Benelli TNT 899: বেনেলির ঐতিহ্যশালী বাইক নয়া আঙ্গিকে প্রত্যাবর্তন করছে, থাকবে নজরকাড়া ফিচার্স

চীনা সংস্থার মালিকানাধীন ইতালির প্রখ্যাত মোটরবাইক নির্মাতা বেনেলির (Benelli) সৌজন্যে ইতিপূর্বেই আমরা নামিদামি...
techgup 18 Sept 2022 4:27 PM IST

চীনা সংস্থার মালিকানাধীন ইতালির প্রখ্যাত মোটরবাইক নির্মাতা বেনেলির (Benelli) সৌজন্যে ইতিপূর্বেই আমরা নামিদামি সুপারবাইকের দেখা পেয়েছি। এবার তাদের ঐতিহ্যশালী মোটরসাইকেল TNT 899 ফের বাজারে প্রত্যাবর্তন করতে চলেছে। যদিও আপাতত শুধুমাত্র চীনের পরিসীমার মধ্যেই সীমাবদ্ধ থাকবে এটি। TNT 899 এর মতো লেজেন্ডারি মডেলকে নতুন আঙ্গিকে সাজিয়ে সমসাময়িক করে খুব শীঘ্রই লঞ্চ করতে চলেছে বেনেলি। চীনে সংস্থার ওয়েবসাইটে 2022 TNT 899 এর দর্শন পাওয়া গিয়েছে। সেখান থেকেই স্ট্রিট ফাইটারটির সম্পর্কে নানা তথ্য উঠে এসেছে।

2022 Benelli TNT 899: ডিজাইন

ডিজাইনের কথা বলতে গেলে ২০২২ বেনেলি টিএনটি ৮৯৯ হুবহু ২০০৮ থেকে ২০১৬ সাল পর্যন্ত বাজারে উপলব্ধ তার প্রথম প্রজন্মের মডেলর কার্বন কপি। যদিও নতুন মডেলে পরিবর্তনও হয়েছে বেশ কিছু। প্রথমেই এর নতুন এলইডি হেডলাইট ও সাথে এলইডি ডিআরএল যথেষ্ট নজর কাড়ে। অবশ্য পিছনের দিক থেকে এটি অনেকটাই তার পূর্বজদের মতোই। টিএনটি ৮৯৯ এর বাকি বডি ওয়ার্ক অনেকটাই অপরিবর্তিত রয়েছে। আগের সংস্করণের মতোই এর রেডিয়েটরটি ডান দিকে অবস্থিত।

বেনেলির দাবি, বাইকটির নতুন সংস্করণে ইঞ্জিন কুলিং সিস্টেম আপগ্রেড করা হয়েছে। যদিও এ সম্পর্কে বিশদে কিছু জানা যায়নি। অবশেষে ইন্সট্রুমেন্ট ক্লাস্টার আপডেট করে প্রত্যাশা পূরণ করেছে বেনেলি। পুরনো অ্যানালগ টেকোমিটার এবং ডিজিটাল স্পিডোমিটারের পরিবর্তে রঙিন টিএফটি ডিসপ্লে পেয়েছে নতুন বেনেলি টিএনটি ৮৯৯।

2022 Benelli TNT 899: ইঞ্জিন ও হার্ডওয়্যার

২০২২ বেনেলি টিএনটি ৮৯৯ এর ৮৯৮ সিসি থ্রি সিলিন্ডার, ১২ ভাল্ভ যুক্ত শক্তিশালী ইঞ্জিন ১০,০০০ আরপিএম গতিতে সর্বোচ্চ ১১৮ পিএস শক্তি ও ৮,০০০ আরপিএম গতিতে ৮৮ এনএম টর্ক উৎপাদন করতে সক্ষম। সাসপেনশন সিস্টেম হিসেবে সামনে ৫০ মিমি ইউএসডি ফর্ক ও পিছনে প্রিলোড অ্যাডজাস্টেবল হাইড্রোলিক মনোশক সাসপেনশন বর্তমান।

উল্লেখ্য, TNT 899 এর পুরনো সংস্করণে Marzocchi/Sachs সাসপেনশন ব্যবহার করা হলেও নতুন সংস্করণে সেটা কোন সংস্থার তৈরি, তা প্রকাশ করা হয়নি। তবে ছবি থেকে এটা অনুমান, রিয়ার মনোশক ইউনিট সোনালী রঙের হওয়ায় কারণে সেটি Ohlin কিংবা Sachs এর হলেও হতে পারে।TNT 899 এর ব্রেকিং সিস্টেমে সবচেয়ে বড় চমক দিয়েছে বেনেলি। বর্তমানে এই মডেলে সবচেয়ে উন্নত মানের Brembo Stylema এর ব্রেকিং ক্যালিপার ব্যবহার করা হয়েছে।

এছাড়াও পূর্বতন সংস্করণে ব্যবহৃত পেটাল ডিস্ক এর পরিবর্তে নব সংস্করণে সাধারণ ডিস্ক ব্যবহার করেছে বেনেলি। উপরন্তু Ducati এর দামি বাইকের মতই Benelli TNT 899 ব্রেম্বো আরসিএস মাস্টার সিলিন্ডার ও লিভার-সহ এসেছে। পরিমাপের দিক থেকে Benelli TNT 899 লম্বায় ২০৮০ মিমি, চওড়ায় ৮১৫ মিমি ও উচ্চতায় ১১০০ মিমি। দৈর্ঘ্য ও প্রস্থের হিসেব থেকে লুকিং গ্লাসটিকে বাদ দেওয়া হয়েছে। বাইকটির ওজন ২১০ কেজি। এবং তেল ধারণের ক্ষমতা ১৫.৫ লিটার।

Show Full Article
Next Story