্ণ হবে বলে আশা করছে বিসিএল ইন্ডাস্ট্রিজ।

পশ্চিমবঙ্গ ও পঞ্জাব ছাড়া, হরিয়ানায় একটি বায়োগ্যাস প্ল্যান্ট এবং ডিস্টিলারির জন্য 350 কোটি টাকার বিনিয়োগের ঘোষণা করেছে এই কোম্পানি। বায়ো এনার্জি বা জৈব শক্তি, বিশেষত ইথানল উৎপাদনের উপর জোর দেওয়া হচ্ছে সম্প্রতি। যানবাহনে জ্বালানি হিসাবেও ব্যবহার করা হয় এই ইথানল। এই শক্তি, জ্বালানির খরচ কমানোর পাশাপাশি পরিবেশ বান্ধব হিসাবে বিবেচনা করা হয়।

পেট্রলের সঙ্গে মিশ্রণ করে সাধারণত ব্যবহার করা হয় ইথনল, যা কার্বন নিঃসরণ কমাতে সাহায্য করে। মূলত, কৃষি বর্জ্যকে প্রক্রিয়াকরণের মাধ্যমে উৎপাদন করা হয় ইথানল জ্বালানি। ইতিমধ্যে বিশ্বের একাধিক দেশে ইথানল চালিত গাড়ি ব্যবহার শুরু হয়েছে। যদিও ভারতে গুটিকয়েক যাত্রীবাহী গাড়ি বা যানবাহন রয়েছে, যা ইথানলে চলে।

প্রসঙ্গত, অক্টোবরে, হরিয়ানাতে বায়োগ্যাস প্ল্যান্ট এবং একটি ডিস্টিলারি স্থাপনের জন্য ইতিমধ্যে 350 কোটি টাকার ঘোষণা করেছে কোম্পানিটি। দেশের একাধিক রাজ্যে এই প্লান্ট স্থাপন করা চেষ্টা করছে বিসিএল। ফতেহাবাদে প্রায় 20 MTPD (মেট্রিক টন পার ডে) ক্ষমতার একটি বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন করা হবে বলে ঘোষণা করেছে কোম্পানি।

Show Full Article
Next Story