Air Purifier: নতুন এয়ার পিউরিফায়ার কিনবেন বলে ভাবছেন? অবশ্যই মাথায় রাখুন এই ১০ বিষয়
প্রতিবছরই একটু একটু করে বেড়ে চলেছে বায়ু দূষণ, যা ধীরে ধীরে বিপদজনক পর্যায়ে পৌঁছে যাচ্ছে। দিল্লি, এনসিআর সহ উত্তর...প্রতিবছরই একটু একটু করে বেড়ে চলেছে বায়ু দূষণ, যা ধীরে ধীরে বিপদজনক পর্যায়ে পৌঁছে যাচ্ছে। দিল্লি, এনসিআর সহ উত্তর ভারতের বেশিরভাগ রাজ্যের বায়ু দূষণ মারাত্মক পর্যায়ে পৌঁছেছে। যে কারণে শহুরে মানুষের স্বাস্থ্যহানি হচ্ছে প্রতিনিয়ত। এমন পরিস্থিতিতে মানুষ বাড়িতে এয়ার পিউরিফায়ার (Air Purifier) বসিয়ে স্বস্তির নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করছেন। আপনিও যদি কোনো দূষনযুক্ত এলাকায় বাস করে থাকেন এবং বিষাক্ত বাতাস থেকে নিজেকে তথা নিজের পরিবারকে বাঁচাতে এয়ার পিউরিফায়ার (Air Purifier) কেনার পরিকল্পনা করে থাকেন, তাহলে কয়েকটি বিষয় মাথায় রাখা উচিত। আজ আমরা এই প্রতিবেদনে এই সম্পর্কিত দশটি উপায় সম্পর্কে আলোচনা করবো, যেগুলি অনুসরণ করে আপনি নিজের জন্য একটি সঠিক এয়ার পিউরিফায়ার (Air Purifier) বেছে নিতে পারবেন।
১) ঘরের আকার
এয়ার পিউরিফায়ার বাছাই করার সময় ঘরের আকার মাথায় রাখুন। কারণ, এয়ার পিউরিফায়ারগুলি বিভিন্ন আকারের ঘরের জন্য বিভিন্ন রকম হয়ে থাকে। ধারণক্ষমতার থেকে এয়ার পিউরিফায়ার ছোট হলে এটি ঘরে বিশুদ্ধ বাতাস সরবরাহ করবে না। আবার ঘরের আকারের থেকে এটি বড় হলে বিদ্যুৎ এবং অর্থ দুই নষ্ট করবে।
২) সিএআরডি রেটিং
এয়ার পিউরিফায়ার কেনার সময় সর্বদা সিএআরডি অর্থাৎ ক্লিন এয়ার ডিস্ট্রিবিউশন রেটিং দেখে তবে কেনা উচিত। কারণ, একটি এয়ার পিউরিফায়ার কতটা দক্ষতার সাথে নির্দিষ্ট পরিমাণ জায়গার বাতাস পরিষ্কার করতে পারবে সেটি এই রেটিংয়ের মাধ্যমে বোঝা যাবে।
৩) HEPA H13 বা H14 ফিল্টার থাকতে হবে
এয়ার পিউরিফায়ার কেনার সময় আপনাকে নিশ্চিত হতে হবে যে, এতে এইচ১৩ বা এইচ১৪ ফিচার সহ HEPA ফিল্টার ব্যবহার করা হয়েছে কিনা, যা দূষণকারী এবং অ্যালার্জেন সহ সূক্ষ্ম কণা প্রতিরোধ করতে সক্ষম।
৪) অতিরিক্ত বৈশিষ্ট্য
গন্ধ এবং উদ্বায়ী জৈব যৌগ (VOCs) অপসারণের জন্য একটি সক্রিয় কার্বন ফিল্টার সহ জীবাণু এবং ভাইরাস নিয়ন্ত্রণের জন্য UV-C প্রযুক্তির মতো অতিরিক্ত ফিচার গুলি আছে কিনা দেখে নিন।
৫) স্মার্ট কানেক্টিভিটি
সর্বদা স্মার্ট ফিচার সহ এয়ার পিউরিফায়ার কেনা উচিত। এর ফলে, আপনি এয়ার পিউরিফায়ারের উপর স্থিত বোতামগুলি ব্যবহার করে সেটিংস নিয়ন্ত্রণ করতে পারবেন। আবার, রিমোটের সাহায্যেও আপনি এটিকে নিয়ন্ত্রণ করতে পারবেন। তবে এটি সাধারণ পিউরিফায়ারের থেকে সামান্য ব্যয়বহুল হতে পারে।
৬) রক্ষণাবেক্ষণ এবং ফিল্টার পরিবর্তন
পিউরিফায়ারের কার্য ক্ষমতা বাড়াতে নিয়মিত ফিল্টার পরিবর্তন করা এবং এর রক্ষণাবেক্ষণ ভীষণ জরুরী। তাই পিউরিফায়ার কেনার সময় তার ফিল্টার লাইফ এবং রক্ষণাবেক্ষণ সম্পর্কে জেনে নিন।
৭) পুনর্ব্যবহারযোগ্য প্রি ফিল্টার সহ এয়ার পিউরিফায়ার কিনুন
কিছু কিছু পিউরিফায়ারে HEPA ফিল্টার সহ একটি ফিল্টার থাকে। তবে কিছু এআর পিউরিফায়ারে আলাদা করা যায় এমন পৃথক প্রি ফিল্টারও ব্যবহার করা হয়।
৮) নয়েজ লেভেল
শব্দের মাত্রা দেখে এয়ার পিউরিফায়ার কিনুন। এছাড়াও বিদ্যুৎ কমানোর দক্ষতাও পরীক্ষা করা প্রয়োজন।
৯) ভালো ব্র্যান্ডের পিউরিফায়ার কিনুন এবং রিভিউ দেখুন
সব সময় একটি ভালো ব্র্যান্ডের উন্নত মানের এয়ার পিউরিফায়ার কেনা দরকার। এছাড়াও, অবশ্যই ক্রেতাদের রেটিং ও রিভিউ দেখে সব দিক বিবেচনা করে পিউরিফায়ার কেনা উচিত।
১০) মূল্য
যে কোনো ইলেকট্রনিক্স আইটেম কেনার সময় মূল্য ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই, সাশ্রয়ী মূল্যের এয়ার পিউরিফায়ার কেনার আগে বাজেট ঠিক করুন। আর, এমন জায়গা থেকে কিনুন, যাতে অর্থ এবং সময় উভয়েরই সাশ্রয় হয়।